X
রবিবার, ০৫ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

পাবনায় বাউলকে ‘অপহরণ’, টাকা দিয়েও মুক্তি মেলেনি

পাবনা প্রতিনিধি
২৮ সেপ্টেম্বর ২০১৯, ১৮:০০আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৯, ১৮:০৫

বাউল সুভাষ রোজারিও (ছবি– প্রতিনিধি)

পাবনার চাটমোহর রেলওয়ে স্টেশন থেকে সুভাষ রোজারিও (৪০) নামে এক বাউলকে অপহরণের অভিযোগ করেছে তার পরিবার। গত ২৪ সেপ্টেম্বর থেকে রোজারিওয়ের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। পরিবারের দাবি, ২৫ সেপ্টেম্বর একটা অপরিচিত নম্বর থেকে কল দিয়ে মুক্তিপণ চাওয়া হয়। এদিন মোবাইল ব্যাংকিয়ের মাধ্যমে টাকাও দেওয়া হয়। কিন্তু আজও রোজারিওকে পাওয়া যায়নি।

সুভাষ নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইল গ্রামের বোর্নী সম্প্রদায়ের লুকাস রোজারিওয়ের ছেলে। তার অপহরণের ঘটনায় পরিবারের পক্ষ থেকে চাটমোহর থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে।

সুভাষ রোজারিওর ভাই লুইস রোজারিও বলেন, ‘গত মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে বাড়ি থেকে গাজীপুর যাওয়ার উদ্দেশে চাটমোহর রেলস্টেশনে যান সুভাষ রোজারিও। পরের দিন ২৫ সেপ্টেম্বর একটি অপরিচিত নম্বর থেকে ফোন করে জানানো হয়, সুভাষকে অপহরণ করা হয়েছে এবং তার মুক্তির জন্য ৯০ হাজার টাকা দিতে হবে। পরিবারের পক্ষ থেকে দ্রুত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা পাঠানো হয়। অথচ চারদিন পরও আমার ভাইয়ের কোনও সন্ধান পাইনি। যে নম্বরগুলো থেকে কল এসেছিল তা বন্ধ পাওয়া যাচ্ছে।’

লুইস রোজারিও আরও জানান, সুভাষ বাউল হওয়ায় দেশের আনাচেকানাচে গান গাওয়ার জন্য ঘুরে বেড়ান। সুভাষ খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে প্রথম বাউল। তিনি টেলিভিশন অনুষ্ঠানেও নিয়মিত গান পরিবেশন করেন।

শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকালে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসীর উদ্দিন জানান, সুভাষ রোজারিও নিখোঁজ হয়েছে—এমন একটি অভিযোগ থানায় দিয়েছে তার পরিবার। তাকে উদ্ধারে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন। ইতোমধ্যে আমরা বিভিন্ন থানায় ছবিসহ বার্তা পাঠিয়েছি। পাশাপাশি প্রযুক্তির সহায়তায় তার অবস্থান নিশ্চিতের চেষ্টা চালানো হচ্ছে। শিগগিরই সুভাষের খোঁজ মিলবে।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
নিষ্পত্তির অপেক্ষায় হেফাজতের ২০৩ মামলা
নিষ্পত্তির অপেক্ষায় হেফাজতের ২০৩ মামলা
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ