X
রবিবার, ১১ মে ২০২৫
২৮ বৈশাখ ১৪৩২

পুলিশ পরিচয়ে ছিনতাইকালে যুবলীগ নেতা আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি
০৬ আগস্ট ২০২২, ১০:৫১আপডেট : ০৬ আগস্ট ২০২২, ১০:৫১

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় সড়কে পুলিশ পরিচয়ে ছিনতাইকালে রাহাত খান রুবেল (৩২) নামে এক যুবলীগ নেতাকে আটক করা হয়েছে।

শুক্রবার (৫ আগস্ট) সন্ধ্যার দিকে ৯৯৯-এ কল পেয়ে উপজেলার তাড়াশ-রাণীরহাট আঞ্চলিক সড়কের বারুহাসের বেরখারি এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।

রুবেল উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক এবং তাড়াশ পৌরসভার খান পাড়া মহল্লার বেল্লাল হোসেন খানের ছেলে। এছাড়া তিনি তাড়াশ উপজেলা যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন খানের ভাতিজা।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় সড়কে মোটরসাইকেল থামিয়ে নিজেকে তাড়াশ থানার উপ-পরিদর্শক (এসআই) হিসেবে পরিচয় দেন রুবেল। তিনি বলেন, ‌‘আমি এসআই রুবেল, তোমাদের কাছে মাদক আছে, হয় আমার সঙ্গে থানায় চলো নয়তো টাকা দাও’। এই কথা বলেই মোটরসাইকেলের চাবি নিয়ে নেন। এ সময় তার সঙ্গে আরেকজন ছিল বলেও জানা গেছে। 

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, নাটোরের সিংড়া থেকে তাড়াশের দেশিগ্রাম ইউনিয়নের গুড়পিপুল গ্রামে বিয়ের দাওয়াতে আসা তিন কিশোর সন্ধ্যার পরে মোটরসাইকেলে বাড়ি ফিরছিল। এ সময় আঞ্চলিক সড়কের বেরখারি এলাকায় পৌঁছালে তাদের মোটরসাইকেল থামান রুবেল। নিজেকে তাড়াশ থানার উপ-পরিদর্শক (এসআই) পরিচয় দিয়ে ছিনতাইয়ের চেষ্টা করেন। এ সময় মোটরসাইকেল আরোহীরা কাছে টাকা নেই জানায়। এরপর ‘বাড়িতে ফোন করে টাকা আনতে হবে’ বলে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দেন। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে এবং রুবেলকে আটক করে থানায় নিয়ে আসে। 

তিনি আরও জানান, অভিযুক্ত থানা হেফাজতে আছেন এবং তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। 

এ বিষয়ে কথা বলার জন্য তাড়াশ উপজেলা যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন খানের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও রিসিভ হয়নি।

তাড়াশ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক হোসেন আলী রুবেল বলেন, ‘ উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক রুবেলের বিষয়টি আমি একাধিক ব্যক্তির মুখে শুনেছি। এ নিয়ে আমি নিজেও কথা বলার জন্য সভাপতি ও সাধারণ সম্পাদককে ফোন দিয়েছিলাম। কিন্তু তারা কেউই আমার ফোন ধরেননি।’

/এসএইচ/
সম্পর্কিত
কাগজপত্রবিহীন মোটরসাইকেল ছাড়াতে এসে থানায় হামলা, আটক ৪
জাল এক লাখ টাকা ২০ হাজারে বিক্রি
নিষিদ্ধ হচ্ছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ: আসিফ মাহমুদ
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১১ মে, ২০২৫)
টিভিতে আজকের খেলা (১১ মে, ২০২৫)
এবার শাহবাগে অবস্থান নিলেন আহত জুলাই যোদ্ধারা
এবার শাহবাগে অবস্থান নিলেন আহত জুলাই যোদ্ধারা
থ্যালাসেমিয়া পেশেন্টস অ্যান্ড প্যারেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ
থ্যালাসেমিয়া পেশেন্টস অ্যান্ড প্যারেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ
আ.লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধকে ইতিবাচক হিসেবে দেখছি: হাসনাত আব্দুল্লাহ
আ.লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধকে ইতিবাচক হিসেবে দেখছি: হাসনাত আব্দুল্লাহ
সর্বাধিক পঠিত
জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা
জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা
লঞ্চঘাটে তরুণীদের প্রকাশ্যে মারধর, যুবক বললেন ‘ভাই হিসেবে মেরেছি’
লঞ্চঘাটে তরুণীদের প্রকাশ্যে মারধর, যুবক বললেন ‘ভাই হিসেবে মেরেছি’
ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সামরিক অভিযান শুরু
ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সামরিক অভিযান শুরু
চট্টগ্রামে বিএনপির সমাবেশে তামিম ইকবাল, বললেন ‘আমি পলিটিক্যাল কেউ না, স্পোর্টসম্যান’
চট্টগ্রামে বিএনপির সমাবেশে তামিম ইকবাল, বললেন ‘আমি পলিটিক্যাল কেউ না, স্পোর্টসম্যান’
আরও কমলো স্বর্ণের দাম
আরও কমলো স্বর্ণের দাম