X
রবিবার, ০৫ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

যার শূন্য পাওয়ার কথা তাকে জিপিএ ৫ দেওয়া হচ্ছে: এরশাদ

রংপুর প্রতিনিধি
২১ মার্চ ২০১৭, ১৫:৫০আপডেট : ২১ মার্চ ২০১৭, ১৫:৫০

রংপুরে এইচ এম এরশাদ প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বর্তমান শিক্ষা ব্যবস্থার কঠোর সমালোচনা করেছেন। তিনি বলেছেন, ‘যে শিক্ষার্থীর শূন্য নম্বর পাওয়ার কথা তাকে শুধু পাশ নম্বর নয়, জিপিএ ৫ দেওয়া হচ্ছে। এখানে শিক্ষার্থীদের কোনও দোষ নেই। এর জন্য দায়ী শিক্ষক ও বড় বড় কর্তারা। তাদের বলে দেওয়া হয়, সবাইকে পাশ করা দেখাতে হবে। এভাবে চলতে চলতে পুরো শিক্ষা ব্যবস্থা ধংস হয়ে যাবে।’

মঙ্গলবার (২১ মার্চ) দুপুর রংপুর নগরীর ধাপ এলাকায় লালকুঠি বালিকা বিদ্যালয় ও কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে এসব কথা বলেন তিনি।

এরশাদ বলেন, ‘এখন শিক্ষার্থীরা যে ধরনের লেখাপড়া করছে তাকে সঠিক লেখাপড়া বলা যায় না। একটি ছাত্রকে গরুর ওপর প্রবন্ধ লিখতে বলা হয়েছিলো ইংরেজিতে। সে যা লিখেছে তা দেখলে আত্মহত্যা করতে ইচ্ছে করবে। ওই প্রবন্ধে মোট নম্বর ছিল ১৫। ওই শিক্ষার্থী কিছু না লিখলেও তাকে ১৪ নম্বর দেওয়া হয়েছে এটা আমার বাস্তব অভিজ্ঞতা। যেখানে ওই শিক্ষার্থীর শূন্য নম্বর পাওয়ার কথা তাকে কেন ১৪ নম্বর দেওয়া হলো এ বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়ের দেখা দরকার।’

তিনি আরও বলেন, ‘আমাদের কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষাকে কয়েকজন শিক্ষকের কাছে সীমাবদ্ধ করে রেখেছি। বাইরের জগৎ সম্পর্কে এখনকার শিক্ষার্থীরা কিছুই জানে না। এ থেকে উত্তরণ ঘটিয়ে শিক্ষার্থীদের বাইরের জগতের সঙ্গে পরিচয় করিয়ে দিতে হবে।’

এরশাদ বলেন, ‘আমরা ছোটবেলায় পড়েছিলাম, সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন যেন আমি ভালো হয়ে চলি। এ কথাটি আবার তাদের শেখাতে হবে। আশাকরি আগামী দিনগুলো আমাদের উজ্জ্বল হবে।’

এর আগে এইচ এম এরশাদ স্কুলে এসে পৌঁছালে শিক্ষার্থীরা তাকে ফুল দিয়ে স্বাগত জানান। তিনি শিক্ষার্থীদের ডিসপ্লে উপভোগ করেন। পরে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় স্কুল পরিচালনা কমিটির সভাপতি মাহবুব রহমান কলেজের অধ্যাক্ষ আব্দুর রউফসহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

/এফএস/ 

আরও পড়ুন- 


বেসরকারিভাবে ২ লাখ ইন্টারনেট কানেক্টিভিটি তৈরির উদ্যোগ

সম্পর্কিত
সর্বশেষ খবর
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
নিষ্পত্তির অপেক্ষায় হেফাজতের ২০৩ মামলা
নিষ্পত্তির অপেক্ষায় হেফাজতের ২০৩ মামলা
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ