X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

মধ্যরাতে পুড়লো ১২ ফলের দোকান, ব্যবসায়ীদের ধারণা শত্রুতা

বগুড়া প্রতিনিধি
২৩ মার্চ ২০২৪, ১৬:০৮আপডেট : ২৩ মার্চ ২০২৪, ১৬:১৭

বগুড়া শহরের সাতমাথায় ফল মার্কেটে অগ্নিকাণ্ডে ১২টি দোকান পুড়ে গেছে। শুক্রবার (২২ মার্চ) রাতে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে আশপাশের মার্কেটগুলো রক্ষা পায়।

ক্ষতিগ্রস্তরা ধারণা করছেন, শত্রুতাবশত কেউ আগুন দিয়েছে। আগুনে তাদের অন্তত ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা শহিদুল ইসলাম ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইহান ওলিউল্লাহ বলেন, ‘বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। প্রাথমিক তদন্তে আগুন লাগিয়ে দেওয়ার প্রমাণ মেলেনি। আগুনে ব্যবসায়ীদের ৬-৭ লাখ টাকার ক্ষতি হয়েছে। আগুন লাগার প্রকৃত কারণ নিশ্চিত হতে তদন্ত চলছে।’

ক্ষতিগ্রস্ত ফল ব্যবসায়ীরা জানান, শহরের সাতমাথা এলাকায় সপ্তপদী মার্কেটের পশ্চিম পাশে তাদের ১২টি ফলের দোকান আছে। প্রতিটি দোকানে তরমুজ, খেজুর, আঙুর, আপেল ছাড়াও মৌসুমিসহ বিভিন্ন ধরনের ফল মজুত ছিল। রাত ১টার দিকে দোকানগুলোতে আগুন লাগার খবর পান। ছুটে এসে দেখেন ফলভর্তি দোকানগুলো পুড়ে গেছে।

ফল ব্যবসায়ী লাল মিয়া জানান, তার দোকানে অন্তত ১৫ লাখ টাকার ফল ছিল। মহাজনকে দেওয়ার জন্য রাখা টাকাও পুড়ে গেছে। আগুনে তিনি নিঃস্ব হয়ে গেছেন। ব্যবসায়ীদের ধারণা, শত্রুতার জেরে মার্কেটে আগুন দেওয়া হয়েছে। তারা এ ব্যাপারে সুষ্ঠু তদন্ত দাবি করেন।

বগুড়া ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্র জানায়, শুক্রবার রাত ১টা ১০ মিনিটের দিকে শহরের সাতমাথায় ফল মার্কেটে আগুন লাগে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

সিনিয়র স্টেশন অফিসার শহিদুল ইসলাম জানান, ব্যবসায়ীরা শত্রুতার জেরে আগুন ও ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি করেছেন। প্রাথমিক তদন্তে জানা গেছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। এরপরও তদন্তে নিশ্চিত হওয়া যাবে এটি দুর্ঘটনা নাকি শত্রুতা।

তিনি আরও জানান, দ্রুত আগুন নিয়ন্ত্রণ করতে না পারলে পাশের সপ্তপদী ও অন্যান্য মার্কেটে ছড়িয়ে পড়তো। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি হতো।

আশপাশের মার্কেটের ব্যবসায়ীরা জানান, পুড়ে যাওয়া ফল মার্কেটের জায়গার মালিকানা ও ব্যবসা নিয়ে দ্বন্দ্ব রয়েছে। এর জের ধরে জায়গাটি দখল করতে প্রতিপক্ষরা আগুন লাগিয়ে দেয় বলে তাদের ধারণা। তারা এ ব্যাপারে সরকারের সংশ্লিষ্ট বিভাগের সুষ্ঠু তদন্ত দাবি করেছেন।

/কেএইচটি/
সম্পর্কিত
ভাসানটেকে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় একে একে পরিবারের সবার মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে ছেলে, রান্নাঘরে পুড়ে মারা গেলেন মা
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রী দেশের পথে
প্রধানমন্ত্রী দেশের পথে
সুঁই-সুতোয় ‘স্বপ্ন বুনছেন’ ভোলার আমেনা খানম
সুঁই-সুতোয় ‘স্বপ্ন বুনছেন’ ভোলার আমেনা খানম
ভিজিএফের চাল না পাওয়া উপকারভোগীদের মানববন্ধনে হামলা
ভিজিএফের চাল না পাওয়া উপকারভোগীদের মানববন্ধনে হামলা
রাফাহ শহরে নতুন করে  ইসরায়েলি হামলায় ১৩ ফিলিস্তিনি নিহত
রাফাহ শহরে নতুন করে ইসরায়েলি হামলায় ১৩ ফিলিস্তিনি নিহত
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ