X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

হাবিপ্রবি’র প্রক্টর পদত্যাগ পত্র দিয়েছেন

দিনাজপুর প্রতিনিধি
২২ মার্চ ২০১৭, ১৯:২৫আপডেট : ২২ মার্চ ২০১৭, ২১:০৬

হাবিপ্রবি’র প্রক্টর পদত্যাগ পত্র দিয়েছেন

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) প্রক্টর ড. এটিএম শফিকুল ইসলাম বুধবার দুপুরে পদত্যাগ পত্র জমা দিয়েছেন। তবে পদত্যাগ পত্রে তিনি ব্যক্তিগত কারণ দেখিয়েছেন। এর আগে হাবিপ্রবি ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে হাতাহাতিতে ৫ জন আহত হয়েছে বলে উভয় গ্রুপের সদস্যরা দাবি করেছেন। 

জানা যায়, বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে ছাত্রলীগ নেতাকর্মীরা ভেটেরিনারি অনুষদের ডিন ডা.ফজলুল হকের কাছে চাঁদা দাবি করে। তিনি দিতে অস্বীকৃতি জানালে তাকে লাঞ্ছিত করা হয়। এই ঘটনায় ডা.ফজলুল হক সাংবাদিকদের সামনে প্রতিবাদ জানালে তা কয়েকটি পত্রিকায় ছাপা হয়। ওই ঘটনার জের ধরে ছাত্রলীগকে কলুষিত করা হচ্ছে অভিযোগ করে বুধবার দুপুরে ছাত্রলীগের নয়ন গ্রুপের সদস্যরা হাবিপ্রবি উপাচার্যের অফিসের গেটের সামনে অবস্থান ও অবরোধ করে। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের সঙ্গে বৈঠক করে বিষয়টি সমাধানের চেষ্টা করেন। বৈঠক শেষে তারা বেড়িয়ে গেলে ছাত্রলীগ তারেক গ্রুপের সদস্যদের সঙ্গে তাদের হাতাহাতি হয়। পরে ধাওয়া-পাল্টায় ধাওয়ায় রুপ নেয়। এ সময় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে থাকা পুলিশ সদস্যরা বিষয়টি মিমাংসা করে। এই সংঘর্ষে ৫ নেতাকর্মী আহত হয় বলে উভয় গ্রুপের দাবি।

এ ব্যাপারে হাবিপ্রবি ছাত্রলীগ নেতা নাহিদ আহমেদ নয়নের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সঙ্গে বৈঠক শেষ করে তারা ক্যান্টিনের সামনে গেলে সেখানে থাকা তারেক গ্রুপের সদস্যরা বিভিন্ন কথাবার্তা বলতে থাকে। এক পর্যায়ে দু’গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের ডিন সাংবাদিকদের দিয়ে ছাত্রলীগের বিরুদ্ধে ভুয়া সংবাদ পরিবেশন করিয়েছেন। এর প্রতিবাদ করায় তাদের ওপর হামলা হয়েছে।

অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের অপর গ্রুপের নেতা তারেক জানান, বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণভাবে সফল হওয়ায় তারা আনন্দ মিছিল করেন। মিছিল শেষে তারা ক্যাম্পাসের সামনে দাঁড়ালে সেখানে ছাত্রলীগের অপর গ্রুপের সদস্যরা এসে তাদের সঙ্গে ধাক্কাধাক্কি করে। ফলে এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।

ছাত্রলীগের সংঘর্ষের ঘটনার পর ব্যক্তিগত কারণ দেখিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. এটিএম শফিকুল ইসলাম পদত্যাগ পত্র জমা দিয়েছেন। পরে তা নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটি বৈঠক হয়।

এ ব্যাপারে প্রক্টরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, পারিবারিক কারণ দেখিয়ে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। তবে উপাচার্যের অনুরোধে তিনি সাময়িকভাবে পদত্যাগপত্র প্রত্যাহার করবেন।

অপরদিকে বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ২০১৭ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের পরীক্ষা চলাকালে রাসেদুল্লাহ রাজন নামে এক ভুয়া পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। রাসেদুল্লাহ নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার ইজারকান্দি গ্রামের মৃত আব্দুল জাব্বারের ছেলে। বুধবার ‘জি’ ইউনিটের পরীক্ষা চলাকালে একাডেমিক ভবন-১ এর ফসল শারীরতত্ত্ব ও পরিবেশ বিভাগের ল্যাব কেন্দ্রে বদলী পরীক্ষা দেওয়ার অভিযোগে তাকে আটক করে সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রের পরিদর্শক। আটক মো.রাসেদুল্লাহকে ভ্রাম্যমাণ আদালতের কাছে হস্তান্তর করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট তপতী বিশ্বাস তাকে ১৫ (পনের) দিনের বিনাশ্রম কারদণ্ডের রায় দেন।

/জেবি/

আরও পড়তে পারেন: কল্পনা চাকমা অপহরণ মামলা: পুলিশ তদন্ত রিপোর্টে বাদীপক্ষের নারাজি

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী