X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

‘খেলা হবে, বিএনপি টিমের ক্যাপ্টেন হবেন তারেক রহমান’

নাটোর প্রতিনিধি
০৩ ডিসেম্বর ২০২২, ১৮:২০আপডেট : ০৩ ডিসেম্বর ২০২২, ১৮:৩১

বিএনপির রাজশাহী বিভাগীয় গণসমাবেশ সম্পন্ন হয়েছে। শনিবার (৩ ডিসেম্বর) দুপুর থেকে শুরু হওয়া এই সমাবেশ চলে প্রায় শেষ বিকাল পর্যন্ত। সমাবেশে বক্তব্য দিয়েছেন দলটির জেলা-উপজেলাসহ কেন্দ্রীয় পর্যায়ের নেতারা। বক্তব্যে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা মামলা ও দেশের দুরবস্থার কথা তুলে ধরেন। সরকারের পতন নিশ্চিত করতে তারা সরকারি দলের সঙ্গে খেলতেও প্রস্তুত এবং এই খেলায় বিএনপির টিমের অধিনায়ক হিসেবে তারেক রহমানের রাখতে চান।

সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘বর্তমানে হালাল উপার্জনকারী কেউ শান্তিতে নেই। কেননা কোভিডকালে দেশে ১২ হাজার মানুষ নতুন কোটিপতি হয়েছে। অথচ বিপরীতে সাড়ে তিন কোটি মানুষ গরিব হয়েছে। একদিকে চলছে সরকারের লুট, অপরদিকে চলছে মানুষের না খেয়ে বেঁচে থাকা। সরকার দেশে ভোট চুরি করার পর দেশি-বিদেশি মিডিয়ায় তা প্রচার হলেও লজ্জা পায় না। এমন নির্লজ্জ সরকার আর দেশের মানুষ চায় না।’

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ক্যাপ্টেন শাহজাহান মিয়া বলেন, ‘গত ১৪ বছরে সরকার দেশের গণতন্ত্রকে কবর দিয়েছে। সেই কবর দেয়া গণতন্ত্র উদ্ধারে প্রয়োজনে আবারও ৭১-এর মতো যুদ্ধ করবে বিএনপি। গণতন্ত্র উদ্ধারে বিএনপির রাজশাহী বিভাগীয় সমাবেশে আসার সময় চাঁপাইনবাবগঞ্জে পুলিশ নেতাকর্মীদের রক্ত ঝরিয়েছে। পাবনায় বিএনপি নেতাদের গ্রেফতার করা ছাড়াও খাবার লুট করেছে। পদে পদে রাজশাহীতে আসা বিএনপি নেতাকর্মীদের হয়রানি করেছে।’

তিনি আরও বলেন, ‘দেশের মানুষ আজ জেগে উঠেছে। জনসমাবেশে গণজোয়ার সৃষ্টি হয়েছে- যা থামানোর ক্ষমতা সরকার কেন কারও নেই।’ এমন অবস্থায় এই গণজোয়ারে যোগ দিয়ে দেশের পরিবর্তনে অংশ নিতে সবার প্রতি আহ্বান জানান তিনি।

রাজশাহীর সাবেক মেয়র মিজানুর রহমান মিনু বলেন, ‘এ পর্যন্ত সাত লাখ হাজার কোটি টাকা পাচার করেছে সরকার। এ জন্য দেশের সব পণ্যের দাম লাগামহীন। ওই টাকা পাচারের মাধ্যমে দেশ আর মানুষকে নিঃস্ব করেছে সরকার।’ এ জন্য সবাইকে ঢাকার সমাবেশে যোগ দিয়ে প্রয়োজনে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি।

বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ‘এই সরকারের উপদেষ্টাদের ঘিলু নাই। কেননা রাজশাহীতে সমাবেশ ছিল একদিনের, অথচ বিভিন্ন বাধা দিয়ে এই সমাবেশকে তিন দিনের সমাবেশে পরিণত করেছে।’ এ জন্য তিনি সরকারকে ধন্যবাদ ও অভিনন্দন জানান।

তিনি উপস্থিত জনতার মাথার হলুদ ক্যাপ হাতে নিতে বলেন। এরপর সরকারের উদ্দেশে বলেন, ‘আজ হলুদ কার্ড দেখালাম। ১০ ডিসেম্বর ঢাকার সমাবেশে সরকার লালকার্ড দেখাবে বিএনপি।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের উদ্দেশে বিএনপির এই বলেন, ‘খেলা হবে। কোন মাঠে কখন খেলা হবে তা জানতে চাই। তবে খেলার মাঠ হবে সমতল। আর বিএনপি টিমের ক্যাপ্টেন হবেন তারেক রহমান। বিএনপিকে যত বাধা দেওয়া হচ্ছে বিএনপি তত উজ্জীবিত হচ্ছে।’

রাজশাহীর পুঠিয়ার দূর্গাপুরের সাবেক এমপি নাদিম মোস্তফা বলেন, ‘শেখ হাসিনা ১৪ বছর থেকে জালিয়াতি করছে। এ জন্য দেশের মানুষ ভালো নেই। কেননা, শেখ হাসিনার কথা ছিল ১০ টাকা কেজি চাল দেবেন। নিত্যপণ্যের দাম কমাবেন। সার-কীটনাশক বিনামূল্যে দেবেন। কিন্তু এর কোনোটা না করে তিনি একের পর এক মিথ্যাচার করে চলেছেন। এ জন্য দেশের মানুষ আর শেখ হাসিনাকে চায় না।’ তাই আগামী দিনে তারেক রহমানকে ক্ষমতায় আনতে সবার প্রতি আহ্বান জানান বিএনপির এই নেতা।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তীব্র তাপপ্রবাহে পুড়ছে যশোর, জনশূন্য রাস্তাঘাট
তীব্র তাপপ্রবাহে পুড়ছে যশোর, জনশূন্য রাস্তাঘাট
মুখোমুখি ইরান-ইসরায়েল, পরীক্ষার মুখে মার্কিন সামরিক কৌশল
মুখোমুখি ইরান-ইসরায়েল, পরীক্ষার মুখে মার্কিন সামরিক কৌশল
শহীদ মিনারে বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাসের প্রতি শেষ শ্রদ্ধা
শহীদ মিনারে বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাসের প্রতি শেষ শ্রদ্ধা
বিমানবন্দরে বাউন্ডারি ভেঙে ঢুকে যাওয়া বাসের চালক গ্রেফতার 
বিমানবন্দরে বাউন্ডারি ভেঙে ঢুকে যাওয়া বাসের চালক গ্রেফতার 
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া