আলোচিত ইউটিউবার আশরাফুল ইসলাম আলম ওরফে হিরো আলম বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগে যোগদান করেছেন। পেয়েছেন সাংস্কৃতিক সম্পাদক পদ। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুরে তিনি কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে টুঙ্গিপাড়ায় জয়বাংলা স্লোগানে বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করেন।
এ সময় তিনি জানান, মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধকে ভালোবাসেন বলেই এ সাংস্কৃতিক সংগঠনে যোগ দিয়েছেন। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবশ্যই কোনও রাজনৈতিক দলের হয়ে অংশ নেবেন।
মঙ্গলবার সন্ধ্যায় মোবাইল ফোনে হিরো আলম বলেন, ‘আমার চাচাসহ পরিবারে অনেক মুক্তিযোদ্ধা রয়েছেন। তাই মুক্তিযুদ্ধ ও যোদ্ধাদের অনেক ভালোবাসি। আর এ ভালোবাসা ও ভালোলাগা থেকেই বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগে যোগদান করেছি।’
এদিন সকালে ঢাকা থেকে গাড়িতে করে সংগঠনের সভাপতি আহমেদ সাইফুর রহমান ছোটনের নেতৃত্বে টুঙ্গিপাড়ার দিকে রওনা দেন। সেখানে জয়বাংলা স্লোগানে বঙ্গবন্ধুর মাজারে ফুলেল শুভেচ্ছা দেন ও জিয়ারত করেন। এর আগে, সভাপতি ছোটনের হাতে ফুল দিয়ে নতুন প্রজন্মের সন্তান হিরো আলম মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের সাংস্কৃতিক সম্পাদক পদে যোগ দিয়েছেন।
তিনি আরও বলেন, ‘মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগকে কেউ রাজনৈতিক সংগঠন ভেবে ভুল করবেন না। এটা সাংস্কৃতিক সংগঠন তাই যোগদান করেছি।’
সঙ্গে এ-ও জানান, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বগুড়া-৬ (সদর) বা বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। কিন্তু এবার আর স্বতন্ত্র নয় তার আগে কোনও রাজনৈতিক দলের প্রার্থী হবেন। তাহলে কেউ তার নির্বাচনী ফলাফল কেড়ে নিতে পারবে না। তাকে হয়রানির শিকার হতে হবে না। কেউ তার গায়ে হাত তোলার সাহস দেখাবে না।
এর আগে, হিরো আলম একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে জামানত হারান। বগুড়া-৪, বগুড়া-৬ (সদর) ও ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে আলোচনায় আসেন। এর মধ্যে বগুড়া-৪ আসনে জয়ের দ্বারপ্রান্তে ছিলেন তিনি, যদিও শেষ পর্যন্ত জয়ের দেখা পাননি।