X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

ব্যাংক থেকে গ্রাহকের দেড় কোটি টাকা তুলে ভাগ করে নিলেন চাচা-ভাতিজা

বগুড়া প্রতিনিধি
০৯ জুলাই ২০২৪, ১৯:১৫আপডেট : ০৯ জুলাই ২০২৪, ১৯:১৫

বগুড়ার আদমদীঘির চাঁপাপুরে ইসলামী ব্যাংকের এজেন্ট শাখা থেকে দেড় কোটি টাকা আত্মসাতের ঘটনায় ক্যাশিয়ার সুজন রহমানকে (২৭) গ্রেফতার করেছে র‌্যাব। র‌্যাব-১২ বগুড়া ও র‌্যাব-৪ সাভারের সদস্যরা যৌথ অভিযান চালিয়ে সোমবার রাতে ঢাকার ধামরাইয়ের তালতলা থেকে গ্রেফতার করেন। মঙ্গলবার (০৯ জুলাই) বিকালে তাকে আদমদীঘি থানায় সোপর্দ করা হয়েছে। এর আগে দুপুরে র‌্যাব-১২-এর কার্যালয়ে কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মীর মনির হোসেন সংবাদ সম্মেলনে গ্রেফতারের বিষয়টি জানান।

গ্রেফতারকৃত সুজন রহমান কাহালু উপজেলার গোবিন্দপুর গ্রামের এনামুল হকের ছেলে। তিনি আদমদীঘি ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার ক্যাশিয়ার ছিলেন।

র‌্যাব জানায়, গত ১১ জুন আদমদীঘি ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার ব্যবস্থাপক কাজী মিজানুর রহমান আদমদীঘি থানায় অভিযোগ করেন, সুজন রহমান গত ২৩ মে থেকে কর্মস্থলে আসেন না। অভিযোগ তদন্ত করতে গিয়ে দেখা যায়, তিনি বাড়িতে তালা দিয়ে পালিয়ে গেছেন। ওই দিনই মার্জিয়া বেগম নামের এক গ্রাহক তার জমাকৃত চার লাখ পাঁচ হাজার ২৩ টাকা তুলতে এসে দেখেন, অ্যাকাউন্টে আছে ৪১ হাজার ৮৬০ টাকা। সুজন ওই টাকা অ্যাকাউন্টে জমা না দিয়ে আত্মসাৎ করেন। মার্জিয়া বেগমসহ অর্ধশতাধিক গ্রাহকের এক কোটি ৫০ লাখ টাকা আত্মসাৎ করে পালিয়ে যান। গ্রাহকদের এসব অভিযোগ পেয়ে গত ২৯ মে আদমদীঘি থানায় সুজনসহ পাঁচ জনের বিরুদ্ধে মামলা করেন শাখার ব্যবস্থাপক। এরপর গোয়েন্দা নজরদারি শুরু করে র‌্যাব। অবস্থান নিশ্চিত হওয়ার পর সোমবার রাতে তাকে ধামরাই উপজেলার তালতলা এলাকা থেকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার বিকালে আদমদীঘি থানায় সোপর্দ করা হয়েছে।

গ্রেফতারের পর সুজনের দেওয়া তথ্যের বরাতে সংবাদ সম্মেলনে র‌্যাবের কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মীর মনির হোসেন বলেন, ‘জিজ্ঞাসাবাদে সুজন র‌্যাবকে জানান ওই এজেন্ট ব্যাংকিং শাখাটি তার চাচা নুরুল ইসলামের নামে। চাচা আর্থিক সংকটে পড়লে দুজনে পরিকল্পনা করে গ্রাহকের টাকা নেওয়ার পর অ্যাকাউন্টে জমা দেননি। টাকাগুলো চাচা-ভাতিজা ভাগ করে নেন। পাশাপাশি গ্রাহকের একাধিকবার আঙুলের ছাপ নিয়ে অ্যাকাউন্টে থাকা অধিক টাকা তোলেন। কিছু টাকা দিয়ে রেখে দেন। এভাবে গত এক বছরে দেড় কোটি টাকা তুলে আত্মসাৎ করেন তারা। ঘটনায় জড়িত সুজনের চাচা পলাতক রয়েছেন। তাকেও গ্রেফতারের চেষ্টা চলছে।’

আদমদীঘি ইসলামী ব্যাংকের এজেন্ট শাখা সূত্রে জানা যায়, আমানতের টাকা ফেরত ও ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে গত ২৩ জুন ওই শাখায় তালা দিয়ে বিক্ষোভ করেন গ্রাহকরা। পরে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার আশ্বাস দিয়ে শাখার কার্যক্রম শুরু করেন।

/এএম/
সম্পর্কিত
সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেফতার
বিশেষ অভিযানে সারা দেশে গ্রেফতার ১৩০৫
স্বামীর দুর্নীতির টাকায় স্ত্রীর বিলাসী জীবন
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
এনসিপির কার্যালয়ের সামনে আবারও ককটেল বিস্ফোরণ
এনসিপির কার্যালয়ের সামনে আবারও ককটেল বিস্ফোরণ
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল