X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১
বগুড়ায় যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন

বগুড়া প্রতিনিধি
০১ এপ্রিল ২০১৬, ০৯:২১আপডেট : ০১ এপ্রিল ২০১৬, ০৯:২১

বগুড়া

বগুড়া সরকারি শাহ্ সুলতান কলেজের যুবলীগ নেতা আহমেদ ফারুক বারী সবুজকে কুপিয়ে হত্যা মামলায় তিন সহোদরের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানাও করা হয়। এছাড়া ওই তিনজনের বাবা ও চাচাসহ তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। অনাদায়ে তাদের আরও ৬ মাস করে সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার বগুড়ার জনাকীর্ণ আদালতে প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ হাফিজুর রহমান এ আদেশ দেন।

ফাঁসির সাজাপ্রাপ্তরা হলেন, বগুড়া শহরের নাটাইপাড়ার আবদুল মজিদের তিন ছেলে মাসুদ পারভেজ মুন্না, মাসুম পারভেজ মাসুম (পলাতক) ও রনি মণ্ডল। যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন, আবদুল মজিদ (পলাতক) ও খোকন (পলাতক) এবং তাদের আত্মীয় জাহাঙ্গীর।

আইনজীবী ও আদালত সূত্র জানিয়েছে, শহরের নাটাইপাড়া এলাকায় আধিপত্য বিস্তার ও বালুর ব্যবসা নিয়ে আওয়ামী লীগ নেতা আবদুল গফুর মণ্ডলের ছেলে ও ৬নং ওয়ার্ড যুবলীগের নির্বাহী সদস্য সবুজের সঙ্গে একই এলাকার আবদুল মজিদের ছেলে মুন্নার বিরোধ চলছিল। ২০০৯ সালের ৫ জানুয়ারি বিকাল ৩টার দিকে সবুজ বাড়ির কাছে ক্যারাম খেলছিলেন। পূর্ব বিরোধের জের ধরে মুন্নার সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে মুন্না ও তার পরিবারের সদস্য অন্য সবুজের ওপর হামলা করে। তারা তাকে রামদা দিয়ে কুপিয়ে ও ছুরিকাঘাত করে ফেলে যায়। সবুজকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করার পর তিনি মারা যান।

পরে সবুজের বাবা আবদুল গফুর ৯ জনের বিরুদ্ধে মামলা করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে বৃহস্পতিবার আদালত রায় দেন।

মামলার বাদী আবদুল গফুর জানান, তার ছেলের হত্যাকারীদের সাজা উচ্চ আদালতে বহাল থাকলেই তিনি খুশি হবেন।

আসামি পক্ষের আইনজীবীরা জানান, তারা এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন।

 

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ইউনিটের প্রথম মেধাতালিকা প্রকাশ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ইউনিটের প্রথম মেধাতালিকা প্রকাশ
হার চোখ রাঙালেও সিরিজ জিতলো বাংলাদেশই
হার চোখ রাঙালেও সিরিজ জিতলো বাংলাদেশই
কাগজে হাত মুছতে গিয়ে রাসেলস ভাইপারের কামড়ে রাবি শিক্ষার্থীর মৃত্যু
কাগজে হাত মুছতে গিয়ে রাসেলস ভাইপারের কামড়ে রাবি শিক্ষার্থীর মৃত্যু
‘পিস্তলে বুলেট লোড-আনলোড করে বললেন, তোর কোন পায়ে গুলি করবো বল?’
‘পিস্তলে বুলেট লোড-আনলোড করে বললেন, তোর কোন পায়ে গুলি করবো বল?’
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
ছাত্রলীগ সহসভাপতি সাদ্দামের বছরে আয় ২২ লাখ, ব্যাংকে ৩২ লাখ, উপহারের স্বর্ণ ৩০ ভরি
হরিরামপুর উপজেলা নির্বাচনছাত্রলীগ সহসভাপতি সাদ্দামের বছরে আয় ২২ লাখ, ব্যাংকে ৩২ লাখ, উপহারের স্বর্ণ ৩০ ভরি
বৃষ্টি ও বন্যার কী পূর্বাভাস পাওয়া গেলো?
বৃষ্টি ও বন্যার কী পূর্বাভাস পাওয়া গেলো?
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা