X
শুক্রবার, ০২ মে ২০২৫
১৯ বৈশাখ ১৪৩২

বগুড়ায় জুয়ার আসর থেকে শিক্ষক-আইনজীবীসহ ১১ জন গ্রেফতার

বগুড়া প্রতিনিধি
২৬ জানুয়ারি ২০২৫, ০৮:৪৪আপডেট : ২৬ জানুয়ারি ২০২৫, ০৮:৪৪

বগুড়ার ধুনটে জুয়ার আসর থেকে দুজন প্রধান শিক্ষক ও একজন আইনজীবীসহ ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৪ জানুয়ারি) সন্ধ্যার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের পীরহাটি গ্রামের একটি বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় সেখান থেকে জুয়ার সরঞ্জাম ও নগদ টাকা জব্দ করা হয়।

শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে। এদিন বিকালে বিষয়টি নিশ্চিত করেন ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম। তিনি জানান, অভিযুক্তদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা হয়েছে।

গ্রেফতাররা হলেন- বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের খাদুলি গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে খাদুলি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জামির উদ্দিন (৫৫), গোপালপুর খাদুলি গ্রামের মৃত সামাদ মুন্সির ছেলে রান্ডিলা আতাউল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জহুরুল ইসলাম (৫৫), খাদুলি গ্রামের আমজাদ হোসেনের ছেলে রাকিব হোসেন (৪৮), একই গ্রামের হানিফ শেখের ছেলে শহিদুল ইসলাম (৩৮), কাশিয়াহাটা গ্রামের ইসহাক আলীর ছেলে জাহাঙ্গীর আলম (৪০), পীরহাটি গ্রামের মৃত আবু বক্কর মণ্ডলের ছেলে তোতা মিয়া (৫৪), ধেরুয়াহাটি গ্রামের মৃত আলিমুদ্দিনের ছেলে আল আমিন (৫২), মৃত মনছের আলীর ছেলে রতন সরকার (৪৭), অলোয়া গ্রামের মৃত নওশের আলীর ছেলে সোহেল রানা (৪৩), গোপালনগর ইউনিয়নের দেউরিয়া গ্রামের ডা. শফিকুল ইসলামের ছেলে বগুড়া জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মাহবুবুর রহমান মোমিন (৩৭) ও বগুড়া সদর থানার নারুলী এলাকার মোজাম্মেল হকের ছেলে বাবুল আক্তার (৫০)।

ধুনট থানা পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যার দিকে গ্রেফতারি পরোয়ানা তামিল ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান শুরু করা হয়। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায়, উপজেলার মথুরাপুর ইউনিয়নের পীরহাটি গ্রামের মৃত আজগর আলীর ছেলে ইমন শেখের বাড়ির চৌচালা ঘরের ভেতর কিছু লোক একত্রিত হয়ে দিয়ে জুয়া খেলছে। এরপরই পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে দুজন প্রধান শিক্ষক, একজন আইনজীবীসহ বিভিন্ন পেশার ১১ জুয়ারিকে গ্রেফতার করে। এ সময় আসর থেকে জুয়া খেলার সরঞ্জাম তিন সেট তাস, কালো কাপড় ও নগদ ৪৪ হাজার ৫২০ টাকা জব্দ করা হয়।

এ প্রসঙ্গে ওসি সাইদুল আলম জানান, গ্রেফতার জুয়ারিদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা করা হয়েছে। শনিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
ক্যান্টনমেন্টে বাসায় চুরি, গ্রেফতার ৫
সাবেক কৃষিমন্ত্রীর এপিএস আল আমিন গ্রেফতার
প্রেমের জেরে পুলিশ সদস্যকে হত্যা, স্ত্রীসহ গ্রেফতার ৬
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২ মে, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ মে, ২০২৫)
বিলবাওকে উড়িয়ে ফাইনালে ম্যানইউর এক পা
ইউরোপা লিগবিলবাওকে উড়িয়ে ফাইনালে ম্যানইউর এক পা
জনগণ নির্বাচন ঠেকাতে চাওয়া শক্তিকে ক্ষমা করবে না: আমির খসরু
জনগণ নির্বাচন ঠেকাতে চাওয়া শক্তিকে ক্ষমা করবে না: আমির খসরু
নারায়ণগঞ্জে ব্যবসায়ীর বুকে-পেটে প্রকাশ্যে গুলি
নারায়ণগঞ্জে ব্যবসায়ীর বুকে-পেটে প্রকাশ্যে গুলি
সর্বাধিক পঠিত
অস্ত্র নিয়ে সাবেক এমপির ওপর হামলা, অল্পের জন্য রক্ষা
অস্ত্র নিয়ে সাবেক এমপির ওপর হামলা, অল্পের জন্য রক্ষা
টেকনাফে সরকারি বরাদ্দের মালামাল মিয়ানমারে পাচার
টেকনাফে সরকারি বরাদ্দের মালামাল মিয়ানমারে পাচার
টিসিবির ডিলারদের চুক্তি নবায়নের আহ্বান
টিসিবির ডিলারদের চুক্তি নবায়নের আহ্বান
চিন্ময়ের জামিন কোনও বিচ্ছিন্ন ঘটনা না, ইন্টেরিম সাবধান: হাসনাত আব্দুল্লাহ
চিন্ময়ের জামিন কোনও বিচ্ছিন্ন ঘটনা না, ইন্টেরিম সাবধান: হাসনাত আব্দুল্লাহ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২৫ কিলোমিটার দীর্ঘ যানজট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২৫ কিলোমিটার দীর্ঘ যানজট