X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

খালাসের শেষ দিকে ২০০ মেট্রিক টন অক্সিজেন

সিরাজগঞ্জ প্রতিনিধি
২৬ জুলাই ২০২১, ১৭:২২আপডেট : ২৬ জুলাই ২০২১, ১৭:২২

ভারত থেকে ট্রেনে আসা ২০০ মেট্রিক টন অক্সিজেন খালাসের শেষ দিকে রয়েছে। সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম রেলওয়ে স্টেশনে এ অক্সিজেন খালাস হচ্ছে। সোমবার (২৬ জুলাই) সন্ধ্যার আগেই খালাস শেষ হবে বলে ধারণা করছে আমদানিকারী প্রতিষ্ঠান।

এর মধ্যে, রবিবার (২৫ জুলাই) বিকাল থেকে এখন পর্যন্ত আটটি ট্যাংকলরিতে ১৬০ মেট্রিক টন অক্সিজেন নারায়ণগঞ্জের রূপগঞ্জ সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্টের উদ্দেশে পাঠানো হয়েছে। এখন বাকি ৪০ মেট্রিক টন অক্সিজেন দুইটি ট্যাংকলরিতে লোড করা হচ্ছে বলে জানিয়েছেন আমদানিকারী প্রতিষ্ঠান লিন্ডে বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্ক ও প্রশাসন বিভাগের ব্যবস্থাপক সুফিয়া আক্তার ওহাব।

তিনি বলেন, গতকাল (রবিবার) বিকাল থেকে এখন পর্যন্ত আটটি ট্যাংকলরিতে করে মোট ১৬০ মেট্রিক টন তরল অক্সিজেন নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্টের উদ্দেশে ছেড়ে গেছে। বাকি ৪০ টন এখন ট্রেনের ট্যাংক থেকে লরিতে লোড করা হচ্ছে। আশা করছি, বিকেল ৫টা নাগাদ শেষ হয়ে যাবে।

তিনি আরও বলেন, আপাতত ভারত থেকে ট্রেনে যেসব অক্সিজেন বাংলাদেশে আসবে সেগুলোও এখানেই খালাস হবে। ২০০ মেট্রিক টন করে অক্সিজেন নিয়ে প্রতি সপ্তাহে দুই থেকে তিনটি ট্রেন বাংলাদেশে আসতে পারে বলেও জানান এই কর্মকর্তা।

উল্লেখ্য, ভারত থেকে আসা অক্সিজেনবাহী ট্রেনটি রবিবার বেলা ১১টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম রেলওয়ে স্টেশনে পৌঁছে। এরপর থেকেই চলছে খালাস কার্যক্রম। গতকাল বিকাল পৌনে ৪টায় প্রথম ট্যাংকলরিটি নারায়ণগঞ্জের রূপগঞ্জের উদ্দেশে ছেড়ে যায়। প্রতিটি ট্যাংকলরিতে ২০ মেট্রিক টন করে তরল অক্সিজেন বহন করা হচ্ছে।

শনিবার (২৪ জুলাই) সকাল ১০টায় ভারতের ঝাড়খণ্ড প্রদেশের জামশেদপুর টাটানগর থেকে ১০টি কন্টেইনারে তরল অক্সিজেন নিয়ে ইন্দো-বাংলা ট্রেনটি বাংলাদেশের উদ্দেশে রওনা হয়। রাত ১০টার দিকে বেনাপোল বন্দরে পৌঁছে সিরাজগঞ্জের উদ্দেশে রওনা হয়।

/এফআর/
সম্পর্কিত
হাসপাতালের যন্ত্রপাতি নিয়মিত পরীক্ষার পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর  
সীতাকুণ্ডে অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণে মৃত্যু বেড়ে ৬
ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যালে হবে অক্সিজেন উৎপাদন
সর্বশেষ খবর
উপজেলা নির্বাচন: অংশ নিতে পারবেন না পৌর এলাকার ভোটার এবং প্রার্থীরা
উপজেলা নির্বাচন: অংশ নিতে পারবেন না পৌর এলাকার ভোটার এবং প্রার্থীরা
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ