X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

‘ফাঁদ’ থেকে পালানোর সময় ছুরিকাঘাতে সাবেক সেনাসদস্য নিহত

বগুড়া প্রতিনিধি
০৮ অক্টোবর ২০২২, ১৭:৩৯আপডেট : ০৮ অক্টোবর ২০২২, ১৯:০৪

বগুড়ার শাজাহানপুরে নারীর পাতানো ফাঁদ থেকে পালাতে গিয়ে জাকির হোসেন (৪৫) নামে এক ব্যক্তি দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহতের অভিযোগ উঠেছে। শুক্রবার (৭ সেপ্টেম্বর) রাতে উপজেলার কৈগাড়ি এলাকায় হোমিও কলেজের পাশে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তি সেনাবাহিনী থেকে অবসরপ্রাপ্ত ল্যান্স কর্পোরাল। তিনি ২০১৪ সালে সেনাবাহিনী থেকে অবসর নেন।

রাতেই পুলিশ প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে। তাদের কাছে পাওয়া হত্যায় ব্যবহৃত ছুরি জব্দ করা হয়েছে। নিহতের স্ত্রী মমতাজ বেগম এই ঘটনায় শাজাহানপুর থানায় মামলা করেছেন।

শনিবার (৮ অক্টোবর) দুপুরে নিজ কার্যালয়ের কনফারেন্স রুমে এক প্রেস ব্রিফিংয়ে এ সব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আলী হায়দার চৌধুরী। এদিকে, ১৬৪ ধারায় স্বীকারোক্তি রেকর্ডের জন্য গ্রেফতার দুজনকে আদালতে হাজির করা হয়েছে।

গ্রেফতার দুজন হলেন- বগুড়ার শাজাহানপুর উপজেলার কৈগাড়ি পূর্বপাড়ার মৃত মিলনের ছেলে একটি অস্ত্র মামলার আসামি আশরাফুল ইসলাম আশা (২৪) ও একই এলাকার শহিদুল ইসলাম খোকনের ছেলে মোস্তফা কামাল কমল (২৫)।

অতিরিক্ত পুলিশ সুপার আলী হায়দার চৌধুরী জানান, আসামিরা পুলিশের কাছে স্বীকারোক্তিতে জানিয়েছে, তারা নারীসহ একটি প্রতারক চক্র গড়ে তুলেছেন। নারী সদস্যদের দিয়ে সমাজের বিভিন্ন শ্রেণির মানুষকে টার্গেট করেন। নানা অজুহাতে তারা ওই সব ব্যক্তিদের বাড়ি থেকে ডেকে নিয়ে আসেন। পরে ব্ল্যাকমেইল করেন। আপত্তিকর ছবি তুলে তা ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে টাকা হাতিয়ে নেন। ২০১৪ সালে অবসরগ্রহণ করা সেনা ল্যান্স কর্পোরাল জাকির হোসেনকে টার্গেট করেন। চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সাচিয়াখালি গ্রামের আনোয়ার হোসেনের ছেলে জাকির বগুড়ার জাহাঙ্গীরাবাদ সেনানিবাসের পাশে শাকপালায় পরিবার নিয়ে বসবাস করেন। এছাড়া শাকপালা মোড়ে তার চায়ের দোকান রয়েছে।

এই পুলিশ কর্মকর্তা জানান, প্রতারক চক্রের দুই নারী সদস্য গত শুক্রবার জাকির হোসেনকে একই কায়দায় ফাঁদে ফেলেন। সন্ধ্যায় তাকে শাজাহানপুরের কৈগাড়ি জবান স্কুলের পাশের ভাড়া বাসায় ডেকে নেন। ফোনে সংকেত পেয়ে আশা ও কমলসহ কয়েকজন বাড়িতে ঢুকে জাকিরকে আটক করেন। অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগ তোলেন। একপর্যায়ে প্রতারকরা তার (জাকির) কাছে থাকা দুই হাজার ৩০০ টাকা ও বিকাশের মাধ্যমে আরও ১০ হাজার টাকা তুলে নেন। সন্ধ্যার দিকে সুযোগ বুঝে জাকির হোসেন ওই বাড়ি থেকে দৌড়ে পালানোর চেষ্টা করেন। তখন আশরাফুল ইসলাম আশা ধাওয়া করে জাকিরের পিঠে ছুরিকাঘাত করেন। ওই অবস্থায় দৌড়ে রাস্তায় চলে এলে দুর্বৃত্তরা পালিয়ে যান।

তিনি আরও জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশ একই হাসপাতালের মর্গে পাঠানো হয়। খুন হওয়া জাকির হোসেনের মোবাইল ফোনের কললিস্ট যাচাই করে আসামিদের শনাক্ত করা হয়। রাতেই নিহতের স্ত্রী শাজাহানপুর থানায় হত্যা মামলা করেছেন। এরপর শাজাহানপুর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে হত্যায় সরাসরি জড়িত সন্দেহে আশরাফুল ইসলাম আশা ও মোস্তফা কামাল কমলকে গ্রেফতার
করা হয়। তাদের কাছে হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পুলিশের কাছে হত্যার দায় স্বীকার করে সার্বিক বর্ণনা দেন।

মামলা তদন্তকারী কর্মকর্তা কৈগাড়ি পুলিশ ফাঁড়ির এসআই হাসান হাফিজুর জানান, শনিবার দুপুরে দুই আসামিকে ১৬৪ ধারায় স্বীকারোক্তি দেওয়ার জন্য বগুড়ার আদালতে হাজির করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
অন্যের হয়ে সরকারি চাকরির মৌখিক পরীক্ষা দিতে এসে ধরা পড়লেন ৩ জন
চালককে হত্যা করে ভ্যান ছিনতাই: ৩ জনের মৃত্যুদণ্ড
রাতের আঁধারে ২৪ লাখ টাকা ও ১১ সহযোগীসহ নির্বাচনের প্রার্থী আটক
সর্বশেষ খবর
নির্বাচনে জয়ের দুই মাস পর কাউন্সিলরের ১০ বছর কারাদণ্ড
নির্বাচনে জয়ের দুই মাস পর কাউন্সিলরের ১০ বছর কারাদণ্ড
তিন বিজয়ীকে পুরস্কার দিলো ‘হুর’
তিন বিজয়ীকে পুরস্কার দিলো ‘হুর’
মহাসড়কে বাসের সর্বোচ্চ গতিসীমা ৮০ কি.মি., মোটরসাইকেলের ৫০
মহাসড়কে বাসের সর্বোচ্চ গতিসীমা ৮০ কি.মি., মোটরসাইকেলের ৫০
ভোটাররা ধান কাটতে থাকায় কেন্দ্রে আসেননি: সিইসি
ভোটাররা ধান কাটতে থাকায় কেন্দ্রে আসেননি: সিইসি
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ