X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

স্কুলছাত্রীর আপত্তিকর ভিডিও ছড়িয়ে গ্রেফতার যুবক 

বগুড়া প্রতিনিধি
৩০ নভেম্বর ২০২২, ২২:৩৩আপডেট : ৩০ নভেম্বর ২০২২, ২২:৩৩

বগুড়ার ধুনটে স্কুলছাত্রীর আপত্তিকর দৃশ্য ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ঘটনায় মো. রাসেল (২১) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব। র‌্যাব-১২ এর বগুড়া কোম্পানির সদস্যরা মঙ্গলবার (২৯ নভেম্বর) গভীর রাতে উপজেলার হাঁসখালী পশ্চিম কান্তনগর থেকে তাকে গ্রেফতার করেন।

বুধবার (৩০ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে কমান্ডার স্কোয়াড্রন লিডার তৌহিদুল মবিন খান এ তথ্য নিশ্চিত করেন। 

এ বিষয়ে জানতে চাইলে ধুনট থানার ওসি রবিউল ইসলাম খান বলেন, বিকালে আসামিকে আমাদের কাছে সোপর্দ করা হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হবে।

র‌্যাব ও পুলিশ সূত্র জানায়, মো. রাসেল বগুড়ার ধুনট উপজেলার হাঁসখালী পশ্চিম কান্তনগর গ্রামের আবদুস সাত্তারের ছেলে। সে গত ১৪ নভেম্বর গোপনে এক ছাত্রীর আপত্তিকর ভিডিও ধারণ করে। পরে সে ওই ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার কথা বলে ছাত্রীকে ব্ল্যাকমেইল করার চেষ্টা চালায়। পরবর্তীতে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এতে ছাত্রী ও তার পরিবার সামাজিকভাবে হেয় ও অপমানিত হন। বাধ্য হয়ে ছাত্রীর মা গত ২৭ নভেম্বর ধুনট থাকায় রাসেলের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। এছাড়া বিষয়টি র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পে অবহিত করেন। এর পরিপ্রেক্ষিতে র‌্যাবের গোয়েন্দা বিভাগ আসামিকে গ্রেফতার করতে তৎপরতা শুরু করে। এ ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে আড়াইটার দিকে নিজ এলাকা গ্রেফতার হয় রাসেল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মোবাইলফোনে ‘ভিডিও ধারণ ও ছাত্রীকে তাকে ব্ল্যাকমেইল এবং পরে ধারণকরা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়ার কথা স্বীকার করে। বুধবার বিকালে তাকে ধুনট থানায় সোপর্দ করা হয়।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রজুড়ে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, শতাধিক শিক্ষার্থী গ্রেফতার
যুক্তরাষ্ট্রজুড়ে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, শতাধিক শিক্ষার্থী গ্রেফতার
বিতর্কের মুখে গাজায় ইসরায়েলি কার্যকলাপের নিন্দা জানিয়েছেন মালালা
বিতর্কের মুখে গাজায় ইসরায়েলি কার্যকলাপের নিন্দা জানিয়েছেন মালালা
‘পাতানো ম্যাচ’ নয়, মাঠে খেলেই এগিয়ে যেতে চায় স্বাধীনতা
‘পাতানো ম্যাচ’ নয়, মাঠে খেলেই এগিয়ে যেতে চায় স্বাধীনতা
ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, মোকাবিলায় কী করছে ডিএনসিসি
ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, মোকাবিলায় কী করছে ডিএনসিসি
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি