X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

নিখোঁজের ৪১ বছর পর ফিরলেন মিনতি

কামাল মৃধা, নাটোর
১৮ অক্টোবর ২০২১, ১৬:৪৫আপডেট : ১৮ অক্টোবর ২০২১, ১৮:৫৮

ঘুরতে বেরিয়ে ছয় বছর বয়সে হারিয়ে যায় শিশুটি। বাবা-মায়ের ঠিকানা হারানো শিশুটিকে কাছে টেনে নেন এক হৃদয়বান ব্যক্তি। সেখানে বড় হয়। এরপর বিয়ে দেয় ওই পরিবার। গড়ে ওঠে নতুন ঠিকানা। স্বামী-সন্তান নিয়ে সুখে থাকলেও বুকের মধ্যে ছিল জন্মস্থান এবং বাবা-মাকে ফিরে পাওয়ার কষ্ট। অবশেষে ৪১ বছর পর খুঁজে পেলেন আপন ঠিকানা, স্বামী-সন্তান নিয়ে ফিরলেন বাবা-মায়ের কাছে।

বলছিলাম নাটোরের গুরুদাসপুর উপজেলার মশিন্দা ইউনিয়নের রানীগ্রাম এলাকার বাছের আলীর মেয়ে মিনতির কথা। রবিবার (১৭ অক্টোবর) বিকালে বাড়ি ফেরেন। তাকে দেখতে জড়ো হন প্রতিবেশীরা। আবেগাপ্লুত হন স্বজনরাও।

মিনতির বড় ভাই তাছের আলী জানান, তারা চার ভাইবোন। মিনতি সবার ছোট। ছয় বছর বয়সে চাচাতো বোন জামাইয়ের সঙ্গে ময়মনসিংহে বেড়াতে যান মিনতি। সেখানে বোন জামাইয়ের সঙ্গে ঘুরতে বেরিয়ে রেলস্টেশনে হারিয়ে যান। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।

তাছের আলী বলেন, সেদিন মোসলেম উদ্দিন নামের এক ব্যক্তি মিনতিকে বাসায় নিয়ে যান। সেখানে বড় হয় মিনতি। পরে তাকে গাজীপুরের শ্রীপুরের ব্যবসায়ী বোরহান উদ্দিনের সঙ্গে বিয়ে দেওয়া হয়। বর্তমানে মিনতি চার সন্তানের জননী। তিন মেয়ের বিয়ে দিয়েছেন। এক মেয়ে বাসায় থাকে। বহু বছর পর বোনকে ফিরে পেয়ে আমরা আনন্দিত।

যেভাবে পরিবারের খোঁজ পেলেন মিনতি

মিনতিকে স্বজনদের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছিলেন গুরুদাসপুর উপজেলার চাপিলা ইউনিয়নের মকিমপুর এলাকার বাসিন্দা শাহরুখ নয়ন। তিনি চাপিলা ইউনিয়ন পরিষদের সদস্য জনাব আলীর ছেলে। ঢাকা কলেজে পড়াশোনা করেন তিনি।

তিনি বলেন, ঢাকায় পড়াশোনা করা অবস্থায় মিনতির মেয়ের জামাইয়ের সঙ্গে পরিচয় হয়। মেয়ের জামাইয়ের কাছে শুনি মিনতির জীবনের গল্প। তখন মিনতির সঙ্গে কথা বলে জানতে পারি রাজশাহীর কাছিকাটা গ্রামে তার বাড়ি। এটুকু ছাড়া কিছুই বলতে পারেননি। মিনতি যখন হারিয়ে যান তখন বৃহত্তর রাজশাহী জেলা ছিল। যেহেতু আমার উপজেলায় কাছিকাটা গ্রাম, সেহেতু কাছিকাটা গ্রামে গিয়ে মিনতির বর্তমান ছবি, মোবাইল নম্বর দিয়ে লিফলেট বিতরণ করি। এভাবে খোঁজাখুঁজি করতে করতে রানীগ্রাম থেকে একদিন মিনতির কাছে ফোন যায়। মিনতি মোবাইল ফোনে তাদের সঙ্গে কথা বলেন। তখন ছোটবেলার কিছু স্মৃতির সূত্র ধরে আপন ঠিকানার সন্ধান পান। এরপর মিনতিকে তার পরিবারের কাছে নিয়ে আসি। তখন তারা নিশ্চিত হন মিনতি তাদের স্বজন।

মিনতি বেগম বলেন, ৪১ বছর পর নিজ ঠিকানা, মা-বাবা ও ভাইবোনের দেখা পাবো কল্পনাও করিনি। মা-বাবার কাছে ফিরতে পেরে আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সঙ্গে সহযোগিতার জন্য শাহরুখ নয়নসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই।

মিনতির বাবা বাছের আলী বলেন, মিনতি আমার খুব আদরের মেয়ে। তাকে হারিয়ে তার মা পাগলপ্রায় হয়ে যায়। দীর্ঘদিন খোঁজাখুঁজি করে পাইনি। একপর্যায়ে ফিরে পাওয়ার আশা ছেড়ে দিয়েছিলাম। সে যখন ফিরে এলো তখন আমি অসুস্থ। তবে মেয়ে ফিরে আসায় আমরা আনন্দিত।

/এএম/এমওএফ/
সম্পর্কিত
উপজেলা নির্বাচনে পলকের হস্তক্ষেপ ঠেকাতে হাইকোর্টে রিট
বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হলেন অপহরণের শিকার সেই প্রার্থী
অবশেষে প্রার্থিতাই প্রত্যাহার করে নিলেন প্রতিমন্ত্রী পলকের শ্যালক
সর্বশেষ খবর
চীনের দক্ষিণাঞ্চলে সড়ক ধসে নিহত ৩৬
চীনের দক্ষিণাঞ্চলে সড়ক ধসে নিহত ৩৬
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
রাশিয়ার বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগ যুক্তরাষ্ট্রের
রাশিয়ার বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগ যুক্তরাষ্ট্রের
কেনিয়ায় বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১৮১
কেনিয়ায় বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১৮১
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!