X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

ইজিবাইক ছিনতাই করতে মুকুলকে হত্যা করেছিল তারই বন্ধুরা

বগুড়া প্রতিনিধি
২৪ সেপ্টেম্বর ২০২৩, ২১:৫৬আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ২১:৫৬

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় ইজিবাইকচালক মুকুল হোসেন (৩৮) হত্যা রহস্য উন্মোচিত হয়েছে। এ ঘটনায় ছয় জনকে গ্রেফতার করেছে পুলিশ। ইজিবাইক ছিনিয়ে নিতেই যাত্রী সেজে তাকে হত্যা করেছিল তারই বন্ধুরা।

গ্রেফতারকৃত ছয় জনকে রবিবার (২৪ সেপ্টেম্বর) বিকালে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জিনিয়া জাহানের আদালতে হাজির করা হয়। এর মধ্যে আনোয়ার হোসেন প্রামাণিক নামে একজন ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। পরে তাদের কারাগারে পাঠানো হয়।

তারা হলো বগুড়ার শেরপুরের কুসুম্বী ইউনিয়নের তাঁতড়া পশ্চিমপাড়ার জাবেদ আলীর ছেলে এমদাদুল হক মিলন (৩৩), একই উপজেলার হামছায়াপুর গ্রামের মৃত শাহজাহান আলীর ছেলে আনোয়ার হোসেন প্রামাণিক (৩৫), নাটোরের গুরুদাসপুর উপজেলার ধানুরা মধ্যপাড়ার তজির উদ্দিনের ছেলে আবদুল জলিল ওরফে সবুজ (৩২), একই উপজেলার পশ্চিম ধানুরা গ্রামের মৃত রমজান আলীর ছেলে আবদুস সোবহান (৪৬), ধানুরা ঘোষপাড়ার শাহাদাত হোসেনের ছেলে ঝন্টু ওরফে জন্টু বেল্লাল (২৮) এবং রাজশাহীর চারঘাট উপজেলার উত্তর রায়পুর গ্রামের মৃত ইছারুল হকের ছেলে নাজিরুল ইসলাম (৪৪)।

হত্যাকাণ্ডের শিকার মুকুল হোসেন বগুড়ার শাজাহানপুর উপজেলার খাদাস উলালপাড়ার মৃত দুদু মন্ডলের ছেলে। স্ত্রী-সন্তানদের নিয়ে শেরপুরের হাটদিঘী এলাকায় শ্বশুরবাড়িতে বসবাস করতেন তিনি।

পুলিশ জানায়, গত ১৫ সেপ্টেম্বর বিকাল ৪টার দিকে ইকিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন মুকুল। রাতে বাড়ি ফেরেননি। খোঁজাখুঁজির একপর্যায়ে ১৬ সেপ্টেম্বর দুপুর দেড়টার দিকে নন্দীগ্রামের ভাটগ্রাম ইউনিয়নের চাকলমা গ্রামের ধানক্ষেতে তার লাশ পাওয়া যায়। এ ঘটনায় মুকুলের স্ত্রী মরিয়ম বেগম মামলা করেন। এরপর মামলার তদন্তে ছয় জনের সংশ্লিষ্টতা পাওয়া যায়। শনিবার রাতভর রাজশাহী, নাটোর ও বগুড়ার শেরপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। সেইসঙ্গে ছিনতাই হওয়া ইজিবাইক উদ্ধার করা হয়েছে। 

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা পুলিশকে জানায়, তারা সংঘবদ্ধ আন্তজেলা ছিনতাইকারী চক্রের সদস্য। এর মধ্যে আনোয়ার ও এমদাদুল নিহত মুকুলের বন্ধু। ঘটনার চার দিন আগে আনোয়ার, এমদাদুল, সবুজ, সোবহান, বেল্লাল ও নাজিরুল নাটোরের সিংড়া থানা বাসস্ট্যান্ড সংলগ্ন হোটেলে ইজিবাইক ছিনতাইয়ের পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী, আনোয়ার ও মিলনকে দুটি ঘুমের ট্যাবলেট দেওয়া হয়। ১৫ সেপ্টেম্বর সন্ধ্যায় আনোয়ার ও মিলন তাদের বন্ধু মুকুলের সঙ্গে শেরপুরের ধুনট মোড়ে দেখা করে ইজিবাইক ভাড়া করে। ইজিবাইক নিয়ে খন্দকারটোলা মোড়ে যায়। সেখানে চায়ের সঙ্গে কৌশলে ঘুমের ট্যাবলেট খাইয়ে দেয়। সেখান থেকে শুভলী হয়ে চাঁনপুরের দিকে রওনা হয়। একপর্যায়ে মুকুল ঘুমিয়ে পড়েন। এ সময় মিলন ইজিবাইকের পেছনে বসে মুকুলকে ধরে রাখে। আনোয়ার ইজিবাইক চালিয়ে কাতম হয়ে কালীগঞ্জের রাস্তা দিয়ে নন্দীগ্রামের চাকলমা বাজারে যায়। বাজার পার হয়ে রাত ১০টার দিকে রাস্তার পাশে ধানক্ষেতে নিয়ে তাকে শ্বাসরোধে হত্যা করে ইজিবাইক নিয়ে পালিয়ে যায়। পরে জলিল ইজিবাইকটি সোবহানের মাধ্যমে নাজিরুল ইসলামের কাছে বিক্রি করে দেয়। এরপর সবাই টাকা ভাগ করে নেয়।

নন্দীগ্রাম থানার ওসি আনোয়ার হোসেন বলেন, ‘রবিবার বিকালে ছয় আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর মধ্যে আনোয়ার হোসেন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। বাকিরা হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে।’  

/এএম/
সম্পর্কিত
১২ ঘণ্টার মাথায় রোহিঙ্গা ক্যাম্পে আরেক যুবককে হত্যা
অটোরিকশাচালককে হত্যার পর বস্তায় ভরে খালে ফেলে দিয়েছিল তারা: পুলিশ
শ্যালিকার সঙ্গে ‘বিবাহবহির্ভূত সম্পর্ক’, স্ত্রী-কন্যার হাতে বৃদ্ধ খুন
সর্বশেষ খবর
যুদ্ধবিরতির আলোচনা নস্যাৎ করছেন নেতানিয়াহু, অভিযোগ হামাসের
যুদ্ধবিরতির আলোচনা নস্যাৎ করছেন নেতানিয়াহু, অভিযোগ হামাসের
বুধবার ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব
বুধবার ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব
জয়পুরহাটে সড়কে প্রাণ গেলো দুই ধানকাটা শ্রমিকের
জয়পুরহাটে সড়কে প্রাণ গেলো দুই ধানকাটা শ্রমিকের
রাজধানীতে ঝড়-শিলাবৃষ্টি
রাজধানীতে ঝড়-শিলাবৃষ্টি
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে