X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

সিরাজগঞ্জ শহরের সংযোগ সড়কগুলো বন্ধ করে দিচ্ছে পুলিশ

সিরাজগঞ্জ প্রতিনিধি
১৬ এপ্রিল ২০২১, ০৮:২৬আপডেট : ১৬ এপ্রিল ২০২১, ০৮:২৬

কঠোর বিধিনিষেধ মেনে চলা, করোনা সংক্রমণের ঝুঁকি কমানো, অকারণে শহরে প্রবেশ ও জনসমাগম সীমিত করতে সিরাজগঞ্জ শহরের প্রধান দুটি সড়ক এস এস রোড ও মুজিব সড়কের সংযোগ সড়কগুলো বন্ধ করে দিয়েছে সিরাজগঞ্জ জেলা পুলিশ। বৃহস্পতিবার (১৫) এপ্রিল সন্ধ্যার পরে শহরের এস এস রোডের সংযোগ সড়ক টুকু ব্রিজ হয়ে গোশালা সড়ক বাঁশ দিয়ে বন্ধ করে দেওয়ার মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু হয়। পর্যায়ক্রমে নির্ধারিত সব সড়ক এভাবে বন্ধ করে দেওয়া হবে।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে সরেজমিনে সিরাজগঞ্জ শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, এস এস রোড সড়কের সংযোগ সড়ক টুকু ব্রিজ হয়ে গোশালা সড়ক বাঁশ দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। একই সড়কের মুক্তিযোদ্ধা গলিতে বাঁশ দিয়ে রাস্তা বন্ধের কাজ চলছে। পর্যায়ক্রমে নির্ধারিত সব সড়ক এভাবে বন্ধ করে দেওয়া হবে বলে জানান পুলিশ সদস্যরা। সিরাজগঞ্জ শহরের সংযোগ সড়কগুলো বন্ধ করে দিচ্ছে পুলিশ

এ বিষয়ে সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্নিগ্ধ আখতার বলেন, কঠোর বিধিনিষেধ মেনে চলার পাশাপাশি করোনা সংক্রমণের ঝুঁকি কমাতে এবং অকারণে শহরে প্রবেশ ও জনসমাগম সীমিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মানুষ অকারণে বাড়ি থেকে বের হয়ে মহল্লার মোড় দিয়ে শহরে ঢুকছে শুধু কৌতুহলী হয়ে। অকারণেই অনেক রিকশা শহরে ঢুকছে। এজন্য নিরুৎসাহিত করতেই এই কার্যক্রম।

তিনি আরও বলেন, হাসপাতাল, থানা, ফায়ার সার্ভিসসহ জরুরি সেবামূলক প্রতিষ্ঠানগুলোতে যাতায়াতসহ শহরের বাইরে কোনও উপজেলায় বা বিশেষ প্রয়োজনে দূরে কোথাও যাওয়ার রাস্তাগুলো উন্মুক্ত থাকবে। করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি কমাতে ও নিয়ন্ত্রণে পুলিশ এবং সরকারের এসব কাজে সবাইকে সহযোগিতা করারও আহ্বান জানান তিনি।

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুড়িগ্রামে এক বছরে আইনি সহায়তা পেয়েছেন ২২০ জন, অধিকাংশই নারী
কুড়িগ্রামে এক বছরে আইনি সহায়তা পেয়েছেন ২২০ জন, অধিকাংশই নারী
আইপি টিভি চালু করতে চায় ডিএমপি!
আইপি টিভি চালু করতে চায় ডিএমপি!
কাটাখালী পৌরসভায় উপনির্বাচনে মেয়র হলেন মিতু
কাটাখালী পৌরসভায় উপনির্বাচনে মেয়র হলেন মিতু
ঢাকায় পা রেখে চট্টগ্রামে উড়াল দিলো জিম্বাবুয়ে
ঢাকায় পা রেখে চট্টগ্রামে উড়াল দিলো জিম্বাবুয়ে
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে