X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

খাস জমি দখল করে ক্লাব নির্মাণের অভিযোগ এমপির বিরুদ্ধে

বগুড়া প্রতিনিধি
২৪ ফেব্রুয়ারি ২০২০, ১০:৪৩আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২০, ১১:০২

এ জমি দখল করে ক্লাব নির্মাণের অভিযোগ উঠেছে শাজাহানপুরের ডোমনপুকুর এলাকায় খাস জমি জায়গা দখলের চেষ্টার অভিযোগ উঠেছে বগুড়া-৭ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রেজাউল করিম বাবলু ওরফে শওকত আলী গোলবাগীর বিরুদ্ধে। ওই জমিতে তিনি ‘এমপি ক্লাব’ নির্মাণ করবেন বলে শোনা যাচ্ছে। তবে এমপি দাবি, স্থানীয় প্রতিপক্ষ ও সাংবাদিকদের দাবি করা টাকা না দেওয়ায় তার বিরুদ্ধে মিথ্যাচার করা হচ্ছে।

স্থানীয়রা জানান, ডোমনপুকুর এলাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের সামনে সরকারি জমি রয়েছে। ২১ ফেব্রুয়ারি সকালে এমপি বাবলুর ছেলে জিহাদের উপস্থিতিতে ওই জায়গায় দুই ট্রাক মাটি ফেলা হয়। মাটি ফেলার কারণ জানতে চাইকে জিহাদ জানান, তার বাবা এই জমিতে ‘এমপি ক্লাব’ করবেন। জুমার নামাজের পর এমপি জায়গাটি পরিদর্শনও করেন। এ ঘটনায় স্থানীয়রা ক্ষুব্ধ হলেও কেউ প্রতিবাদ করার সাহস পায়নি।

শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা পারভীন জানান,  স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে জায়গা দখলের খবর পেয়ে ভূমি অফিসের কর্মকর্তাদের সেখানে পাঠানো হয়েছিল। কিন্তু প্রাথমিক তদন্তে জায়গাটি খাস খতিয়ানভুক্ত নয় বলে নিশ্চিত হওয়া গেছে। তার ধারণা, জায়গাটি সড়ক বিভাগের হতে পারে। তবে স্থানীয় সরকার এবং সড়ক ও জনপথ বিভাগ বলেছে, ওই জায়গা তাদের নয়।

অভিযোগ প্রসঙ্গে এমপি জানান, ডোমনপুকুর এলাকার সাদেকের ছেলে মজিবর রহমান কিছুদিন আগে ওই জায়গা দখল করে সেখানে ভবন নির্মাণের চেষ্টা করেছিল। উপজেলা প্রশাসন ভবন করতে দেয়নি। ওই মজিবর আবারও জায়গাটি দখলের জন্য সেখানে মাটি ফেলেছেন। তার ছেলে বা তিনি দখল করে এমপি ক্লাব নির্মাণ করছেন না। স্থানীয় সাংবাদিকদের টাকা না দেওয়ায় তার বিরুদ্ধে মিথ্যাচার করা হচ্ছে।

হলফনামায় তথ্য গোপন এবং এমপি নির্বাচিত হওয়ার দুই মাসের মাথায় ৩২ লাখ টাকা দামের গাড়ি কিনে আলোচনায় আসেন এমপি বাবলু। তার দাবি, তিনি হলফনামায় তথ্য গোপন করেননি। আর গাড়িটি তার বন্ধুদের দেওয়া। এসব বিষয়ে স্থানীয় ও জাতীয় দৈনিকে প্রতিবেদনও হয়েছে।

 

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সিএনজির রেজিস্ট্রেশন কার্যক্রম চালু করতে বিআরটিএ অফিস ঘেরাও
সিএনজির রেজিস্ট্রেশন কার্যক্রম চালু করতে বিআরটিএ অফিস ঘেরাও
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
বৃষ্টি ও বন্যায় কেনিয়ায় নিহত অন্তত ৪৫
বৃষ্টি ও বন্যায় কেনিয়ায় নিহত অন্তত ৪৫
‘তাই বলে ১৯ গোল খাবো!’
‘তাই বলে ১৯ গোল খাবো!’
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড