X
শুক্রবার, ১৭ মে ২০২৪
৩ জ্যৈষ্ঠ ১৪৩১

পাঠদান বন্ধ রেখে বিদ্যালয়ে সালিশ বৈঠক

সিরাজগঞ্জ প্রতিনিধি
০৭ সেপ্টেম্বর ২০২২, ১৪:৪০আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২২, ১৪:৪০

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় একটি বিদ্যালয়ে শিক্ষার্থীদের পাঠদান বন্ধ রেখে সালিশ বৈঠক করার অভিযোগ উঠেছে।

বুধবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার ৩০ নম্বর দেলুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে তিন ঘণ্টাব্যাপী এই সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়।

জানা গেছে, উপজেলার দেলুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জনপ্রতিনিধি ও স্থানীয়রা অফিস কক্ষে বসে একটি ঘটনার সালিশ বৈঠক করেন। এই সময়ে শিক্ষক শ্রেণিকক্ষে না আসায় বিদ্যালয়ের মাঠে ও আশপাশের এলাকায় ঘুরে বেড়ায় ছাত্র-ছাত্রীরা। 

একাধিক শিক্ষার্থী জানায়, সকাল ৯টা থেকে পাঠদান শুরু হওয়ার কথা থাকলেও দুপুর ১২টা পর্যন্ত কোনও শিক্ষক শ্রেণিকক্ষে আসেননি। সকাল থেকে অফিস কক্ষে শিক্ষকদের বিচার বসেছে। আজ একটা ক্লাসও হয়নি। তাই শিক্ষক না আসায় বিদ্যালয়ের মাঠে ও তার আশপাশের খেলাধুলা করছে শিক্ষার্থীরা।

৩০ নম্বর দেলুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়

পাঠদান বন্ধ রেখে অফিস কক্ষে সালিশ বৈঠক করার বিষয়ে জানতে চাওয়া হলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত কুমার শীল কোনও মন্তব্য করতে রাজি হননি।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আশেদুল ইসলাম জানান, কোনও বিদ্যালয়ের পাঠদান বন্ধ রেখে সালিশ বৈঠক পরিচালনা করা আইন পরিপন্থী। এ ধরনের কাজ যদি কোনও বিদ্যালয়ে হয়ে থাকে তাহলে প্রধান শিক্ষকসহ অন্য শিক্ষকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনিসুর রহমান বলেন, ‌‘এমন ঘটনা আমার জানা নেই। তবে ক্লাস বন্ধ রেখে বিদ্যালয়ের অফিস কক্ষে সালিশ বৈঠক হয়ে থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

/এসএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শরীফার গল্প ফেরাতে প্রতিবাদ করবে উদীচী
শরীফার গল্প ফেরাতে প্রতিবাদ করবে উদীচী
জাভিকে বরখাস্ত করতে যাচ্ছেন বার্সা প্রেসিডেন্ট
জাভিকে বরখাস্ত করতে যাচ্ছেন বার্সা প্রেসিডেন্ট
ইসরায়েলে অস্ত্র বহনকারী জাহাজকে  নোঙর করতে দেয়নি স্পেন
ইসরায়েলে অস্ত্র বহনকারী জাহাজকে নোঙর করতে দেয়নি স্পেন
প্রধানমন্ত্রী পুলিশের সুযোগ-সুবিধা অনেক বৃদ্ধি করেছেন: আইজিপি
প্রধানমন্ত্রী পুলিশের সুযোগ-সুবিধা অনেক বৃদ্ধি করেছেন: আইজিপি
সর্বাধিক পঠিত
সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা
সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা
জাহাজে ওঠার পর কোরআনের সুরা শুনিয়ে দস্যুদের নিবৃত্ত করা হয়
জাহাজে ওঠার পর কোরআনের সুরা শুনিয়ে দস্যুদের নিবৃত্ত করা হয়
এমপিও আবেদন সরাসরি অধিদফতরে পাঠানো যাবে না
এমপিও আবেদন সরাসরি অধিদফতরে পাঠানো যাবে না
ভুয়া মুক্তিযোদ্ধা সনদধারীদের বিরুদ্ধে আসতে পারে আইনি ব্যবস্থা
ভুয়া মুক্তিযোদ্ধা সনদধারীদের বিরুদ্ধে আসতে পারে আইনি ব্যবস্থা
শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বিতর্ক
শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বিতর্ক