X
রবিবার, ২৭ নভেম্বর ২০২২
১২ অগ্রহায়ণ ১৪২৯

পা দিয়ে লিখে দাখিল পরীক্ষা দিচ্ছে রাসেল

নাটোর প্রতিনিধি
১৫ সেপ্টেম্বর ২০২২, ১৭:২৬আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২২, ১৭:৩৩

জন্ম থেকেই নেই হাত। নেই ডান পা-ও। আছে শুধু বাঁ পা। তা স্বাভাবিকের চেয়ে ছোট। তবে কোনও প্রতিবন্ধকতাই থামিয়ে রাখতে পারেনি রাসেল মৃধাকে। ওই এক পায়ের আঙুল দিয়ে লিখেই দিচ্ছে দাখিল পরীক্ষা।

এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সিংড়া পৌর এলাকার শোলাকুড়া ইসলামিয়া আলিম মাদ্রাসা কেন্দ্রে দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করেন অদম্য ওই শিক্ষার্থী। তার বাড়ি নাটোরের সিংড়া উপজেলার শোলাকুড়া গ্রামে। বাবা-মার দুই সন্তানের মধ্যে রাসেল ছোট।

বাবা রহিম মৃধা জানান, তার বড় ছেলে গোলাম রাব্বী মৃধা দাখিল পরীক্ষার আগেই পড়া বাদ দিয়েছে। বর্তমানে রাব্বী ইলেকট্রিক মিস্ত্রি হিসেবে কাজ করে। তার নিজের সামান্য কৃষি জমি রয়েছে। এর পাশাপাশি মানুষের জমিতে কাজ করেন। অভাব-অনটনের সংসারেও রাসেলের পড়ালেখায় আগ্রহ দেখে তিনি সাধ্যমতো সহযোগিতা করছেন। রাসেল কামিল পাস করে মানুষের মতো মানুষ হয়ে কোনও চাকরি করে জীবনযাপন করবে এমনই প্রত্যাশা তার।

বেলা ১১টার পর ওই পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে যান ইউএনও এস এম সামিরুল ইসলাম। এ সময় রাসেলের লেখা দেখে  মুগ্ধ হন তিনি।

পরীক্ষা শেষে রাসেল মৃধা জানান, আজ তিনি কোরআন মাজিদ বিষয়ে পরীক্ষা দিলেন। পরীক্ষা ভালো হয়েছে জানিয়ে বাকি পরীক্ষাগুলো যাতে ভালো দিতে পারেন সেজন্য সবার দোয়া চান। কামিল পাস করে ভালো কোনও সরকারি চাকরি করে বাবা-মায়ের মুখে হাসি ফোটাতে চান।

শোলাকুড়া ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোশাররফ হোসেন বলেন, রাসেল মৃধা এ বছর আমার প্রতিষ্ঠান থেকে দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করেছে। বিগত পরীক্ষাগুলোতেও সে কৃতিত্বের সঙ্গে সাফল্য অর্জন করেছে। আমরা আশাবাদী রাসেল এবারও ভালো ফল অর্জন করবে।

/এফআর/
পড়লো শীত, বেড়েছে লেপ-তোশকের দাম
পড়লো শীত, বেড়েছে লেপ-তোশকের দাম
আর্জেন্টিনার জয়ে ঢাবিতে ভক্তদের আনন্দ মিছিল
আর্জেন্টিনার জয়ে ঢাবিতে ভক্তদের আনন্দ মিছিল
মেসির রেকর্ড নিজের করে নিলেন ফের্নান্দেজ
মেসির রেকর্ড নিজের করে নিলেন ফের্নান্দেজ
মেসি-ফের্নান্দেজের গোলে আর্জেন্টিনার জয়
মেসি-ফের্নান্দেজের গোলে আর্জেন্টিনার জয়
সর্বাধিক পঠিত
ঢাকা থেকে কক্সবাজারের দূরত্ব কমবে ৪০ কিমি
ঢাকা থেকে কক্সবাজারের দূরত্ব কমবে ৪০ কিমি
পোল্যান্ডের জয়ে আরও চাপে মেসিরা
পোল্যান্ডের জয়ে আরও চাপে মেসিরা
ইউক্রেন ইস্যুতে অবস্থান স্পষ্ট করলো ন্যাটো
ইউক্রেন ইস্যুতে অবস্থান স্পষ্ট করলো ন্যাটো
আবারও নাসিমের অনুসারীদের পেটালো বিএনপির সমর্থকরা
আবারও নাসিমের অনুসারীদের পেটালো বিএনপির সমর্থকরা
ম্যাজিস্ট্রেটের মামলায় কারাগারে স্বামী
ম্যাজিস্ট্রেটের মামলায় কারাগারে স্বামী