X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

নতুন রূপে ফিরছে ‘লালমণি এক্সপ্রেস’, দেশেই চলছে নির্মাণ কাজ

নীলফামারী প্রতিনিধি
৩১ জুলাই ২০১৭, ০৯:৪৪আপডেট : ৩১ জুলাই ২০১৭, ০৯:৪৯

সৈয়দপুর রেলওয়ে কারখানা নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানায় চলছে আন্তঃনগর ‘লালমণি এক্সপ্রেস’ এর জন্য বগি তৈরির কাজ। চলতি মাসের শুরু দিকে পুরনো ১৮ বগি ভেঙে নতুন বগি তৈরির কাজ শুরু হয়েছে। ২০১৮ সালের জানুয়ারির প্রথম দিকে ১২টি বগির কাজ শেষ হবে। বাকি ছয়টি বগি কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী হস্তান্তর করা হবে। তবে এক্সপ্রেসের রং কি হবে তা এখনও নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ।

সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) মুহাম্মদ কুদরত-ই খুদা বাংলা ট্রিবিউনকে একথা জানিয়েছেন।

কারখানা সূত্রে জানা গেছে, উত্তরাঞ্চলের লালমনিরহাট-ঢাকার মধ্যে যাতায়াতকারী লালমনিরহাট বা লালমণি এক্সপ্রেস অনেক পুরনো। তাই এটি জরাজীর্ণ হয়ে গেছে এবং গতিও কম ছিল। যাত্রীদের সুবিধার কথা এবং এ অঞ্চলের মানুষের দাবির মুখে এ ট্রেনটি সংস্কারের উদ্যোগ নেয় কর্তৃপক্ষ। এরপরই বাংলাদেশ রেলওয়ে সৈয়দপুর রেলওয়ে কারখানায় পুরনো ১৮টি বগি পাঠায়। জার্মান প্রযুক্তিতে তৈরি বগিগুলোর অবকাঠামো সম্পূর্ণ খুলে ফেলা হচ্ছে। এসব বগি নতুন করে নির্মাণ করা হবে। আর প্রতিটি বগি নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় ৭০ লাখ টাকা।

চলছে বগি তৈরির কাজ

সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) মুহাম্মদ কুদরত-ই খুদা বলেন,‘নতুন বগিগুলোর নির্মাণ কাঠামোতে পরিবর্তন আসছে। ফলে দুর্ঘটনার ঝুঁকি কমবে আর সেই সঙ্গে ট্রেনের গতিও বাড়বে। এতে চেয়ার কোচ সংযোজন করা হচ্ছে। এর মধ্যে একটি শীতাতপ নিয়ন্ত্রিত বগিও থাকবে।’

১৯ জুলাই বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (রোলিং স্টক) শামসুজ্জামান কাজ দেখতে সৈয়দপুর রেলওয়ে কারখানায় আসেন। তার সঙ্গে ছিলেন পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান যন্ত্র প্রকৌশলী (সিএমই) ইফতেখার হোসেন,প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রক (সিওএস) বেলাল হোসেন সরকার  প্রমুখ।

 /এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
স্কুলে আসার পর মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার পর মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
এই গরমে তরমুজ খাবেন যে ৭ কারণে
এই গরমে তরমুজ খাবেন যে ৭ কারণে
বার্সেলোনার ‘প্রতিশোধ’ মাদ্রিদ ওপেনে নিলেন নাদাল
বার্সেলোনার ‘প্রতিশোধ’ মাদ্রিদ ওপেনে নিলেন নাদাল
অস্ত্র ও গুলিসহ ৫ রোহিঙ্গা সন্ত্রাসী আটক
অস্ত্র ও গুলিসহ ৫ রোহিঙ্গা সন্ত্রাসী আটক
সর্বাধিক পঠিত
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে