X
রবিবার, ০৫ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

করোনার প্রাদুর্ভাব: সচেতনতায় ভাটা সিরাজগঞ্জবাসীর

সিরাজগঞ্জ প্রতিনিধি
০১ নভেম্বর ২০২০, ১৯:২৮আপডেট : ০১ নভেম্বর ২০২০, ১৯:২৮

স্বাস্থ্যবিধি না মেনে চলাচল করছে মানুষ করোনার প্রকোপ থেকে এখনও মুক্ত নয় দেশের মানুষ। প্রতিদিনই নতুন করে আক্রান্ত হচ্ছেন অনেকে, বাড়ছে মৃতের সংখ্যাও। করোনার শুরুর দিকে মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে চলার যে প্রবণতা ছিল, এখন তা অনেকাংশেই কমে গেছে। অপরাপর জেলার মতো সিরাজগঞ্জের মানুষের মধ্যে মাস্ক ব্যবহার করা, সামাজিক দূরত্ব বজায় রাখা ও স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে উদাসীনতা দেখা যাচ্ছে। গ্রাম ও শহর সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে করোনা সচেতনতায় ভাটা পড়েছে। এই অবস্থা চলতে থাকলে আসন্ন শীতে করোনা সংক্রমণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্বাস্থ্যবিধি না মেনে চলাচল করছে মানুষ শহরের হাটে-বাজারে দেখা যায়, যারাও বা মাস্ক পরে এসেছেন, তারা তা খুলে পকেটে বা থুতনিতে রেখেছেন। কেউ কেউ মোবাইলে বা পরিচিতজনের সঙ্গে কথা বলার সময় মাস্কের ওপর বার বার হাত রাখছেন, খুলছেন বা নাড়াচাড়া করছেন। বাজারে ক্রেতাসাধারণের কাছে পণ্যের দাম, গুণাগুণ ও মান নিয়ে আলোচনার সময় মাস্ক খুলে কথা বলছেন বিক্রেতারা। ঢিলেঢালা ও দুর্বল সচেতনতা দেখে মনে হচ্ছে যেন করোনা আপাতত নেই। জেলা শহরে কদাচিৎ মাস্ক ব্যবহারকারী খুঁজে পাওয়া গেলেও গ্রামাঞ্চলের চিত্র উল্টো। খুঁজে পাওয়া ভার মাস্ক ব্যবহারকারী।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তোফাজ্জল হোসেন বলেন, ‘স্বাস্থ্যবিধি মানাতে নভেম্বর থেকে ফের কড়াকড়ি অভিযান পরিচালনার পরিকল্পনা রয়েছে।’

সামাজিক দূরত্ব না মনে জনসমাগম জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ সচেতনতা বিষয়ে বলেন, ‘শহরবাসীর মধ্যে কিছুটা সচেতনতা দেখা গেলেও শহরতলী বা গ্রাম-গঞ্জে মানুষের মধ্যে অসচেতনতা বেড়েছে। অভিযান চলছে, তারপরও সচেতনতা সেভাবে বাড়ছে না।’

জেলা সিভিল সার্জন ডা. জাহিদুল ইসলাম বলেন, ‘জেলায় গত ১০ মার্চ থেকে ২৭ অক্টোবর পর্যন্ত ৪ হাজার ৭২৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সরকারি হিসাব মতে, এ পর্যন্ত জেলায় ১৩ জন করোনায় মারা গেছেন। গণসচেতনতা সৃষ্টিতে প্রচারণা অব্যাহত রয়েছে।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ