X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

৩ ঘণ্টার ব্যবধানে রাবির প্রশাসন ভবনে ফের তালা

রাবি প্রতিনিধি
২০ জুন ২০২১, ১৩:৪৩আপডেট : ২০ জুন ২০২১, ১৩:৪৩

কর্মস্থলে পদায়নের দাবিতে তিন ঘণ্টার ব্যবধানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রশাসন ভবনে ফের তালা দিয়েছেন ছাত্রলীগ নেতাকর্মীরা। রবিবার (২০জুন) বেলা সাড়ে ১১টার দিকে তারা প্রশাসন ভবনে তালা দেন। শনিবার একই দাবিতে প্রশাসন ভবন ও উপাচার্যের বাসভবনে তালা ঝুলিয়ে আন্দোলন করেন তারা। পরে রবিবার সকাল ৯টার দিকে তালা খুলে দিলেও, তিন ঘণ্টার ব্যবধানে ফের তালা দেন আন্দোলনকারীরা।

রাবিতে অ্যাডহকে নিয়োগ পাওয়াদের বাধায় সভা স্থগিত

ছাত্রলীগ নেতাকর্মীদের ভাষ্য, রুটিন দায়িত্বে থাকা উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা তাদের বলেছিলেন প্রশাসন ভবনে তাদের সঙ্গে বৈঠকে বসবেন। তাই তারা প্রশাসন ভবন খুলে দিয়েছিলেন। কিন্তু অধ্যাপক আনন্দ কুমার সাহা পরবর্তীতে ভিন্ন কথা বলছেন, তিনি আজ প্রশাসন ভবনে আসতে পারবেন না। তাই ফের তালা ঝুলিয়েছেন আন্দোলনকারীরা।

নিয়োগ পাওয়া সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ সদস্য আতিকুর রহমান বলেন, উপাচার্যের কথায় আমরা বিশ্বাস করে তালা খুলে দিয়েছিলাম। কিন্তু তিনি পরবর্তীতে কথা রাখেননি। তিনি বাসায় থেকে অফিস করছেন। তাই আমরা তালা দিয়েছি। আমাদের দাবি একটাই কর্মস্থলে পদায়ন না করা হলে, কোনও প্রশাসনিক কার্যক্রম চলবে না।

এ বিষয়ে জানতে চাইলে রুটিন দায়িত্বে থাকা উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা বলেন, আমি তাদের বলেছিলাম দেখা করবো। কিন্তু আমি মানসিকভাবে কিছুটা আপসেট। তাই যাওয়া হয়নি। তবে তাদের দুই-একজনকে বাসবভনে আসতে বলেছিলাম।

তিনি আরও বলেন, আন্দোলনকারীদের যে দাবি, সেটি আমার পক্ষে পূরণ করা সম্ভব নয়। আমি গতকালই মন্ত্রণালয়কে তাদের বিষয়টি সমাধানের জন্য জানিয়েছি। তারা পদক্ষেপ না নিলে কিছু করার নেই।

প্রসঙ্গত, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সদস্য বিদায়ী উপাচার্য তার শেষ কর্মদিবসে গত ৬ মে ১৩৮ জনকে অ্যাডহকে নিয়োগ দেন। এই নিয়োগকে ইতোমধ্যে অবৈধ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। কিন্তু নিয়োগপ্রাপ্ত ছাত্রলীগ নেতাকর্মীরা কর্মস্থলের পদায়নের দাবিতে আন্দোলন করে আসছেন।

/টিটি/
সম্পর্কিত
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
শনিবার শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান চলবে
সর্বশেষ খবর
মোটরসাইকেলে ট্রেনের ধাক্কায় পুলিশের এসআই নিহত
মোটরসাইকেলে ট্রেনের ধাক্কায় পুলিশের এসআই নিহত
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
ফেসবুকে মোস্তাফিজ বললেন, ‘সব কিছুর জন্য ধন্যবাদ মাহি ভাই’
অটোগ্রাফ দেওয়া জার্সি উপহার ধোনির  ফেসবুকে মোস্তাফিজ বললেন, ‘সব কিছুর জন্য ধন্যবাদ মাহি ভাই’
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ