X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

সম্মেলনের আগে ৩ বিতর্কিত নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

রাবি প্রতিনিধি
০৪ নভেম্বর ২০২২, ০২:৩০আপডেট : ০৪ নভেম্বর ২০২২, ০২:৩১

ভর্তি পরীক্ষার জালিয়াতির ঘটনায় জড়িত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক  মুশফিক তাহমিদ তন্ময়সহ ছাত্রলীগের তিন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। বৃহস্পতিবার (০৩ নভেম্বর) দুপুরে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বহিষ্কার আদেশ প্রত্যাহারের বিষয়টি জানানো হয়। তবে আগামী ১২ নভেম্বর অনুষ্ঠিতব্য সম্মেলনের আগে এমন বিতর্কিত নেতার বহিষ্কার বিজ্ঞপ্তিতে ক্ষোভ প্রকাশ করেছে ছাত্রলীগের একাংশ।

বাকি বহিষ্কৃত দুজন নেতা হলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উপগণশিক্ষাবিষয়ক সম্পাদক আব্দুল হক এবং উপমুক্তিযুদ্ধ ও গবেষণাবিষয়ক সম্পাদক মো. আবুল হাসেম। তাদের বিরুদ্ধে সাংবাদিককে হুমকি দেওয়ার অভিযোগ ছিল।

ছাত্রলীগের বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সিদ্ধান্ত মোতাবেক নিজ আবেদনের পরিপ্রেক্ষিতে রাবি শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মুশফিক তাহমিদ তন্ময়, উপগণশিক্ষাবিষয়ক সম্পাদক আব্দুল হক এবং উপমুক্তিযুদ্ধ ও গবেষণাবিষয়ক সম্পাদক মো. আবু হাশেম ওপর আরোপিত বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হলো।’

এর আগে গত ২৬ জুলাই রাজশাহী বিশ্ববিদ্যালেয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষের ‘এ’ ইউনিটের (মানবিক) ভর্তি পরীক্ষায় প্রক্সি দিয়ে গিয়ে ধরা পড়েন বায়েজিদ খান। তাকে আটকের পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তরে জিজ্ঞাসাবাদ করা হয়। সেখানে বায়েজিদকে জালিয়াতির সঙ্গে জড়িতের বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি ছাত্রলীগ নেতা মুশফিক তাহমিদ তন্ময়ের নাম বলেন। পরবর্তীতে গত ৪ আগস্ট বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তন্ময়কে বহিষ্কার করা হয়।

তন্ময়ের বিষয়ে ছাত্রলীগের নেতারা বলেন, সম্মেলন উপলক্ষে আগামীকাল প্রার্থীদের জীবনবৃত্তান্ত গ্রহণ করবে। তার আগে বহিষ্কার আদেশ তুলে নেওয়া হলো। এটির কোনও যৌক্তিকতা খুঁজে পাওয়া যাচ্ছে না। এর অর্থ তাকে নেতা বানিয়ে দেওয়ার মতো।

নাম প্রকাশে অনিচ্ছুক শাখা ছাত্রলীগের একজন নেতা বলেন, ‘এটার কোনও যৌক্তিকতাই খুঁজে পাচ্ছি না। বড় একটা অভিযোগের ভিত্তিতে তাকে বহিষ্কার করা হয়েছিল। কিন্তু হঠাৎ করে কালকে সিভি নেবে আর আজকে তার বহিষ্কার আদেশ তুলে নেওয়া হলো। এটাতে অবশ্যই একটা অসদুপায় অবলম্বন করেছে বলে আমার মনে হয়।’ আরেক নেতা বলেন, ‘সম্মেলনের আগে বহিষ্কার আদেশ প্রত্যাহার বলতে তো এক ধরনের নেতাই হয়ে যাওয়ার মতো। কীভাবে তদন্ত করে এটা করল কেন্দ্রীয় নেতারাই ভালো জানে।’ 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া বলেন, ‘এটা কেন্দ্রীয় ছাত্রলীগের সিদ্ধান্ত। তাদের বাইরে গিয়ে আমরা কিছু করতে পারি না। আমরা তাদের সিদ্ধান্তকে সম্মান জানাই।’

/এমপি/
সম্পর্কিত
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
রাজশাহী বিশ্ববিদ্যালয় ও বেনাপোলে দুদকের অভিযান
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হচ্ছে না মঙ্গল শোভাযাত্রা, হবে ‘কালবৈশাখী’ অনুষ্ঠান
সর্বশেষ খবর
দ্বিতীয় বিয়ে করায় ছেলের আঘাতে প্রাণ গেলো বাবার
দ্বিতীয় বিয়ে করায় ছেলের আঘাতে প্রাণ গেলো বাবার
নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৮
নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৮
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!