X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফলে গরমিল

রংপুর প্রতিনিধি
২৫ নভেম্বর ২০১৬, ০৩:১৫আপডেট : ২৫ নভেম্বর ২০১৬, ০৩:৪৯

ওয়েবসাইট ও মোবাইলে অনিমা রায়ের ফলাফলে গরমিল, এমন অভিযোগ আরও অনেকের

রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার প্রকাশিত ফল নিয়ে বিপাকে পড়েছে মেধাতালিকায় উত্তীর্ণ ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। বুধ ও বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে (www.brur.ac.bd) প্রকাশিত ফল ও টেলিটকের সৌজন্যে মোবাইলফোনে পাঠানো ফলে মেধাস্থান ও প্রাপ্ত নম্বরে গরমিল থাকায়  বিভ্রান্তিতে পড়েছেন বলে অভিযোগ করেছেন অনেকেই। রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. একেএম নূর-উন-নবী এ বিষয়ে অবগত হয়েছেন বলে জানান।

অভিযোগ পেয়ে অনুসন্ধান করতে গিয়ে  এর সত্যতা পাওয়া গেছে। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে সদ্য প্রকাশিত ফলে দেখা যায় শিক্ষার্থী অনিমা রানী রায় (সি ইউনিট, রোল নম্বর ৩৪০২০৫, শিফট ২) ভর্তি পরীক্ষায় ৬২ দশমিক ৯১০ নম্বর পেয়ে ২১৩ মেধাস্থান লাভ করেছে। অথচ একই ইউনিট, শিফট ও রোলে বৃহস্পতিবার সন্ধ্যায় ওই শিক্ষার্থীর মোবাইলফোনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ০১৫৫০-১৫৫৫৫৫ নম্বর মোবাইল ফোন থেকে পাঠানো বার্তায় জানানো হয় মোট নম্বর ৬৯ দশমিক ৯১ পেয়ে  সে ৭৫ তম মেধাস্থান লাভ করেছে। একই অভিযোগ করেছেন  আরও অনেক পরীক্ষার্থী।

এ বিষয়ে অধ্যাপক ড. একেএম নূর-উন-নবী বাংলা ট্রিবিউনকে বলেন, ফলে ভুলত্রুটি হতেই  পারে। তবে ওয়েবসাইটে প্রকাশিত ফলকেই চূড়ান্ত বলে গণ্য করা হবে। টেলিটক মোবাইল কর্তৃপক্ষ ভুলটি করেছে। আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই।

এ ব্যাপারে ওই অনুষদের ভর্তি পরীক্ষার সমন্বয় সহযোগী অধ্যাপক ফেরদৌস রহমানের সাথে যোগাযোগ করা হলে বাংলা ট্রিবিউনকে তিনি জানান, বিষয়টি এই প্রথম শুনছেন। পরীক্ষার ফল প্রকাশ করার বিষয়টি যেহেতু আইটি কমিটি দেখে তারাই এ বিষয়ে ভালো বলতে পারবে বলে মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য গত ১৩ থেকে ১৭ নভেম্বর রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষা বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। মাত্র ১২৩০টি আসনের বিপরীতে সারা দেশ থেকে প্রায় ৬১ হাজার ৫৭৭ জন পরীক্ষার্থী এ পরীক্ষার জন্য আবেদন করে।

/এইচকে/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
লোকসভা নির্বাচন: তৃতীয় ধাপের ভোটে হেভিওয়েট প্রার্থী যারা
লোকসভা নির্বাচন: তৃতীয় ধাপের ভোটে হেভিওয়েট প্রার্থী যারা
পুরান ঢাকার অলিগলিতে গ্যাসের গন্ধ
পুরান ঢাকার অলিগলিতে গ্যাসের গন্ধ
ফিলিস্তিনের প্রতি সংহতি জানাতে গিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ
ফিলিস্তিনের প্রতি সংহতি জানাতে গিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ
শান্ত-লিটনদের ব্যাটিং দেখে ভয় হচ্ছে বিসিবি সভাপতির
শান্ত-লিটনদের ব্যাটিং দেখে ভয় হচ্ছে বিসিবি সভাপতির
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র