X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

বন্ধুকে গেম ডাউনলোডে ব্যস্ত করে দিয়ে পেছন থেকে কুপিয়ে হত্যা

বগুড়া প্রতিনিধি
০৬ এপ্রিল ২০২৪, ১২:০৯আপডেট : ০৬ এপ্রিল ২০২৪, ১২:০৯

বগুড়ার কাহালুতে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে রেদোয়ান ইসলাম (১৮) নামে এক শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার (৫ এপ্রিল) রাতে উপজেলার দূর্গাপুর ইউনিয়নের পাতাঞ্জ পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

শনিবার সকালে পুলিশ হত্যাকাণ্ডে জড়িত তার বন্ধু আবু কাশেমকে (১৯) গ্রেফতার করেছে। উদ্ধার করেছে হত্যায় ব্যবহৃত হাঁসুয়া।

পুলিশ ও স্বজনরা জানান, নিহত রেদোয়ান ইসলাম বগুড়ার কাহালু উপজেলার দূর্গাপুর ইউনিয়নের পাতাঞ্জ পূর্বপাড়া গ্রামের মেরাজুল ইসলামের ছেলে। দূর্গাপুর এনায়েত উল্লাহ দাখিল মাদ্রাসা থেকে এবার দাখিল পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। লেখাপড়ার পাশাপাশি কৃষিকাজ করতেন। শুক্রবার রাত ১০টার দিকে গ্রামের মসজিদে তারাবির নামাজ আদায় করে বাড়ি ফিরছিল।

পথে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপালে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। কাহালু থানা পুলিশ রাতেই লাশ উদ্ধার করে।

কাহালু থানার ওসি সেলিম রেজা জানান, হত্যাকাণ্ডের পরপরই হত্যার কারণ উদঘাটন ও খুনিকে শনাক্ত করতে কাজ শুরু করেন। এ বিষয়ে নিশ্চিত হওয়ার পর শনিবার সকালে নিহতের বন্ধু একই গ্রামের আবদুল কাদেরের ছেলে আবু কাশেমকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে রেদোয়ানকে হত্যা ও এর কারণ
জানায়।

ওসি জানান, তার স্বীকারোক্তিতে হত্যায় ব্যবহৃত হাঁসুয়া উদ্ধার করা হয়। আবু কাশেম এবার দাখিল পরীক্ষা দিয়েছে। সে জানায়, রেদোয়ান ল্যাপটপ কেনার জন্য তার কাছে ১১ হাজার ৮০০ টাকা ধার নেয়। টাকা ফেরত না দেওয়ায় দুই বন্ধুর মাঝে বিরোধ দেখা দেয়। এতে কাশেম ক্ষিপ্ত হয়ে হত্যার পরিকল্পনা করে। শুক্রবার তারাবির নামাজ শেষে রেদোয়ান বাড়ি ফিরছিলেন। পথে ওতপেতে থাকা কাশেমের সঙ্গে দেখা হয়। তখন রেদোয়ানকে তার মোবাইল ফোনে গেম ডাউনলোড করে দিতে অনুরোধ করে। গল্পের একপর্যায়ে তারা নির্জন স্থানে যায়। গেম ডাউনলোডে ব্যস্ত হয়ে পড়লে কাশেম সঙ্গে থাকা হাঁসুয়া দিয়ে পেছন থেকে ঘাড় ও বিভিন্ন স্থানে কোপায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হাঁসুয়া ফেলে বাড়িতে চলে যায় অভিযুক্ত।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। একমাত্র আসামি আবু কাশেমকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ডে আদালতে হাজির করা হবে। স্বীকারোক্তি না দিলে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করা হবে।

/এফআর/
সম্পর্কিত
নাম জান্নাত ফার্মেসি, সাড়ে সাত টাকার ওষুধের দাম চাইলো ৩৫০ টাকা
ইউনিয়ন পরিষদে ব্যবসায়ীকে হত্যা
এইচএসসি পরীক্ষার কেন্দ্রে নকল সরবরাহের অভিযোগে ছাত্রদল নেতা আটক
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
এনসিপির কার্যালয়ের সামনে আবারও ককটেল বিস্ফোরণ
এনসিপির কার্যালয়ের সামনে আবারও ককটেল বিস্ফোরণ
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল