X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

গুঁড়িয়ে দেওয়া হচ্ছে মেয়র আব্বাসের ২ অবৈধ মার্কেট

রাজশাহী প্রতিনিধি
০৪ ডিসেম্বর ২০২১, ১৮:৫৭আপডেট : ০৪ ডিসেম্বর ২০২১, ১৮:৫৭

সরকারি ড্রেন দখল করে নির্মাণ করা রাজশাহীর কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলীর দুটি মার্কেট উচ্ছেদে অভিযান চলছে। শনিবার (৪ ডিসেম্বর) সকাল ৯টায় পবা উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান শুরু হয়। সন্ধ্যা পর্যন্ত একটি মার্কেট সম্পূর্ণ উচ্ছেদ হয়ে গেছে। অন্যটির ৪০ শতাংশ শেষ হয়েছে। রাতের মধ্যে উচ্ছেদ সম্পন্ন হবে।

এসব তথ্য নিশ্চিত করেছেন অভিযানটি পরিচালনাকারি পবা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ এহসান উদ্দীন। তিনি  জানান, সরকারি জায়গা দখলমুক্ত করার জন্য এই অভিযান চালানো হচ্ছে। পবা উপজেলার কাটাখালী বাজার সংলগ্ন ১৯১নং সমসাদীপুর মৌজার ৮২৩ ও ৯৬০নং আরএস দাগের নালা শ্রেণির ১.৪২ ও ০.৯ একর জমি ১নং খাস খতিয়ানভুক্ত। নালিশি খাল থেকে ইতোপূর্বে অবৈধ দখলদার উচ্ছেদ করে ড্রেন নির্মাণ করা হয়েছে। কাটাখালী পৌরসভার পক্ষ থেকে ড্রেনের ওপর নির্মাণাধীন ভবন দুটির কাজ বন্ধের জন্য নোটিশ দেওয়া হয়েছিল। এরপর ভবনটি উচ্ছেদের জন্য ২৫ আগস্ট পুনরায় নোটিশ দেওয়া হয়। নোটিশের পরিপ্রেক্ষিতে উচ্ছেদ না করায় আজকে সরকারি জায়গা দখল মুক্ত করা হলো।

এ সংক্রান্ত স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ ফারুক হোসেন স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, গত ২৭ সেপ্টেম্বর গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর থেকে বিষয়টি তদন্ত করে মতামতসহ জরুরি ভিত্তিতে প্রতিবেদন দিতে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

চিঠি দেওয়ার প্রায় দুই মাস পর ভবনটি ভাঙা শুরু করেছে প্রশাসন।

সকালে শুরু হয় এ উচ্ছেদ অভিযান

ভবনটি এমন সময়ে ভাঙা শুরু হলো যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল নিয়ে বির্তকির্ত মন্তব্যের অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় মেয়র আব্বাস আলী কারাগারে রয়েছেন। এ ছাড়া একই অভিযোগে তিনি পৌর আওয়ামী লীগের আহ্বায়ক ও জেলা আওয়ামী লীগের সদস্য পদ থেকে অব্যাহতি পেয়েছেন। তাকে আওয়ামী লীগ থেকে স্থায়ী বহিষ্কারের জন্য জেলা আওয়ামী ইতোমধ্যে কেন্দ্রে সুপারিশ পাঠিয়েছে।

জলাবদ্ধতা নিরসনে বছরখানেক আগে কাটাখালী পৌরসভার ওপর দিয়ে যাওয়া খালটি ১৭ কোটি টাকা ব্যয়ে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ পুনঃখনন করে। গত এপ্রিলের দিকে কাটাখালীর মেয়র সরকারি এই খালের ওপর ভবন নির্মাণ শুরু করেন। ১৯ জুলাই একতলার ছাদ ঢালাই সম্পন্ন হয়।

ঢাকা-রাজশাহী মহাসড়কে সরকারি খালের ব্রিজের দক্ষিণ প্রান্ত থেকে খালের ওপর প্রায় এক হাজার ১৪৪ বর্গফুট জায়গাজুড়ে একটি তিনতলা ভবন নির্মাণ শুরু হয়। এখানে ইতোমধ্যে দুইতলা ভবন উঠে গেছে। এই ভবন তিন তলা হবে। ভবনের দোকান হবে ২১টি। অন্যদিকে ব্রিজের উত্তর পাশে খালের ওপর আরেকটি ভবনের দুই তলা নির্মাণ হয়ে গেছে। এই ভবনে দোকান হবে মোট ছয়টি।

সরকারি খালের ওপর ভবন নির্মাণের অভিযোগ করেন কাটাখালী পৌরসভার কয়েকজন কাউন্সিলর। এই অভিযোগের ভিত্তিতে গত আগস্টে পবা উপজেলার ভূমি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পুলিশসহ ঘটনাস্থলে গিয়ে নির্মাণকাজ বন্ধের নির্দেশ দেন। এরপর কয়েক দিন কাজ বন্ধ থাকলেও পরে আবার জোরেশোরে নির্মাণকাজ শুরু হয়। কিন্তু এসবের পরও ভবনটি ভাঙার কাজ শুরু করেনি প্রশাসন।

এ বিষয়ে পবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ এহসান উদ্দীন জানান, মূলত তারা নোটিশ দিয়েছিলেন ৩০ দিন আগে। কোনও সাড়া পাওয়া যায়নি। তাই আজ ভাঙা হচ্ছে।

স্থানীয়রা জানান, দ্বিতীয় বার আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে কাটাখালী পৌরসভার মেয়র নির্বাচিত হওয়ার পর আব্বাস আলী কাটাখালী বাজারের পানি নিষ্কাশনের প্রধান ড্রেনটি দখল করে এর ওপর দোতলা মার্কেটের নির্মাণ কাজ শুরু করেন। সম্প্রতি বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন নিয়ে কটূক্তি করায় তার একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এ নিয়ে মেয়র আব্বাসের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হলে গত ৩০ নভেম্বর ঢাকার রাজমনি ঈশাখাঁ আবাসিক হোটেল থেকে তাকে গ্রেফতার করে।

/এফআর/
সম্পর্কিত
মেয়র আসবেন সকালে, রাতেই ফুটপাত খালি
ব্যবসায়ীদের সঙ্গে ডিএমপির মতবিনিময়
রংপুরে মতি প্লাজা মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
সর্বশেষ খবর
স্টয়নিস ঝড়ে পাত্তা পেলো না মোস্তাফিজরা
স্টয়নিস ঝড়ে পাত্তা পেলো না মোস্তাফিজরা
রানা প্লাজা ধস: ১১ বছরেও শেষ হয়নি তিন মামলার বিচার
রানা প্লাজা ধস: ১১ বছরেও শেষ হয়নি তিন মামলার বিচার
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্রয়োজন ৫৩৪ বিলিয়ন ডলার: পরিবেশমন্ত্রী
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্রয়োজন ৫৩৪ বিলিয়ন ডলার: পরিবেশমন্ত্রী
পাট পণ্যের উন্নয়ন ও বিপণনে সমন্বিত পথনকশা প্রণয়ন করা হবে: মন্ত্রী
পাট পণ্যের উন্নয়ন ও বিপণনে সমন্বিত পথনকশা প্রণয়ন করা হবে: মন্ত্রী
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট