X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

ফুটপাতে বসে কালাই রুটি খেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রাজশাহী প্রতিনিধি
২৬ নভেম্বর ২০২২, ২১:৪৭আপডেট : ২৬ নভেম্বর ২০২২, ২১:৪৭

রাজশাহীর বাঘায় ফুটপাতে বসে কালাই রুটি খেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। শনিবার (২৬ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বাউসা ইউনিয়নের দিঘা বাজারে মান্নান-নেহেরা দম্পতির দোকানে বসে তিনি কালাই রুটি খান। শাহরিয়ার আলম রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, বাউসা ইউনিয়নের দিঘা বাজারের স্থানীয় বাসিন্দা মান্নান-নেহেরা দম্পতি দীর্ঘদিন ধরে ফুটপাতে বসে কালাই রুটি বিক্রি করেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাউসায় একটি রাজনৈতিক অনুষ্ঠান থেকে ফেরার পথে দিঘা বাজারে ফুটপাতে কালাই রুটির দোকান দেখতে পেয়ে দোকানির পরিবারের খোঁজখবর নেন। পরে সেখানে বসে রুটি খান।

মান্নান-নেহেরা দম্পতির দুই ছেলে। বড় ছেলে ভ্যান চালান। ছোট ছেলে দিঘা কলেজে পড়েন। ফুটপাতে কালাই রুটি বিক্রি করে চলে তাদের সংসার।

এ বিষয়ে মান্নান-নেহেরা দম্পতি জানান, কখনও ভাবেননি পররাষ্ট্র প্রতিমন্ত্রী তাদের দোকানে বসে রুটি খাবেন। বিষয়টি খুব ভালো লেগেছে তাদের।

এ বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর রাজনৈতিক এপিএস সিরাজুল ইসলাম বলেন, ‘পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাউসায় একটি রাজনৈতিক অনুষ্ঠান থেকে ফেরার পথে দিঘা বাজারে ফুটপাতে বসে কালাই রুটি খেয়েছেন। ওই দোকানির পরিবারের খোঁজখবর নিয়েছেন।’

এর আগে শনিবার বেলা সাড়ে ১১টায় নিজ বাসভবনে নদীভাঙন কবলিত এলাকার দুস্থ মানুষের মাঝে প্রধানমন্ত্রীর পুনর্বাসন কার্যক্রমের আওতায় আর্থিক সহায়তার চেক বিতরণ করেন প্রতিমন্ত্রী। এ সময় তিনি বলেন, ‘প্রান্তিক মানুষের সুখে-দুঃখে আমরা পাশে আছি। এখন কোনও মানুষ না খেয়ে থাকে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন করে যাচ্ছে। প্রধানমন্ত্রীর সদিচ্ছা আছে বলেই আজ ৪৮টি পরিবারকে ৫০ হাজার টাকা করে ২৪ লাখ টাকা সহায়তা দিতে পারছি।’

তিনি বলেন, ‘বিশ্বে অর্থনৈতিক মন্দা চলছে। কিন্তু অর্থনৈতিকভাবে আমাদের দেশ অনেক ভালো অবস্থানে আছে। করোনাকালীন কিছুটা সমস্যা হলেও এখন আর সমস্যা নেই। দেশে খাদ্যের সমস্যা নেই, খাদ্যে আমরা স্বয়ংসম্পূর্ণ। এবার চট্টগ্রামের মতো জেলায় ধানের বাম্পার ফলন হয়েছে। আগে প্রতি বিঘায় যেখানে ৮-১০ মণ ধান হতো, এখন হচ্ছে ২০-২২ মণ।’

সরকার সব পণ্যের ন্যায্যমূল্য নির্ধারণ করে দিয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘যারা পণ্য কিনতে পারে না, তাদের জন্য ভর্তুকির ব্যবস্থা করেছে সরকার। বাংলাদেশ পৃথিবীর মধ্যে একটি উজ্জ্বল নক্ষত্র।’

/এএম/
সম্পর্কিত
বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া সেই মাকে ঘর উপহার দেবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
শ্রম অধিকার প্রতিষ্ঠায় মার্কিন ঘোষণায় উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে কমনওয়েলথ, আশা বাংলাদেশের
সর্বশেষ খবর
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়