X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

‘শেখ হাসিনা জনগণের হক নষ্ট করে রাজনীতি করেন না’

রাজশাহী প্রতিনিধি
০৩ ডিসেম্বর ২০২২, ২১:২২আপডেট : ০৩ ডিসেম্বর ২০২২, ২১:২২

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেছেন, ‘বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা সবসময় সাধারণ মানুষ ও সুশাসনের পক্ষে। তিনি সবার চিন্তা করেন। তিনি জনগণের হক নষ্ট করে রাজনীতি করেন না। আমরা জনগণের সঙ্গে প্রতারণার রাজনীতি পছন্দ করি না।’

শনিবার (৩ ডিসেম্বর) বিকালে রাজশাহীর চারঘাট উপজেলার সরদহ পৌর মার্কেটের নির্মিত ভবন উদ্বোধন শেষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

শাহরিয়ার আলম বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কৃষি বান্ধব সরকার, ব্যবসা বান্ধব সরকার। তিনি সাধারণ মানুষের কথা চিন্তা করেন। আমাদের যতই সমস্যা থাকুক না কেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতদিন আছেন, ততদিন বাংলাদেশ কখনও পথ হারাবে না।’

সাধারণ ব্যবসায়ীদের কথা প্রধানমন্ত্রী চিন্তা করেন উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘দুই কোটি ৭৬ লাখে টাকা ব্যয়ে সরদহ বাজারে আজকে যে ধরনের মার্কেট হলো ২০ বছর আগে রাজশাহীর সাহেব বাজারে এমন মার্কেট ছিল না। এখন এ রকম মার্কেট বিভিন্ন বাজারে তৈরি করে দেওয়া হচ্ছে। যাতে সাধারণ ব্যবসায়ীরা উপকার পায়।’

তিনি বলেন, ‘দুর্নীতি ও দালালিকে হালাল করা হয়নি, ব্যবসাকে হালাল করা হয়েছে। ব্যবসায়ীরা সবাই যাতে সুন্দরভাবে ব্যবসা করতে পারে সে দিকে সরকার খেয়াল রাখছে। সাধারণ ব্যবসায়ীদের জন্য আরও সুযোগ তৈরি করা হবে। তবে কোনও ধরনের চাঁদাবাজি, হঠকারিতা করতে দেওয়া হবে না। চাঁদাবাজি করে কেউ বাজারের পরিবেশ নষ্ট করতে চাইলে তার বিরুদ্ধে অতিদ্রুত কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’

অনুষ্ঠানে চারঘাট উপজেলা চেয়ারম্যান মো. ফকরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহরাব হোসেন, বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দসহ সাধারণ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

এর আগে দুপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাঘা উপজেলার পাকুড়িয়ার হাজরাপাড়া ঘাটে ‘রাজশাহী জেলার চারঘাট ও বাঘা উপজেলায় পদ্মা নদীর বাম তীরের স্থাপনাসমূহ নদীভাঙন হতে রক্ষা প্রকল্প’ এর ১২.১০ কিলোমিটার ড্রেজিং কাজের উদ্বোধন করেন। পরে তিনি এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন।

ওই অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, ‘এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল নদীভাঙন থেকে যেন এলাকার মানুষ রক্ষা পায়। এখানকার মানুষ বার বার নদীভাঙনের শিকার হয়েছে। এখানে এমন অনেকে ছিলেন যারা নদীভাঙনের শিকার হয়ে পাকুড়িয়া, মনিগ্রাম, চারঘাট থেকে চলে গেছেন; আবার কেউ কেউ নদীভাঙনের শিকার হয়ে কোনোমতে টিকে আছেন।’

নদীভাঙনের শিকার মানুষের কথা ভেবে প্রধানমন্ত্রী সাড়ে ৭০০ কোটি টাকার এই প্রকল্পটি অনুমোদন দিয়েছেন উল্লেখ করে শাহরিয়ার আলম বলেন, ‘মানুষের জীবনমান রক্ষার জন্য, কৃষকদের বাঁচানোর জন্য, মসজিদ-মাদ্রাসা-শিক্ষাপ্রতিষ্ঠান-বসতবাড়ি রক্ষার জন্য এর চেয়ে বেশি পরিমাণ টাকা ব্যয় হলেও তা করা যায়। কিন্তু এর আগে এই সমস্যাগুলোই তুলে ধরার মানুষের অভাব ছিল, অথচ এই প্রকল্প ছাড়া এ অঞ্চলের মানুষ বাঁচবে না। এ প্রকল্পটি এ অঞ্চলের মানুষের বাঁচার দাবি, পৈতৃক ভিটা-মাটি বাঁচানোর দাবি। কোনও সরকার এটা করেনি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটা করেছেন।’

এই প্রকল্পের আওতায় নদীতে ১১টি ক্রস বার দেওয়া হবে জানিয়ে তিনি বলেন, ‘নদীতে প্রথম পর্যায়ে চারটি ও পরে সাতটি ক্রস বার দেওয়া হবে। এর ফলে নদী আরও দূরে সরে যাবে। আর এটা হলে চকরাজাপুর চরের এক ইঞ্চি মাটিও ভাঙবে না।’

শেখ হাসিনা জনগণের জন্য কাজ করেন উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘মানুষের কোথায় কী দরকার, কোথায় কী করতে হবে তা শেখ হাসিনা জানেন; কোথায় পানির কল দরকার, কোথায় ড্রেনেজ দরকার, কোথায় ড্রেজিং করতে হবে এগুলো ওনার মাথায় থাকে। আসলে তিনি জনগণের জন্যই কাজ করেন। আর কেউ তার মতো করে পূর্বে কাজ করেনি।’

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, ‘বিএনপির আমলে এক ইঞ্চি নদীও খনন করা হয়নি, তাদের ক্ষমতা আমাদের জানা আছে। তারা শুধু পারে কীভাবে দুর্নীতি করতে হয়।’

/এফআর/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের সময় পেছালো
প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বৃহস্পতিবার
‘একটা দল মাথা-মুণ্ডু নেই, আজ এরে বহিষ্কার করে কাল আবার ওরে’
সর্বশেষ খবর
ঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!