X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

সাদুল্যাপুরে ৫ পুরোহিতের নামে ‘মিথ্যা’ মামলা করে বাদী পলাতক

গাইবান্ধা প্রতিনিধি
২৭ জুলাই ২০১৭, ১৭:১২আপডেট : ২৭ জুলাই ২০১৭, ১৭:১২

গাইবান্ধা জেলা গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ফরিদপুর ইউনিয়নের দড়ি জামালপুর গ্রামে প্রতিপক্ষকে ফাঁসাতে মারধর ও লুটপাটের মিথ্যা অভিযোগে পাঁচ পুরোহিতের নামে মামলা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনার পর থেকে জনরোষে পলাতক রয়েছেন মামলার বাদী বস্কিম চন্দ্র।

জানা গেছে, দড়ি জামালপুর গ্রামের বস্কিম চন্দ্রের সঙ্গে প্রতিবেশী শ্যামল চন্দ্র, রিপন চন্দ্র, পরিতোষ চন্দ্র, দিপক চন্দ্র ও সন্তোষ চন্দ্রের দীর্ঘদিন ধরে জমিসংক্রান্ত ও সামাজিক বিষয় নিয়ে বিরোধ চলছিল। প্রতিপক্ষকে ফাঁসাতে গত ২৩ জুলাই বস্কিম চন্দ্র স্ত্রী ও মেয়েকে মারধর এবং ঘরে থাকা নগদ ১ লাখ ৬০ হাজার টাকা, আড়াই ভরি স্বর্ণালংকার, মোবাইল ফোনসহ মালামাল লুটপাটের অভিযোগে পাঁচ জনের বিরুদ্ধে সাদুল্যাপুর থানায় মামলা করেন।

স্থানীয়রা জানান, গত ২২ জুলাই রাতে হঠাৎ করে বস্কিম চন্দ্রের স্ত্রী জয়ন্তী রানী ও মেয়ে তাপসী রানী ডাকাত ডাকাত বলে চিৎকার করতে থাকে। তাদের চিৎকার শুনে লোকজন এগিয়ে গেলে জয়ন্তী রানী ও তাপসী তাদের জানায়, ৭-৮ জন লোক ধারালো অস্ত্র নিয়ে তাদের বাড়িতে প্রবেশ করে হাত-পা ও মুখ বেঁধে ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালংকারসহ মালামাল লুট করে নিয়ে যায়।

সুলতান, পিন্টু মণ্ডল, সন্তোষ চন্দ্রসহ প্রতিবেশীরা জানান, বস্কিমের স্ত্রী জয়ন্তী ও মেয়ে তাপসীকে মারধর বা লুটপাটের ঘটনা ঘটেনি। মূলত বস্কিমের সঙ্গে তাদের বিরোধ থাকায় মিথ্যা মামলায় ফাঁসানোর জন্য এমন ঘটনা সাজিয়েছেন তিনি।

আসামি সন্তোষ চন্দ্র, পরিতোষ চন্দ্র জানান, আমরা সমাজের পুরোহিত। আমাদের হয়রানির উদ্দেশ্যে বস্কিম চন্দ্র এমন সাজানো কল্পকাহিনী দিয়ে মিথ্যা অভিযোগে মামলা করেছেন। এর আগেও তিনি হুমকি-ধামকির অভিযোগে আদালতে মামলা করেন। কিন্তু আদালত মামলাটি খারিজ করে দেন। এরপর কিছুদিন আগে আবারও থানায় মারধরের মিথ্যা অভিযোগ দিলেও পুলিশ বিষয়টি আমলে নেয়নি।

এদিকে, মিথ্যা অভিযোগে মামলার ঘটনায় হিন্দু সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। মিথ্যা অভিযোগে পুরোহিতদের ফাঁসানোর ঘটনায় বস্কিমের উপর ক্ষিপ্ত এলাকার মানুষ। বুধবার দুপুরে উত্তেজিত লোকজন বস্কিম চন্দ্রের বাড়িতে হামলা চালানোর চেষ্টা করে। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান, মেম্বার ও গণ্যমান্য ব্যক্তির হন্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

ফরিদপুর ইউপি চেয়ারম্যান নুর আজম মণ্ডল নিরব বলেন, ‘পুরোহিতদের হয়রানি ও ফাঁসাতে মিথ্যা মামলা করেছেন বস্কিম চন্দ্র। অথচ পুলিশ ঘটনা সম্পর্কে অবগত থেকেও বাদী পক্ষের দ্বারা প্রভাবিত হয়ে একেবারে মিথ্যা সাজানো অভিযোগ আমলে নিয়েছে।’

সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ ইমরুল কায়েস বলেন, ‘বাদীর অভিযোগের প্রেক্ষিতে মামলা রুজু হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।’ বাদীপক্ষের দ্বারা প্রভাবিত হওয়ার বিষয়টি তিনি অস্বীকার করেন।

/বিএল/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
তাইওয়ান প্রণালীতে আবারও চীনা সামরিক বিমান শনাক্ত
তাইওয়ান প্রণালীতে আবারও চীনা সামরিক বিমান শনাক্ত
দলবল নিয়ে উঠান বৈঠকে ফাঁকা গুলি ছোড়ার অভিযোগ বদির বিরুদ্ধে
দলবল নিয়ে উঠান বৈঠকে ফাঁকা গুলি ছোড়ার অভিযোগ বদির বিরুদ্ধে
লাইনে দাঁড়িয়ে ১০ টাকার টিকিট কেটে চোখ পরীক্ষা করালেন প্রধানমন্ত্রী
লাইনে দাঁড়িয়ে ১০ টাকার টিকিট কেটে চোখ পরীক্ষা করালেন প্রধানমন্ত্রী
স্বজনদের প্রার্থী হওয়ার বিষয়টি ব্যাখ্যা করলেন ওবায়দুল কাদের
স্বজনদের প্রার্থী হওয়ার বিষয়টি ব্যাখ্যা করলেন ওবায়দুল কাদের
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক