X
শুক্রবার, ১৭ মে ২০২৪
৩ জ্যৈষ্ঠ ১৪৩১

নৌকার পক্ষে প্রচারণা, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষককে শোকজ

সিরাজগঞ্জ প্রতিনিধি
০৫ জানুয়ারি ২০২৪, ০২:৫২আপডেট : ০৫ জানুয়ারি ২০২৪, ০২:৫২

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের আওয়ামী লীগের প্রার্থী চয়ন ইসলামের পক্ষে নির্বাচনি প্রচারণায় অংশ নেওয়ায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনি অনুসন্ধান কমিটি।

বৃহস্পতিবার (০৪ জানুয়ারি) সিরাজগঞ্জ-৬ আসনের নির্বাচনি অনুসন্ধান কমিটির কর্মকর্তা এবং যুগ্ম জেলা ও দায়রা জজ মো. মামুন-অর-রশিদ এ নোটিশ দেন।

নোটিশপ্রাপ্তরা হলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক বিজন কুমার, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফখরুল ইসলাম ও অর্থনীতি বিভাগের প্রভাষক সৈয়দ আশরাফ।

নোটিশে উল্লেখ করা হয়েছে, পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা, ২০০৮-এর ১৪ নম্বর বিধিসহ অন্যান্য আইন লঙ্ঘন করে ওই তিন শিক্ষক ৩ জানুয়ারি নৌকা প্রতীকের প্রার্থী চয়ন ইসলামের পক্ষে নির্বাচনি প্রচারণা চালিয়েছেন। সিরাজগঞ্জ রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক নির্বাচনি অনুসন্ধান কমিটির কর্মকর্তাকে এই ভিডিও ফুটেজ সরবরাহ করেছেন। এ অবস্থায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ওই তিন শিক্ষকের বিরুদ্ধে কেন আইনি ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনে সুপারিশ করা হবে না, তা লিখিতভাবে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

জেলা যুগ্ম ও দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মো. জুয়েল রানা এ তথ্য নিশ্চিত করে বলেন, শুক্রবার (০৫ জানুয়ারি) বিকাল ৩টায় অভিযুক্ত শিক্ষকদের নোটিশ দাতার আদালতে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

এ ব্যাপারে কথা বলার জন্য বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফখরুল ইসলামের মোবাইল নম্বরে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

তবে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. শাহ আলী বলেন, আমি এখনও শোকজের কাগজ দেখিনি। তবে বিষয়টি শুনেছি।

/এএম/
সম্পর্কিত
সংসদ নির্বাচন নিয়ে বিতর্কিত মন্তব্য, আ.লীগ নেতাকে কারণ দর্শানোর নোটিশ
বিএনপি ফের নৈরাজ্য করলে ডাবল শিক্ষা পেয়ে যাবে: ওবায়দুল কাদের
ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচননৌকার টিকিট পেলেন নায়েব আলী
সর্বশেষ খবর
‘বারবার নিষেধের পরেও চালক বেপরোয়া গতিতে চালাচ্ছিলেন বাসটি’
‘বারবার নিষেধের পরেও চালক বেপরোয়া গতিতে চালাচ্ছিলেন বাসটি’
পোশাকশ্রমিকদের ৯ দাবি
পোশাকশ্রমিকদের ৯ দাবি
প্রতিদিন ১০ হাজার কদম হাঁটলে মিলবে এই ৮ উপকারিতা
প্রতিদিন ১০ হাজার কদম হাঁটলে মিলবে এই ৮ উপকারিতা
ইসরায়েলকে নিষিদ্ধের দাবিতে আইনি পরামর্শ চায় ফিফা
ইসরায়েলকে নিষিদ্ধের দাবিতে আইনি পরামর্শ চায় ফিফা
সর্বাধিক পঠিত
সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা
সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা
জাহাজে ওঠার পর কোরআনের সুরা শুনিয়ে দস্যুদের নিবৃত্ত করা হয়
জাহাজে ওঠার পর কোরআনের সুরা শুনিয়ে দস্যুদের নিবৃত্ত করা হয়
এমপিও আবেদন সরাসরি অধিদফতরে পাঠানো যাবে না
এমপিও আবেদন সরাসরি অধিদফতরে পাঠানো যাবে না
ভুয়া মুক্তিযোদ্ধা সনদধারীদের বিরুদ্ধে আসতে পারে আইনি ব্যবস্থা
ভুয়া মুক্তিযোদ্ধা সনদধারীদের বিরুদ্ধে আসতে পারে আইনি ব্যবস্থা
শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বিতর্ক
শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বিতর্ক