X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

ওসি কুনিও হত্যায় ৫ জনের ফাঁসি

রংপুর প্রতিনিধি
২৮ ফেব্রুয়ারি ২০১৭, ১১:১৮আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:২৬

মৃত্যুদণ্ড পাওয়া আসামিরা
জাপানি নাগরিক ওসি কুনিও হত্যা মামলায় পাঁচ জেএমবি সদস্যের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এছাড়া একজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) রংপুরের বিশেষ জজ নরেশ চন্দ্র সরকার এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিরা হলেন জেএমবির আঞ্চলিক কমান্ডার মাসুদ রানা, ইসহাক আলী, লিটন মিয়া, আহসান উল্লাহ আনসারী ও সাখাওয়াত হোসেন। এছাড়া আবু সাঈদ খালাস পেয়েছেন। আসামিদের মধ্যে আহসান উল্লাহ আনসারী পলাতক। 

সরকার পক্ষের আইনজীবী পিপি আব্দুল মালেক রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।  তিনি জানান, দেশকে অস্থিতিশীল করতে এবং দেশের ভাবমূর্তি নষ্ট করার জন্যই নব্য জেএমবির সদস্যরা বিদেশি নাগরিকদের হত্যার পরিকল্পনা করে। তারই অংশ হিসেবে ২০১৫ সালের ৩ অক্টোবর সকাল সাড়ে ৯টার দিকে রংপুরের কাউনিয়া উপজেলার সারাই ইউনিয়নের কচু আলুটারী গ্রামে রিকশায় নিজের ঘাসের খামারে যাওয়ার সময় জাপানি নাগরিক ওসি কুনিওকে গুলি করে হত্যা করে জঙ্গিরা।

এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড উল্লেখ করে সরকার পক্ষের এ আইনজীবী বলেন, এ মামলায় বাদী পক্ষে ৫৫ জন এবং আসামি পক্ষের একজন সাফাই সাক্ষীসহ ৫৬ জন আদালতে সাক্ষ্য দেন। আসামি মাসুদ রানা, লিটন মিয়া ও ইসহাক আলী ম্যাজিস্ট্রেটের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হত্যার কথা স্বীকার করে। অপরাধ প্রমাণিত হওয়ায় বিচারক পাঁচ আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন। এ রায়ে সন্তোষ প্রকাশ করে তা দ্রুত কার্যকর করার দাবি জানান তিনি।

এদিকে, আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবুল হোসেন  জানান, রায়ের বিরুদ্ধে তারা  উচ্চ আদালতে আপিল করবেন। 

অন্যদিকে, রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রংপুরের সাধারণ মানুষ। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু বলেন, এ  রায়ের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে অপরাধ করলে কেউই পার পাবে না। তিনি দ্রুত রায় কার্যকর করার দাবি জানান।

সাংস্কৃতিক কর্মী মাহবুব রহমানও দ্রুত রায় কার্যকর করার দাবি জানান।

 

/বিএল/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এক উপজেলায় ১৩ প্রার্থীর সবাই আ. লীগের
এক উপজেলায় ১৩ প্রার্থীর সবাই আ. লীগের
শিরোপাজয়ী দল কি কোটি টাকা পাবে?
ফিরছে সুপার কাপশিরোপাজয়ী দল কি কোটি টাকা পাবে?
রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে পারে ইউক্রেন: গোয়েন্দা কর্মকর্তা
রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে পারে ইউক্রেন: গোয়েন্দা কর্মকর্তা
আ.লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা শনিবার
আ.লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা শনিবার
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ