X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

ভোক্তা অধিকার আইনে অভিযান: প্রতিবাদে সড়ক অবরোধ

সিরাজগঞ্জ প্রতিনিধি
১০ আগস্ট ২০২০, ১৯:১০আপডেট : ১০ আগস্ট ২০২০, ২১:১৬

সড়ক অবরোধ করা হয়েছে সিরাজগঞ্জ শহরের নিউ ঢাকা রোডে সোমবার (১০ আগস্ট) সকালে অভিযানে যান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কর্মকর্তারা। এই অভিযানের প্রতিবাদে শ্রমিক ও পরিবহন সেক্টরের লোকজন নিউ ঢাকা রোডে বাস আটকে দিয়ে সড়ক অবরোধ করেন। এ সময় কতিপয় লোকজনের হাতে লাঞ্ছিত হন ভোক্তা অধিকার অধিদফতরের সহকারী পরিচালক (এডি) মাহমুদ হাসান রনি। পরে ট্রাফিক পুলিশের হস্তক্ষেপে ও পরিবহন নেতাদের সহায়তায় বিষয়টি নিয়ন্ত্রণে আসে। মীমাংসা বৈঠকে দুপুর ১২টায় পরিস্থিতি স্বাভাবিক হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিরাজগঞ্জ-মহাখালি রুটে এস আই, ওভি, ঢাকা লাইন ও ইউনিকসহ বেশ কয়েকটি পরিবহনের কাউন্টার যাত্রীদের কাছ থেকে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া আদায় করছে বলে অভিযোগ পায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এই অভিযোগের ভিত্তিতে সোমবার সকালে সেখানে অভিযানে যান অধিদফতরের সহকারী পরিচালক (এডি) মাহমুদ হাসান রনির নেতৃত্বে একটি দল।

তারা সকাল সাড়ে ১০টার দিকে এস আই বাস সার্ভিস কাউন্টারে প্রবেশ করেন। প্রবেশ করা মাত্রই শ্রমিকর কাউন্টার সার্ভিস কক্ষের সার্টার নামিয়ে সহকারী পরিচালককে অবরুদ্ধ করেন। এক পর্যায়ে তাকে গালমন্দ, অশোভন আচরণ ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এরপর বিক্ষুব্ধ শ্রমিকরা বাস আটকে দিয়ে সড়ক অবরোধ করেন। খবর পেয়ে পরিবহন নেতারা দ্রুত ঘটনাস্থলে এসে ভোক্তা অধিকার অধিদফতরের লোকজনকে উদ্ধার করেন। ঘটনাটি প্রশাসন, পুলিশ ও গণমাধ্যমে ব্যাপকভাবে জানাজানির আগেই কৌশলে মিটিয়ে ফেলেন পরিবহন নেতারা।

ভোক্তা অধিকার অধিদফতরের সহকারী পরিচালক (এডি) মাহমুদ হাসান বলেন, ‘বিষয়টি অনাকাঙ্ক্ষিত, এমনটি হবে আমি কখনও আশা করিনি। কাউন্টার মালিক কর্তৃপক্ষ ও শ্রমিক নেতারা উপযুক্ত বিচার দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন।’

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহা. তোফাজ্জল হোসেন বলেন, ‘সহকারী পরিচালক আমাকে সকালে যখন ফোন করেছিলেন তখন আদালত পরিচালনায় ব্যস্ত ছিলাম। ফোন করলেও এমন ঘটনার বিষয়ে কিছুই তিনি জানাননি। তাছাড়া ঈদের পর জেলা প্রশাসনের নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা হওয়ায় এমনিতেই পরিবহন সেক্টরের লোকজন ফুসে আছেন।’

এসআই বাস কাউন্টার সার্ভিসের মালিক আতিকুর রহমানের মুঠোফোনে বার বার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি সুলতান বলেন, ‘একটি ভুল বোঝাবুঝির ঘটনা। তবে পরে মীমাংসা হয়েছে।’

সদর থানার ইন্সপেক্টর (অপারেশন) নুরুল ইসলাম বলেন, ‘ভোক্তা অধিকার দফতরের লোকজন দুপুর পর্যন্ত থানায় অভিযোগ দেননি।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এমন গরমেও ক্লাস করেছেন শিক্ষার্থীরা (ফটো স্টোরি)
এমন গরমেও ক্লাস করেছেন শিক্ষার্থীরা (ফটো স্টোরি)
উপজেলা নির্বাচনের মধ্য দিয়ে জনগণের শেষ উৎসাহ দূর হবে: ওয়ার্কার্স পার্টির অভিযোগ
উপজেলা নির্বাচনের মধ্য দিয়ে জনগণের শেষ উৎসাহ দূর হবে: ওয়ার্কার্স পার্টির অভিযোগ
১৭ অঞ্চলের তাপমাত্রা ৪০ ডিগ্রির ওপরে, ঢাকায় ৪০.৩
১৭ অঞ্চলের তাপমাত্রা ৪০ ডিগ্রির ওপরে, ঢাকায় ৪০.৩
মেরিনার ইয়াংসে নতুন গভর্নিং বডি
মেরিনার ইয়াংসে নতুন গভর্নিং বডি
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ