X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

গৃহবধূকে ধর্ষণে সহযোগিতার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

বগুড়া প্রতিনিধি
১৫ ফেব্রুয়ারি ২০২০, ২০:০২আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২০, ২০:০৬

বগুড়া বগুড়ার শাজাহানপুরে এক গৃহবধূ ধর্ষণের শিকার হয়েছেন বলে দাবি করেছেন। ওই গৃহবধূ বলেন, ‘আমার স্বামী রফিকুল ইসলামের সহযোগিতায় তার এক বন্ধু ধর্ষণ করেছে। এছাড়া হাত-পা বেঁধে স্বামী আমার শরীর পুড়িয়ে দিয়েছে এবং চুল কেটে দিয়েছে।’ শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার চকলোকমান খন্দকারপাড়ায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা ভুক্তভোগীকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেছেন।

স্থানীয়রা জানান, হানিফ পরিবহনের হেলপার রফিকুল ইসলাম গাবতলী উপজেলার মালিয়ানডাঙ্গা গ্রামের তজমল হোসেনের ছেলে। সে প্রায় ১০ বছর আগে শাজাহানপুর উপজেলার চকলোকমান খন্দকারপাড়া এলাকার ওই নারীকে বিয়ে করে। তাদের আট বছরের এক মেয়ে রয়েছে। এরপরও রফিকুল পরনারীতে আসক্ত। এর প্রতিবাদ করার কারণেই ওই নারীকে এভাবে নির্যাতন করা হয়েছে।
শজিমেক হাসপাতালের গাইনী বিভাগের একটি ওয়ার্ডে চিকিৎসাধীন ওই নারী বলেন, ‘আমার স্বামী পরনারীতে আসক্ত। তাকে নিষেধ করি, কিন্তু শোনে না। এ নিয়ে প্রায়ই আমাদের মধ্যে ঝগড়া হতো। শনিবার বেলা ১২টার দিকে স্বামী রফিকুল তার এক বন্ধুকে সঙ্গে নিয়ে বাসায় আসে। স্বামীর সহযোগিতায় ওই বন্ধু আমার হাত বেঁধে ও মুখ চেপে ধরে ধর্ষণ করে। এরপর স্বামী রফিকুল আমাকে মারপিট করে। ব্লেড দিয়ে হাত ও বুকে আঘাত করে। আমার শরীর অ্যাসিড দিয়ে পুড়িয়ে এবং চুল কেটে পালিয়ে যায়।’

শজিমেক হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. আবদুল ওয়াদুদ জানান, স্বামীর নির্যাতনের শিকার ওই গৃহবধূর মাথার ডান পাশের চুল কাটা, শরীরের বিভিন্ন স্থানে জখম ও ফোসকা রয়েছে। পরীক্ষা-নিরীক্ষা ছাড়া ফোসকা অ্যাডিসের নাকি গরম পানির তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তাকে প্রথমে ক্যাজুয়ালটি বিভাগে ভর্তি রাখা হয়। পরে ওসিসি হয়ে গাইনী বিভাগের ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আজিম উদ্দিন জানান, গৃহবধূর চুল কাটা, শরীরে নির্যাতনের জখম ও ফোসকার দাগ রয়েছে। এর আগে স্বামীর বন্ধু তাকে ধর্ষণ করেছে বলে তিনি দাবি করেছেন। বিকাল পর্যন্ত এ ব্যাপারে কেউ মামলা করেনি। এর পরও স্বামী রফিকুল ইসলামকে আটকে অভিযান চলছে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত
মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত
তীব্র গরমে বেড়েছে রিকন্ডিশন্ড এসির চাহিদা
তীব্র গরমে বেড়েছে রিকন্ডিশন্ড এসির চাহিদা
ইউক্রেনের খারকিভে রুশ ড্রোন হামলায় আহত ৩
ইউক্রেনের খারকিভে রুশ ড্রোন হামলায় আহত ৩
চাল বিতরণে অনিয়মের অভিযোগ, ইউপি চেয়ারম্যান সমর্থক ও জেলেদের সংঘর্ষ
চাল বিতরণে অনিয়মের অভিযোগ, ইউপি চেয়ারম্যান সমর্থক ও জেলেদের সংঘর্ষ
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত