X
রবিবার, ০৫ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে নারীকে ছুরিকাঘাতে হত্যা: গ্রেফতার ২ 

নাটোর প্রতিনিধি
০৫ আগস্ট ২০২৩, ১৯:৩৭আপডেট : ০৫ আগস্ট ২০২৩, ১৯:৩৭

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে রাস্তা থেকে তুলে নিয়ে ফারজানা আক্তার প্রিয়া (২২) নামে এক নারীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।

অনৈতিক প্রস্তাবের প্রতিবাদ করায় শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে হত্যা করা হয়। নিহত ফারজানা আক্তার প্রিয়া উপজেলার নগর ইউনিয়নের মেরিগাছা এলাকার শহিদুল ইসলামের মেয়ে। তিনি ঈশ্বরদী ইপিজেডের কর্মী ছিলেন। গ্রেফতারকৃতরা হলো–মেরিগাছা এলাকার মৃত ওয়াজ উদ্দিনের ছেলে মো. লকি উদ্দিন (৪২) ও মো. আব্দুল মমিনের ছেলে ভ্যানচালক বুলবুল আহম্মেদ (৩৫)। শনিবার (০৫ আগস্ট) দুপুরে নাটোর পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার তারিকুল ইসলাম।

হত্যাকাণ্ডের বর্ণনা দিয়ে পুলিশ সুপার বলেন, ‘প্রতিদিন বাড়ি থেকে কর্মস্থল ঈশ্বরদী ইপিজেডে যাতায়াত করতেন প্রিয়া। সম্প্রতি তাকে অনৈতিক প্রস্তাব দেয় একই এলাকার লকি উদ্দিন। তার প্রতিবাদ করলে উত্ত্যক্ত শুরু করে। বিষয়টি প্রিয়া তার পরিবারকে জানালে লকিকে সতর্ক করা হয়। এতে ক্ষিপ্ত হয়ে দেখে নেওয়ার হুমকি দেয়। পরে এলাকার বুলবুলসহ অজ্ঞাত ব্যক্তিদের সঙ্গে নিয়ে হত্যার পরিকল্পনা করে।’

পুলিশ সুপার আরও বলেন, ‘শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে কর্মস্থল থেকে বাড়ি ফিরছিলেন প্রিয়া। বড়াইগ্রামের কয়েন বাজারে বাস থেকে নেমে বুলবুলের ব্যাটারিচালিত ভ্যানে ওঠেন। মশিন্দা বিলের চৌরাস্তা এলাকায় পৌঁছালে লকিসহ তিন-চার জন জোর করে তাকে ভ্যান থেকে নামিয়ে পাশের ধান ক্ষেতে নিয়ে যায়। এ সময় লকি ছুরি দিয়ে তার মুখে, গলায় ও হাতসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। হত্যাকাণ্ডের পর তথ্য-প্রযুক্তির মাধ্যমে অপরাধীদের শনাক্ত করে পুলিশ। শুক্রবার রাতেই লকি ও বুলবুলকে মেরিগাছা থেকে গ্রেফতার করা হয়। লকি ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় বড়াইগ্রাম থানায় হত্যা মামলা করেছেন প্রিয়ার বাবা শহিদুল ইসলাম। ওই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।’ 

বড়াইগ্রাম থানার ওসি আবু সিদ্দিক বলেন, ‘রংপুরের এক যুবকের সঙ্গে প্রিয়ার বিয়ে হয়েছিল। তাদের ঘরে এক সন্তান রয়েছে। পারিবারিক কলহের কারণে কয়েকদিন আগে তাদের বিবাহবিচ্ছেদ হয়। এরপর থেকে মেরিগাছা গ্রামে বাবার বাড়িতে থেকে ইপিজেডে কাজ করতেন প্রিয়া। শুক্রবার প্রিয়াকে কয়েকজন যুবক তুলে নিয়ে যাওয়ার খবর পেয়ে পুলিশ ও এলাকাবাসী খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে বিলের ধানক্ষেতের আইল থেকে তার রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান চলছে।’

 

/এএম/
সম্পর্কিত
নিষ্পত্তির অপেক্ষায় হেফাজতের ২০৩ মামলা
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
চিনি-লবণ মিশিয়ে নকল প্যাকেটে স্যালাইন তৈরি, গ্রেফতার ৩
সর্বশেষ খবর
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
নিষ্পত্তির অপেক্ষায় হেফাজতের ২০৩ মামলা
নিষ্পত্তির অপেক্ষায় হেফাজতের ২০৩ মামলা
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ