X
মঙ্গলবার, ২১ মে ২০২৪
৬ জ্যৈষ্ঠ ১৪৩১

নির্বাচনে বিএনপিকে দূরে সরিয়ে রাখলে তা গ্রহণযোগ্য হবে না: মির্জা ফখরুল

লালমনিরহাট প্রতিনিধি
১৯ নভেম্বর ২০১৭, ১৮:০০আপডেট : ১৯ নভেম্বর ২০১৭, ১৮:২৩

নির্বাচনে বিএনপিকে দূরে সরিয়ে রাখলে তা গ্রহণযোগ্য হবে না: মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বিএনপিকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখলে সেটা কখনোই গ্রহণযোগ্য হবে না। দেশের জনগণ ও আন্তর্জাতিক বিশ্ব তা মানবে না।’ রবিবার (১৯ নভেম্বর) দুপুরে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের বুড়িরহাট খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত ‘আলোকিত লালমনিরহাট সাইকেল র‌্যালির সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘এই সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার নয়, তারা জোর করে ক্ষমতায় বসে আছে। ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে যে তামাশা তারা করেছিল, সেই নির্বাচনে জনগণ অংশগ্রহণ করেনি। যার ফলে নির্বাচন কমিশনকে ১৫৪টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তাদের প্রার্থীদেরকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। অন্য দলের কোনও প্রার্থী সেখানে অংশ নেয়নি। এই সরকার গণতন্ত্রকে হরণ করেছে। গণতান্ত্রিক ব্যবস্থা প্রবর্তনের জন্য আমাদের যুদ্ধে নামতে হবে। এই গণতান্ত্রিক সংগ্রামে আমাদের জয়ী হতে হবে। জনগণের রাজত্ব প্রতিষ্ঠা করতে হবে।’

বিএনপির মহাসচিব বলেন, ‘আমরা বারবার বলে আসছি দেশের জনগণের যে ভোটাধিকার রয়েছে তা বাস্তবায়িত করতে, সংঘাতের রাজনীতি বাদ দিয়ে একটা সমঝোতায় আসতে। এছাড়া বিরোধী দলগুলোর সঙ্গে আলাপ-আলোচনা করে কিভাবে সব দলের অংশগ্রহণে একটা সুষ্ঠু ও অবাধ নির্বাচন হতে পারে তার একটা ব্যবস্থা উদ্ভাবন করতে। কিন্তু সরকার এই কথায় কর্ণপাত করছে না। কারণ তারা জানে যদি সুষ্ঠু ও অবাধ নির্বাচন হয়, তাহলে তারা ক্ষমতায় আসতে পারবে না। সেই কারণে তারা চেষ্টা করছে যেন বিরোধী দল নির্বাচনে অংশ না নিতে পারে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাফ বলে দিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের অধীনেই আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘তারা বরাবরই সাফ জানিয়ে দেন। ২০১৪ সালের আগেও তারা সাফ জানিয়েছিলেন। কিন্তু আমাদের সঙ্গে বসতে বাধ্য হয়েছিলেন তারা। আজ জনগণ জানিয়ে দিয়েছে যে তারা একটা সুষ্ঠু নির্বাচন চায়। তারা আওয়ামী লীগের সঙ্গে নেই, তারা গণবিচ্ছিন্ন হয়ে গেছে। সেই কারণেই আওয়ামী লীগকে বাধ্য হতে হবে একটা নির্দলীয়, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেওয়ার জন্য।’

রংপুরের কর্মসূচি স্থগিত সংক্রান্ত বিষয়ে মির্জা ফখরুল বলেন, ‘রংপুরের ঠাকুরপাড়া পরিদর্শন কর্মসূচির বিষয়ে বিএনপি নেতাদের সঠিক বিবৃতি হয়নি। আমি সম্পূর্ণ রাজনৈতিক শিষ্ঠাচারের কারণে ঠাকুরপাড়া পরিদর্শনের কর্মসূচি স্থগিত করেছি। সোমবার আমিসহ বিএনপির প্রতিনিধি দল ঠাকুরপাড়ায় যাবো।’

লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি ও রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু ও লালমনিরহাট জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলাসহ আরও অনেকেই।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সংসদীয় কমিটির তোপের মুখে টেলিটক
সংসদীয় কমিটির তোপের মুখে টেলিটক
৭ দেশের জাহাজ চলাচলে করতে হবে না আলাদা চুক্তি
৭ দেশের জাহাজ চলাচলে করতে হবে না আলাদা চুক্তি
নতুন কোচ স্লট, নিশ্চিত করলো লিভারপুল
নতুন কোচ স্লট, নিশ্চিত করলো লিভারপুল
আজ দ্বিতীয় ধাপের ভোট, ইসির চিন্তা ভোটার উপস্থিতি
উপজেলা নির্বাচনআজ দ্বিতীয় ধাপের ভোট, ইসির চিন্তা ভোটার উপস্থিতি
সর্বাধিক পঠিত
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী নিহত
হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী নিহত
রাইসির বিধ্বস্ত হেলিকপ্টারের ভিডিও প্রকাশ
রাইসির বিধ্বস্ত হেলিকপ্টারের ভিডিও প্রকাশ
ঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলবে
প্রধানমন্ত্রীর নির্দেশ, জানালেন ওবায়দুল কাদেরঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলবে
এ আর রাহমানের মুখে লালন ফকির থেকে শেখ হাসিনা...
কান উৎসব ২০২৪এ আর রাহমানের মুখে লালন ফকির থেকে শেখ হাসিনা...