X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

পা দিয়ে লিখে দাখিল পরীক্ষা দিচ্ছে রাসেল

নাটোর প্রতিনিধি
১৫ সেপ্টেম্বর ২০২২, ১৭:২৬আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২২, ১৭:৩৩

জন্ম থেকেই নেই হাত। নেই ডান পা-ও। আছে শুধু বাঁ পা। তা স্বাভাবিকের চেয়ে ছোট। তবে কোনও প্রতিবন্ধকতাই থামিয়ে রাখতে পারেনি রাসেল মৃধাকে। ওই এক পায়ের আঙুল দিয়ে লিখেই দিচ্ছে দাখিল পরীক্ষা।

এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সিংড়া পৌর এলাকার শোলাকুড়া ইসলামিয়া আলিম মাদ্রাসা কেন্দ্রে দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করেন অদম্য ওই শিক্ষার্থী। তার বাড়ি নাটোরের সিংড়া উপজেলার শোলাকুড়া গ্রামে। বাবা-মার দুই সন্তানের মধ্যে রাসেল ছোট।

বাবা রহিম মৃধা জানান, তার বড় ছেলে গোলাম রাব্বী মৃধা দাখিল পরীক্ষার আগেই পড়া বাদ দিয়েছে। বর্তমানে রাব্বী ইলেকট্রিক মিস্ত্রি হিসেবে কাজ করে। তার নিজের সামান্য কৃষি জমি রয়েছে। এর পাশাপাশি মানুষের জমিতে কাজ করেন। অভাব-অনটনের সংসারেও রাসেলের পড়ালেখায় আগ্রহ দেখে তিনি সাধ্যমতো সহযোগিতা করছেন। রাসেল কামিল পাস করে মানুষের মতো মানুষ হয়ে কোনও চাকরি করে জীবনযাপন করবে এমনই প্রত্যাশা তার।

বেলা ১১টার পর ওই পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে যান ইউএনও এস এম সামিরুল ইসলাম। এ সময় রাসেলের লেখা দেখে  মুগ্ধ হন তিনি।

পরীক্ষা শেষে রাসেল মৃধা জানান, আজ তিনি কোরআন মাজিদ বিষয়ে পরীক্ষা দিলেন। পরীক্ষা ভালো হয়েছে জানিয়ে বাকি পরীক্ষাগুলো যাতে ভালো দিতে পারেন সেজন্য সবার দোয়া চান। কামিল পাস করে ভালো কোনও সরকারি চাকরি করে বাবা-মায়ের মুখে হাসি ফোটাতে চান।

শোলাকুড়া ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোশাররফ হোসেন বলেন, রাসেল মৃধা এ বছর আমার প্রতিষ্ঠান থেকে দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করেছে। বিগত পরীক্ষাগুলোতেও সে কৃতিত্বের সঙ্গে সাফল্য অর্জন করেছে। আমরা আশাবাদী রাসেল এবারও ভালো ফল অর্জন করবে।

/এফআর/
সম্পর্কিত
বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হলেন অপহরণের শিকার সেই প্রার্থী
অবশেষে প্রার্থিতাই প্রত্যাহার করে নিলেন প্রতিমন্ত্রী পলকের শ্যালক
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
সর্বশেষ খবর
টি-টোয়েন্টি বিশ্বকাপের অ্যাম্বাসেডর বোল্ট
টি-টোয়েন্টি বিশ্বকাপের অ্যাম্বাসেডর বোল্ট
রানার্সআপ হয়ে প্রিমিয়ার লিগে ওয়ান্ডারার্স 
রানার্সআপ হয়ে প্রিমিয়ার লিগে ওয়ান্ডারার্স 
ঘামে ভেজা ত্বকের যত্নে...
ঘামে ভেজা ত্বকের যত্নে...
চট্টগ্রামে ক্রিকেটারদের ‘ক্লোজড ডোর’ অনুশীলন
চট্টগ্রামে ক্রিকেটারদের ‘ক্লোজড ডোর’ অনুশীলন
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
তাপপ্রবাহের গেটওয়ে যশোর-চুয়াডাঙ্গা
তাপপ্রবাহের গেটওয়ে যশোর-চুয়াডাঙ্গা