X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

পাঁচবিবিতে ট্রেনের যাত্রাবিরতি দাবিতে বিক্ষোভ

জয়পুরহাট প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৮:২৬আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৮:২৬

জয়পুরহাটের পাঁচবিবি রেলওয়ে স্টেশনে চিলাহাটী থেকে খুলনাগামী এক্সপ্রেস ও নীলফামারী থেকে ঢাকাগামী নীলসাগর আন্তনগর এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি দাবিতে মানববন্ধন ও আন্দোলন কর্মসূচি পালন করেছেন ছাত্র-জনতা। এ সময় চিলাহাটি থেকে খুলগামী রূপসা এক্সপ্রেস ট্রেনটি প্রায় আধা ঘণ্টা বিলম্ব করে পাঁচবিবি রেলস্টেশনে বেলা ১১টা ৪৫ মিনিটে পৌঁছালে অনির্দিষ্ট সময়ের জন্য ট্রেনের যাত্রা বন্ধ করে দেন আন্দোলনকারীরা।

ট্রেন চলাচল বন্ধ রাখতে আন্দোলনকারীরা ট্রেনের সামনে ব্যানার ও ও রেললাইনের ওপর স্লিপার তুলে দিয়ে ট্রেনের যাত্রাবিরতি দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন ও বিক্ষোভ কর্মসূচি চলমান রাখেন। এদিকে ট্রেনের কার্যক্রম বন্ধ থাকায় ভোগান্তির শিকার হয়েছেন চিলাহাটী থেকে খুলনাগামী এক্সপ্রেস ট্রেনের শত শত যাত্রী। পরে রেলওয়ে কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের সঙ্গে আন্দোলনকারীদের বৈঠকে রেলওয়ে কর্তৃপক্ষের আশ্বাসে আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করে নেওয়া হয়। এ সময় প্রায় ২ ঘণ্টা পর পুনরায় ট্রেনের কার্যক্রম স্বাভাবিক হয়।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) পাঁচবিবি বণিক সমিতি ও ছাত্র-জনতার উদ্যোগে এই মানববন্ধন ও আন্দোলন কর্মসূচি পালিত হয়। সকাল ১০টা থেকে এ মানববন্ধন ও আন্দোলন কর্মসূচি শুরু হয়। আন্দোলন চলাকালীন সময়ে পাঁচবিবি রেলওয়ে স্টেশন হয়ে রাজশাহী ও ঢাকাগামী সকল ট্রেন চলাচল নির্দিষ্ট সময়ের জন্য বন্ধ ছিল।

এদিকে ছাত্র-জনতার দাবি পূরণের পাশাপাশি ট্রেনের কার্যক্রম স্বাভাবিক রাখতে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফা সুলতানা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বেলায়েত হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ফয়সাল বিন আহসান। এ সময় ইউএনও আন্দোলনকারী ছাত্র-জনতা ও রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার প্রায় ২ ঘণ্টা পর পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

পাঁচবিবি বণিক সমিতির সভাপতি ও আন্দোলন কর্মসূচির সমন্বয়ক মো. তাইজুল ইসলাম বলেন, ‘আমরা পাঁচবিবিবাসী দলমত নির্বিশেষে ট্রেনের এই যাত্রাবিরতি দাবিতে দীর্ঘদিন থেকে রেলওয়ের কর্তৃপক্ষের নিকট আবেদন করেছি। কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। ওনাদের পক্ষে কোনও সাড়া পাইনি। এ কারণে আজকে আমাদের পাঁচবিবিবাসীর প্রাণের দাবি, রূপসা ও নীলসাগর আন্তনগর এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির জন্য  ছাত্র-জনতা আন্দোলন কর্মসূচি পালন করেছি। প্রশাসন ও রেলওয়ে কর্মকর্তাদের আশ্বাসে আজকের কর্মসূচি প্রত্যাহার করা হলো। তবে আমাদের দাবি মেনে না নেওয়া হলে পরে আরও কঠোর আন্দোলন কর্মসূচি পালন করা হবে।’

পাঁচবিবি রেলওয়ে স্টেশনমাস্টার জয়ন্ত চক্রবর্তী বলেন, ‘বেলা ১১টা ৪৫ মিনিটে চিলাহাটি থেকে খুলনাগামী রূপসা এক্সপ্রেস ট্রেনটি পাঁচবিবি রেলওয়ে স্টেশনে এসে পৌঁছালে আন্দোলনকারীরা ট্রেনটিকে থামিয়ে দেয়। এ সময় এই রুটে সকল ট্রেন চলাচল বন্ধ থাকে। বিষয়টি স্থানীয় প্রশাসন ও রেলওয়ে কর্তৃপক্ষকে জানালে তারা আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন এবং প্রায় ২ ঘণ্টা পর এই রুটে সব ধরনের ট্রেন চলাচল স্বাভাবিক হয়।’

/কেএইচটি/
সম্পর্কিত
যমুনার সামনে মঞ্চ তৈরির ঘোষণা
আ.লীগ নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে চট্টগ্রামে বিক্ষোভ
আ.লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে এনসিপির বিক্ষোভ
সর্বশেষ খবর
হাফ ভাড়া নিয়ে তর্ক, কলেজশিক্ষার্থীকে বাস থেকে ফেলে হত্যার অভিযোগ
হাফ ভাড়া নিয়ে তর্ক, কলেজশিক্ষার্থীকে বাস থেকে ফেলে হত্যার অভিযোগ
মঞ্চ থেকে হলো জুমার আজান,  নামাজের পর বক্তব্য দেবেন নেতারা
মঞ্চ থেকে হলো জুমার আজান, নামাজের পর বক্তব্য দেবেন নেতারা
ঢাকার ৩৩টি লেকের পাড়ে সবুজায়ন কার্যক্রম শুরু হচ্ছে আগামী সপ্তাহে
ঢাকার ৩৩টি লেকের পাড়ে সবুজায়ন কার্যক্রম শুরু হচ্ছে আগামী সপ্তাহে
ভারত-পাকিস্তান সংকটের গ্যাঁড়াকলে পড়তে চায় না যুক্তরাষ্ট্র
ভারত-পাকিস্তান সংকটের গ্যাঁড়াকলে পড়তে চায় না যুক্তরাষ্ট্র
সর্বাধিক পঠিত
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ