X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

গভীর রাতে দোকান থেকে ৬৫ লাখ টাকার পণ্য লুট

নাটোর প্রতিনিধি
২২ জানুয়ারি ২০২০, ১৭:৪৫আপডেট : ২২ জানুয়ারি ২০২০, ১৮:০৪




গভীর রাতে দোকান থেকে ৬৫ লাখ টাকার পণ্য লুট নাটোরের নলডাঙা উপজেলার বাজারের ভিআইপি রোডের চারটি গার্মেন্টস দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। চার প্রহরীকে বেঁধে রেখে অস্ত্রের মুখে এই লুটপাট চালানো হয়। এসময় বাজার কমিটির সভাপতিসহ চার জনের দোকান থেকে ২ লাখ ৪০ হাজার টাকা নগদ এবং ৬৫ লাখ টাকার পণ্য লুট হয় বলে জানিয়েছেন দোকানিরা।



মঙ্গলবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে এই ঘটনা ঘটে। নলডাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির এবং উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

ভুক্তভোগী দোকানি এবং বাজার কমিটির সভাপতি শহিদুল ইসলাম জানান, ভিআইপি রোডে তার নিজেরসহ মজিবর রহমান, মাজেদুর রহমান এবং রাশেদুল ইসলামের চারটি দোকানে রাতে ডাকাতি হয়। এসময় আলতাব,হাফিজুল ও কামরুলসহ চার নৈশপ্রহরীকে হাত-পা বাঁধা এবং মুখে স্কচটেপ লাগানো অবস্থায় রেললাইনের পাশ থেকে উদ্ধার করা হয়।

শহিদুল ইসলাম আরও জানান, তার দোকানের নগদ ৪০ হাজার টাকা এবং ১৫ লাখ টাকার পণ্য, রাশেদুলের ২ লাখ টাকা এবং ১৫ লাখ টাকার পণ্য, মজিবরের ২০ লাখ টাকার পণ্য এবং মাজেদের ১৫ লাখ টাকার পণ্য লুট হয়েছে।

প্রহরী আলতাব হোসেন বলেন, ‘রাতে ১৫-২০ জন ডাকাত তাদের চারজনকে বেঁধে রেললাইনের পাশে ফেলে রাখে। এ সময় ওই চার দোকানের মালামাল লুট করে ট্রাকে উঠিয়ে তারা চলে যায়।’

উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ বলেন, ‘ভিআইপি রোডের বাজারটিতে রাতে পুলিশ টহল থাকে, সেখানে এ ধরনের ডাকাতি অকল্পনীয়।  দ্রুত ডাকাতদের গ্রেফতার ও মালামাল উদ্ধারে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।’




নলডাঙ্গা থানার ওসি হুমায়ুন কবির বলেন, ‘রাত ২টার দিকে পুলিশ টহল ওই জায়গা থেকে অন্যত্র চলে গেলে এই ঘটনা ঘটে।’

ডাকাতির সময় দোকানগুলোর সিসিটিভি ফুটেজসহ হার্ডডিস্ক ডাকাত দল নিয়ে গেছে দাবি করে ওসি জানান, আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ডাকাত দলকে গ্রেফতারের চেষ্টা চলছে।



/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ