X
বুধবার, ০৮ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

দিনাজপুরে ৩ যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

দিনাজপুর প্রতিনিধি
০৫ ডিসেম্বর ২০১৬, ১১:০১আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৬, ১৪:০৭

দিনাজপুরে ৩ যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা থেকে তিন যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই তিন যুবকের মাথায় গুলির আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। সোমবার সকালে রানীগঞ্জ কলাবাড়ী এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়েছে।

নিহতরা হলেন, নাটরের সদর উপজেলা শহরের কানাইখালী এলাকার সাব্বির (২৫), একই এলাকার আব্দুল্লাহ (২৫) ও রথবাড়ী এলাকার সোহেল (২৬)।

পুলিশ জানিয়েছে, তারা তিনজনই ওই এলাকার সাব্বির বাহিনীর সদস্য। এদের মধ্যে সাব্বিরের বিরুদ্ধে ১২টি, সোহেলের বিরুদ্ধে ৩ টি ও আব্দুল্লাহর বিরুদ্ধে একটি মামলা রয়েছে।

ঘোড়াঘাট থানার ওসি নুরুজ্জামান চৌধুরী জানান, তিন যুবকের শরীরে গুলির আঘাতের চিহ্ন রয়েছে। তাদের বয়স ২৫ থেকে ৩০ বছরের মধ্যে। তিনি আরও জানান, নিহতদের লাশের সুরতহাল রিপোর্ট শেষে ঘোড়াঘাট থানায় নিয়ে যাওয়া হয়েছে। তাদের লাশ দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

এর আগে আজ সোমবার সকালে উপজেলার কলাবাড়ী নামক এলাকায় একটি আমবাগানে তিন যুবকের লাশ দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে পুলিশ।

দিনাজপুরের পুলিশ সুপার হামিদুল আলম জানান, ওই তিনজনকে কালো মাইক্রোবাসে করে কে বা কারা গত পরশু রাতে অপহরণ করে নিয়ে যায়। পরের দিন এ ঘটনায় নাটোর সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। পরে ঘোড়াঘাট এলাকায় তাদের লাশ পাওয়া যায়। তিনি আরও জানান, পুলিশের ধারণা, পূর্ব শত্রুতার জের ধরে তাদের হত্যা করা হয়েছে। 

/এমডিপি/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
পিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগপিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?