X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

দেড়শ দিনের মধ্যে ২৮ দিন ক্যাম্পাসে ছিলেন বেরোবি উপাচার্য!

লিয়াকত আলী বাদল, রংপুর
১৪ নভেম্বর ২০১৭, ১৯:৪১আপডেট : ১৫ নভেম্বর ২০১৭, ০৬:৪৫

 

উপাচার্যের বিরুদ্ধে বেরোবি শিক্ষকদের মানববন্ধন (ছবি: প্রতিনিধি) রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য অধ্যাপক নাজমুল আহসান কলিম উল্লাহর বিরুদ্ধে দিনের পর দিন বিশ্ববিদ্যালয়ে অনুপস্থিত থাকা, বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ দখল করে রাখাসহ ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলেছেন শিক্ষকরা। এই অভিযোগে মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুরে ক্যাম্পাসে মানববন্ধন ও সমাবেশ করেছেন আওয়ামী লীগ সমর্থিত নীল দলের শিক্ষকরা। অভিযোগগুলোর সুরাহা না হলে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তারা।

নীল দলের সভাপতি ড. শফিক আশরাফের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. তুহিন ওয়াদুদ, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের বিভাগীয় প্রধান শাহিনুর রহমান, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক এটিএম জিন্নাতুল বাশার এবং নীল দলের সাধারণ সম্পাদক আপেল মাহমুদ।

বক্তারা অভিযোগ করেন, রাষ্ট্রপতি উপাচার্য হিসেবে অধ্যাপক কলিম উল্লাহকে যে নিয়োগ দান করেছেন তার প্রধান শর্ত ছিল তিনি সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করবেন। কিন্তু গত ১৪ জুন উপাচার্য হিসেবে যোগ দেওয়ার পর দেড়শ দিনে তিনি মাত্র ২৮ দিন বিশ্ববিদ্যালয়ে উপস্থিত ছিলেন। বাকি সময়টা উনি ঢাকাতেই অবস্থান করেছেন। তার অনুপস্থিতির সময়ে তিনি কাউকে দায়িত্ব দিয়ে না যাওয়ায় একাডেমিক ও প্রশাসনিক কাজে ব্যাঘাত ঘটছে। শিক্ষকরা আরও অভিযোগ করেন, উপাচার্য সকালে ঢাকা থেকে বিমানে ক্যাম্পাসে আসেন, আবার বিকালেই ঢাকায় চলে যান। তিনি বিশ্ববিদ্যালয়টিকে অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত করেছেন বলে অভিযোগ করেন তারা।

শিক্ষক নেতারা আরও অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদের মধ্যে তিনটি অনুষদের ডিনসহ বিভিন্ন বিভাগ ও দফতরের ১২টি পদ একাই দখল করে আছেন উপাচার্য। লোক প্রশাসন বিভাগে শিক্ষকদের যোগ্যতা থাকা সত্ত্বেও তিনি ওই বিভাগে বিভাগীয় প্রধান হিসেবে কাউকেই নিয়োগ দিচ্ছেন না। যার ফলে বিভাগটির কার্যক্রম অনেকটাই অচল হয়ে পড়েছে।

কিছু কিছু বিভাগে দুই বছরের বেশি সময় ধরে সেশন জট থাকলেও তা নিরসনে কোনও কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করে মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষকরা। উপাচার্য ক্যাম্পাসে অবস্থান না করে বাইরে থাকলে তাকে ক্যাম্পাসে প্রবেশ করতে না দেওয়ার মতো কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবেন বলেও শিক্ষকরা ঘোষণা দেন।

 

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মেসির জোড়া গোলে মায়ামির আরেকটি জয় 
মেসির জোড়া গোলে মায়ামির আরেকটি জয় 
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ৫ ইউনিয়নে চলছে ভোট গ্রহণ
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ৫ ইউনিয়নে চলছে ভোট গ্রহণ
যাদের স্যালাইনে বাঁচে প্রাণ, তাদের মজুরি বাড়ে না
১৬ শ্রমিকের উৎপাদিত স্যালাইন দিয়ে চলছে ৯ জেলার হাসপাতালযাদের স্যালাইনে বাঁচে প্রাণ, তাদের মজুরি বাড়ে না
সিলেটে ট্রাকের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত
সিলেটে ট্রাকের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত
সর্বাধিক পঠিত
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে