X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

বীরাঙ্গনা ফুলমতির বাড়ি নির্মাণ কাজের উদ্বোধন করলেন জামায়াত চেয়ারম্যান!

গাইবান্ধা প্রতিনিধি
১৯ মে ২০১৭, ১৫:৪৪আপডেট : ১৯ মে ২০১৭, ১৫:৪৪

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় নারী মুক্তিযোদ্ধা (বীরাঙ্গনা) রাজকুমারী রবিদাস ফুলমতির সরকারি বরাদ্দের বাড়ি নির্মাণ কাজের উদ্বোধন করেছেন জামায়াতের উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান মুন্সি। এ নিয়ে মুক্তিযোদ্ধাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় আওয়ামী লীগ নেতারাও এ নিয়ে বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েছেন।

বাড়ির নির্মাণকাজ উদ্বোধন করছেন জামায়াতের চেয়ারম্যান জানা গেছে, মুক্তিযোদ্ধাদের বাড়ি নির্মাণ প্রকল্পের আওতায় বীরাঙ্গনা রাজকুমারী রবিদাস ফুলমতির জন্য সরকার একটি বাড়ি বরাদ্দ দেয়। বৃহস্পতিবার দুপুরে সাদুল্যাপুর উপজেলা শহরের উত্তরপাড়ায় বীরাঙ্গনা রবিদাস ফুলমতির বাড়ি নির্মাণ কাজের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান মুন্সি।

প্রসঙ্গত, যুদ্ধাপরাধে অভিযুক্ত রাজনৈতিক দল জামায়াতে ইসলামীর ওয়েবসাইটে নির্বাচিত জনপ্রতিনিধিদের নামের তালিকায় সাইদুর মুন্সির নাম রয়েছে। সেখানে (৯ নম্বর সিরিয়ালে) সাইদুর রহমান মুন্সিকে জামায়াত মনোনীত (চতুর্থ উপজেলা চেয়ারম্যান- ২০১৪) হিসেবে উল্লেখ করা হয়েছে। যদিও সাইদুর রহমান বিএনপির প্রার্থী হিসেবেই নির্বাচনে অংশ নিয়েছিলেন।

তবে বাড়ি নির্মাণ কাজের উদ্বোধনকালে আওয়ামী লীগ সাদুল্যাপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক শাহারিয়ার খান বিপ্লব, প্রেসক্লাব সভাপতি মোস্তাফিজার রহমান ফারুক, মুক্তিযোদ্ধা কমান্ডার মেছের আলী সরকার, ডেপুটি কমান্ডার নুরুন্নবী সরকার তারা, মুক্তিযোদ্ধা দেলওয়ার রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

মুক্তিযোদ্ধার বাড়ি নির্মাণকাজের উদ্বোধনে জামায়াত চেয়ারম্যানসহ অন্যরা এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহরিয়া খান বিপ্লব বলেন, ‘উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা খাতুন সাদুল্যাপুরের বাইরে থাকায় তিনি উপস্থিত ছিলেন না। উপজেলা নির্বাহী কর্মকর্তাই আমাকে বীরাঙ্গনা ফুলমতির বাড়ি উদ্বোধনকালে উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছিলেন। আমি সেখানে যাওয়ার পর উপজেলা চেয়ারম্যান সাইদুর মুন্সিকে দেখতে পাই। এরপর উপজেলা চেয়ারম্যান হিসেবে তিনিই ওই বাড়ির নিমার্ণ কাজের উদ্বোধন করেন।’

সাদুল্যাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা খাতুন জানান, উপজেলার বাইরে থাকায় তিনি উদ্বোধনকালে সেখানে থাকতে পারেননি। একজন মুক্তিযোদ্ধা তাকে ফোন করলে, তিনি সেই মুক্তিযোদ্ধাকে উদ্বোধন করার জন্য বলেন। পরে শুনতে পান উপজেলা চেয়ারম্যান সাইদুর মুন্সি বীরাঙ্গনা ফুলমতির বাড়ি নির্মাণ কাজের উদ্বোধন করেছেন।

এ বিষয়ে সাদুল্যাপুর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান মুন্সি’র সঙ্গে কথা বলার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

সাদুল্যাপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মেছের উদ্দিন সরকার বলেন, ‘সাইদুর রহমান মুন্সি নিজেকে বিএনপির চেয়ারম্যান হিসেবে দাবি করলেও তিনি জামায়াতের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। ফুলমতির বাড়িতে গিয়ে সাইদুর মুন্সিকে দেখে বিব্রতকর পরিস্থিতিতে পরি। তার হাতে ফুলমতির বাড়ি উদ্বোধনের বিষয়টি লজ্জার, এটি আমরা কিছুতেই মেনে নিতে পারিনি। বাস্তব পরিস্থিতির কারণে আমরা মুক্তিযোদ্ধারা কিছুই বলতে পারিনি।’

উল্লেখ্য, সাইদুর রহমান মুন্সি সাদুল্যাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহারিয়ার খান বিপ্লব হত্যা চেষ্টা মামলার চার্জশিটভূক্ত আসামি। এছাড়া পলাশবাড়ি থানায় দায়ের হওয়া নাশকতার মামলার আসামিও সাইদুর রহমান। সাইদুর রহমান মামলার চার্জশিটভূক্ত আসামি হওয়ায় স্থানীয় সরকার মন্ত্রণালয় তাকে সাময়িক বরখাস্ত করেন, পরে উচ্চ আদালতের রায়ে তিনি চেয়ারম্যান পদে বহাল হন।
আরও পড়ুন: বীরাঙ্গনা ফুলমতির বাড়িতে এসে খোঁজ নিলেন জেলা প্রশাসক

/এমও/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
হামাসের সংশোধিত প্রস্তাব গাজায় যুদ্ধবিরতি অচলাবস্থা ভাঙতে পারে: যুক্তরাষ্ট্র
হামাসের সংশোধিত প্রস্তাব গাজায় যুদ্ধবিরতি অচলাবস্থা ভাঙতে পারে: যুক্তরাষ্ট্র
বৃষ্টিতে ভোটার উপস্থিতি কম নোয়াখালীর সুবর্ণচরে
বৃষ্টিতে ভোটার উপস্থিতি কম নোয়াখালীর সুবর্ণচরে
জানাজা শেষে ফেরার পথে ট্রাকচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
জানাজা শেষে ফেরার পথে ট্রাকচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা