X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

সংবাদ সংগ্রহের জেরে ৪ সাংবাদিককে মারধরের অভিযোগ, পাল্টাপাল্টি মামলা

জয়পুরহাট প্রতিনিধি
১৮ মার্চ ২০২৪, ০১:১৮আপডেট : ১৮ মার্চ ২০২৪, ০১:১৮

জয়পুরহাটে সংবাদ সংগ্রহ করতে গিয়ে চার সাংবাদিক মারধরের শিকার হয়েছেন অভিযোগ উঠেছে। তবে অভিযুক্তরা বলছেন, তারা সাংবাদিকতার নামে চাঁদাবাজি করতে গিয়েছিলেন। এ নিয়ে পাল্টাপাল্টি দুটি মামলা দায়ের হয়েছে। 

জানা গেছে, জেলার পাঁচবিবির ফিচকাঘাট পীরপাল এলাকায় ক্ষুদ্র জাতিগোষ্ঠী জমিতে জোর করে মাটি কাটা নিয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে মারধরের শিকার হন চার সাংবাদিক। এ ঘটনাকে কেন্দ্র করে শনিবার রাতে ও রবিবার পাঁচবিবি থানায় দুটি মামলা করা হয়। 

একটি মামলার বাদি দৈনিক বাংলাদেশ সমাচারের জয়পুরহাট প্রতিনিধি মো. জুয়েল শেখ এবং অন্যটির বাদি ফিচকাঘাট পীরপাল এলাকার বাসিন্দা রায়হান চৌধুরী। সাংবাদিক মো. জুয়েল শেখের মামলায় ছাত্রলীগ নেতা মাহমুদুল হাসানসহ ৯ জনকে আসামি করা হয়েছে। রায়হান চৌধুরীর মামলায় হামলা ও মারধরের শিকার চার সাংবাদিককে আসামি করা হয়েছে। এজাহারে তাদের বিরুদ্ধ চাঁদাবাজির অভিযোগ আনা হয়েছে।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়সাল বিন আহসান বলেন, চার সাংবাদিককে মারপিটের ঘটনায় শনিবার রাতে সাংবাদিক মো. জুয়েল শেখ বাদী হয়ে মামলা দায়ের করেছেন। রবিবার পীরপাল এলাকার বাসিন্দা রায়হান চৌধুরী বাদি হয়ে ওই চার সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে মামলা দায়ের করেন। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে, এখনও কাউকে গ্রেফতার করা যায়নি। 
  
সাংবাদিক জুয়েল শেখের মামলার এজাহারে উল্লেখ করা হয়, জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ফিচকাঘাট পীরপাল এলাকায় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর  জমিতে মহিপুর হাজী মহসিন সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান আইন অমান্য করে ভেকু মেশিন দিয়ে করে মাটি খননের কাজ করছিলেন। ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ভুক্তভোগী লোকজনের কাছ থেকে এমন অভিযোগ পেয়ে তারা চার জন সাংবাদিক ঘটনাস্থলে যান। এ খবর পেয়ে ছাত্রলীগ নেতা মাহমুদুল ও তার দলবল নিয়ে সেখানে আসেন। ছাত্রলীগ নেতা মাহমুদুল ও তার দলবল লাঠিসোঁটা ও লোহার রড নিয়ে তাদের ওপর অতর্কিতভাবে চালিয়ে মারপিট করেন। তাদের টাকা-পয়সাও কেড়ে নেওয়া হয়।

অন্যদিকে রায়হান চৌধুরীর তার মামলার এজাহারে বলেন, তার নিজস্ব পুকুর খননের জন্য মেসার্স মাহমুদুল ট্রেডার্সকে দায়িত্ব দেন। প্রতিষ্ঠানটির পক্ষে কামরুল হাসান ভেকু মেশিন দিয়ে পুকুর খনন কাজ করছিলেন। গত শনিবার সাংবাদিক পরিচয়ে চার ব্যক্তি খননকৃত পুকুরে গিয়ে খনন কাজে বাধা দেন। তারা মুঠোফোন দিয়ে পুকুর খনন কাজের ভিডিও ধারণ করেন। তারা ৫০ হাজার টাকা দাবি করেন। ভেকু চালক কামরুল হাসান তাদের ৫ হাজার টাকা দেন।

এদিকে স্থানীয় সাংবাদিকরা জানান, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জমিতে জোর করে মাটি কাটা হচ্ছিল, এমন খবর পেয়ে চার সাংবাদিক সংবাদ সংগ্রহের জন্য ঘটনাস্থলে গিয়েছিলেন। এসময় ছাত্রলীগ নেতা মাহমুদুল ও তার বাহিনীর সদস্যরা সংবাদ সংগ্রহে যাওয়া চার সাংবাদিককে বেধড়ক পিটিয়েছে। আহত চার সাংবাদিক হাসপাতালে চিকিৎসাধীন আছেন। উল্টো হামলা ও মারধরের শিকার চার সাংবাদিকের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আসামিদের দ্রুত গ্রেফতারের দাবি জানান তারা।

/ইউএস/
সম্পর্কিত
বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের নির্বিঘ্ন প্রবেশাধিকার দাবি ডিআরইউর
বাংলাদেশ ব্যাংকে সংবাদকর্মীদের প্রবেশে বাধা: উদ্বিগ্ন টিআইবি
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
সর্বশেষ খবর
পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানে গ্রেফতার ২০
পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানে গ্রেফতার ২০
রিভ চ্যাট ভার্সন ৪.০ উন্মোচন
রিভ চ্যাট ভার্সন ৪.০ উন্মোচন
উচ্চশিক্ষার সাম্প্রতিক প্রবণতা
উচ্চশিক্ষার সাম্প্রতিক প্রবণতা
জাপানে ৬.৫ মাত্রার ভূমিকম্প অনুভূত
জাপানে ৬.৫ মাত্রার ভূমিকম্প অনুভূত
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই