X
শনিবার, ১১ মে ২০২৪
২৮ বৈশাখ ১৪৩১

পাবনায় যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

পাবনা প্রতিনিধি
৩০ ডিসেম্বর ২০২২, ২৩:৩৩আপডেট : ১৭ জানুয়ারি ২০২৩, ১২:২৮

জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে পাবনার চাটমোহরে আনিসুর রহমান আনিস (৫০) নামে এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তিনি পার্শ্বডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ছিলেন। এ ঘটনায় আরও ছয় জন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (৩০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের প্রভাকরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আনিস ওই গ্রামের মৃত আকবর আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রভাকরপাড়া গ্রামের আনিসুর রহমানের সঙ্গে প্রতিবেশী আয়নাল হকের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। বিরোধপূর্ণ সেই জায়গা নিজের দাবি করে আনিসুর রহমান শুক্রবার সকালে সীমানাপ্রাচীর দেওয়ার সময় আয়নাল হক ও তার স্বজনরা বাধা দেন। এতে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

এ সময় প্রতিপক্ষের লোকজন আনিসুর রহমানকে কুপিয়ে জখম করেন। পরে তাকেসহ অন্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক আনিসুর রহমানকে মৃত ঘোষণা করেন।

আহতদের মধ্যে একই এলাকার মৃত হামিদ সরকারের ছেলে জাকিরুল সরকার নামের একজনকে গুরুতর অবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের মধ্যে বদরুল ইসলাম, আসলাম হোসেন, নাহিদ হোসেন এবং মুনসুর রহমানকে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

চাটমোহর থানার ওসি জালাল উদ্দিন বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে। জিজ্ঞাসাবাদের জন্য তিন জনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন আয়নাল হোসেন, জাহিদুল ইসলাম ও সরোয়ার হোসেন। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

/এএম/
সম্পর্কিত
‘লালনের গান পোস্ট করে সঞ্জয় ধর্মীয় বিদ্বেষ ছড়াননি’
রং নম্বর থেকে প্রেম, ভর্তি পরীক্ষা দিতে এসে ‘অপহরণের শিকার’ তরুণী
নারী-শিশু মামলায় বাদী ব্যক্তিগত আইনজীবী নিয়োগ করতে পারবেন
সর্বশেষ খবর
‘লালনের গান পোস্ট করে সঞ্জয় ধর্মীয় বিদ্বেষ ছড়াননি’
‘লালনের গান পোস্ট করে সঞ্জয় ধর্মীয় বিদ্বেষ ছড়াননি’
গাজীপুরে শুরু হয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা
গাজীপুরে শুরু হয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা
হায়দার আকবর খান রনোর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
হায়দার আকবর খান রনোর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
লর্ডসে শুরু, লর্ডসেই শেষ অ্যান্ডারসনের
লর্ডসে শুরু, লর্ডসেই শেষ অ্যান্ডারসনের
সর্বাধিক পঠিত
ফোন ছিনতাইয়ের ঘটনায় জিডি নয়, মামলা নেওয়ার নির্দেশ
ফোন ছিনতাইয়ের ঘটনায় জিডি নয়, মামলা নেওয়ার নির্দেশ
ফলন বেশি, চরাঞ্চলের কৃষকরা ঝুঁকছেন ‘জাপানি মিষ্টি আলু’ চাষে
ফলন বেশি, চরাঞ্চলের কৃষকরা ঝুঁকছেন ‘জাপানি মিষ্টি আলু’ চাষে
মান ভাঙলো মিমির, এলো ‘তুফান’র দ্বৈত ঝলক
মান ভাঙলো মিমির, এলো ‘তুফান’র দ্বৈত ঝলক
‘কর্তৃপক্ষের’ আদেশের দায় কার?
‘কর্তৃপক্ষের’ আদেশের দায় কার?
নেতানিয়াহুর কঠোর সমালোচনা করলো আমিরাত
নেতানিয়াহুর কঠোর সমালোচনা করলো আমিরাত