X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

গলায় বোতলের মালা ঝুলিয়ে প্রচারণা

বগুড়া প্রতিনিধি
২০ জানুয়ারি ২০২১, ২১:৩৭আপডেট : ২০ জানুয়ারি ২০২১, ২১:৩৭

বগুড়ার নন্দীগ্রাম পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ফেরদৌস আলম ও তার সমর্থকরা তাদের প্রতীক বোতলের মালা গলায় ঝুঁলিয়ে অভিনব প্রচারণা চালাচ্ছেন। বুধবার (২০ জানুয়ারি) নির্বাচনি এলাকার ওমরপুরে এ চিত্র দেখা গেছে। স্থানীয়রা এ প্রচারণাকে আচরণবিধি লঙ্ঘন বললেও বগুড়ার অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার নজরুল ইসলাম বলেছেন, অভিযোগ সঠিক নয়।

নির্বাচন অফিস সূত্র জানায়, তৃতীয় ধাপে আগামী ৩০ জানুয়ারি নন্দীগ্রাম পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে মেয়র পদে তিন জন, ৯টি সাধারণ কাউন্সিলর পদে ২৭ জন ও তিনটি সংরক্ষিত কাউন্সিলর পদে ১৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনের দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে প্রচার-প্রচারণা জমে উঠছে। পোস্টারে পোস্টারে ছেড়ে গেছে পুরো এলাকা। ভোটাররা সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারো ছুটছেন। এলাকার হোটেল রেস্তোরাঁয় প্রার্থীদের নিয়ে আলোচনা ও প্রচারণা চলছে।

এদিকে ভোটারদের দৃষ্টি আকর্ষণে প্রার্থী ও তাদের সমর্থকরা নানাভাবে অভিনব কায়দায় প্রচারণা চালাচ্ছেন। কেউ প্রতীক হাতে নিয়ে, আবার কেউ মালা বানিয়ে গলায় ঝুলিয়ে চালিয়ে যাচ্ছেন প্রচারণা ও নির্বাচনি মিছিল। ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ফেরদৌস আলমের প্রতীক বোতল। বুধবার তিনি ও তার সমর্থকরা বোতলের তৈরি মালা গলায় ঝুলিয়ে এলাকায় প্রচারণায় নামেন। কারো কারো জামায় ছিল বোতলের ছাপ। এমন প্রচারণায় ভোটারদের মধ্যে ব্যাপক কৌতুহলের সৃষ্টি হয়।

নন্দীগ্রাম পৌরসভার রিটার্নিং অফিসার নজরুল ইসলাম জানান, প্রার্থীরা ভোটারদের দৃষ্টি আকর্ষণে প্রতীকের ছবি বা অন্য কোনও কিছু নিয়ে প্রচারণা চালাতে পারেন। তবে এখানে জীবন্ত কোনও প্রাণী নিয়ে প্রচারণা চালানো যাবে না।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশে আগ্রাসী শাসন চলছে: দিলারা চৌধুরী
দেশে আগ্রাসী শাসন চলছে: দিলারা চৌধুরী
বিকল্প অর্থনীতি ও গ্রাম্য কায়কারবার
উপন্যাসবিকল্প অর্থনীতি ও গ্রাম্য কায়কারবার
বিপুল পরিমাণ নকল জুস জব্দ, কারখানার মালিকের কারাদণ্ড
বিপুল পরিমাণ নকল জুস জব্দ, কারখানার মালিকের কারাদণ্ড
লিগের মাঝপথে গোপনে কানাডায় কেন বাংলাদেশি ফুটবলার!
লিগের মাঝপথে গোপনে কানাডায় কেন বাংলাদেশি ফুটবলার!
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু