X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

১০ বছর ধরে রাস্তা সারেন ‘মাটি পাগলা মনজিল’

নীলফামারী প্রতিনিধি
২২ নভেম্বর ২০১৭, ১২:৩০আপডেট : ২২ নভেম্বর ২০১৭, ১৪:৪০

গ্রামের রাস্তায় ‘মাটি পাগলা মনজিল’ এভাবেই কাজ করেন রাত পোহালেই হাতে কোদাল, ঘাড়ে মাটি কাটার বাঁশের ঝুড়ি নিয়ে হাঁটতে থাকেন গ্রামের আঁকাবাঁকা রাস্তা দিয়ে। কাঁচা রাস্তার কোথাও গর্ত বা ভাঙা দেখলেই নেমে পড়েন কাজে। নিজ দায়িত্বে মাটি কেটে ভরাট করেন রাস্তার ভেঙে যাওয়া অংশ বা গর্ত। সকাল থেকে সন্ধ্যা অবধি এভাবেই ঘুরে ঘুরে আশপাশের বিভিন্ন এলাকার রাস্তা সংস্কার করতে থাকেন তিনি। বিনিময়ে কারও কাছ থেকে একটি টাকাও নেন না তিনি। এমনকি সরকারিভাবে রাস্তা তৈরি বা রাস্তা সংস্কারের কাজ দেখলেও অন্য শ্রমিকদের সঙ্গে নেমে পড়েন কাজে। কিন্তু এর বিনিময়েও কেউ কখনও কানাকড়িও দিতে পারেননি তাকে।

নীলফামারীর সরমজানি ইউনিয়নের যাদুর হাট এলাকার রাস্তা পাগল এই ব্যক্তির নাম মনজিল হক (২৭)। গত ১০ বছর ধরে এভাবেই তিনি রাস্তার পর রাস্তায় কাজ করে যাচ্ছেন সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে। এ কারণে স্থানীয়দের কেউ তাকে ডাকে ‘মাটি পাগল মনজিল’, কেউ ‘ভাঙা পাগল মনজিল’। ‘সমাজসেবক মনজিল’ বলেও তাকে ডাকে অনেকেই।

যাদুর হাটের এই মনজিল হকের বাবা অচিউদ্দিন। জানা গেছে, চাপরা সরমজানি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন মনজিল। পরিবার আর্থিকভাবে সচ্ছল না হওয়ায় এরপর আর পড়ালেখা চালিয়ে যেতে পারেননি মনজিল। তবে শিক্ষকদের কাছ থেকে তিনি যে শিক্ষা পেয়েছিলেন, তা থেকেই অনুপ্রাণিত হয়ে তিনি সমাজসেবায় উদ্বুদ্ধ হন। পরিবারের সদস্যদের কাছেও উৎসাহ পেয়েছেন তিনি। ফলে পেশা হিসেবে কোনও কাজকে বেছে না নিলেও পরিবারের সদস্যরা তার এই ‘ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো’র অভ্যাস নিয়ে কিছু না বলে বরং তার পাশেই দাঁড়িয়েছেন।

বন্যার পানিতে গ্রামের রাস্তাঘাট ভেঙে যাওয়ায় সেগুলো মেরামতের মাধ্যমে শুরু হয় মনজিলের সমাজসেবার উদ্যোগ। এরপর গত ১০ বছরে তার নিজের গ্রামসহ আশপাশের এলাকার যেকোনও জায়গাতেই রাস্তায় কোনও সমস্যা হলেই সেখানে দেখা গেছে মনজিলকে।

যাদুর হাট এলাকায় গিয়ে দেখা মেলে মনজিল হকের। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘টাকা-পয়সা দিয়ে সমাজসেবা করেন অনেকেই। কিন্তু আমার তো আর টাকা-পয়সা নাই। তাই গায়ে খেটে মানুষের জন্য কিছু করতে চাই। এভাবেই আমি মানুষের মধ্যে বেঁচে থাকতে চাই।’

স্থানীয়রা বলছেন, মনজিল তাদের সবার পরিচিত ও প্রিয় মুখ। শুধু স্থানীয়রাই নয়, আশপাশের এলাকার মানুষজনও মনজিলকে এক নামেই চেনেন। যেকোনও স্থানে তাকে দেখলেই সবাই দাঁড়িয়ে কুশল বিনিময় করেন মনজিলের সঙ্গে।

স্থানীয়রা বলছেন, এলাকার লোকজন ছাড়াও পথচারীরা বলেন, মনজিলের মানুষের প্রতি ভালবাসা ও স্বেচ্ছাশ্রমের কাজ দীর্ঘ ১০ বছর থেকে দেখে আসছি। সে শুধু রাস্তার বাঁধ, ভেঙ্গে যাওয়া গর্ত সব সময় নিজের ইচ্ছায় সংস্কার করেন। মনজিলের জন্য গ্রামের অবহেলিত মেঠো পথগুলো চলাচলের জন্য সর্বদা উপযোগী থাকে। রাত পোহালেই ভাঙ্গা রাস্তা সংস্কারের কাজে বের হয়ে যায় মনজিল। তবে কাজের বিনিময়ে কারও কাছে টাকা-পয়সা নেন না।

নীলফামারী সদর উপজেলার চাপরা সরমজানি ইউনিয়নের চেয়ারম্যান খলিলুর রহমান খলিল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এলাকায় মনজিল হকের কথা সবাই জানে। তিনি স্বেচ্ছাশ্রম দিয়ে মাটি কেটে রাস্তা মেরামত করার মাধ্যমে জনসাধারণের সেবা করেন। তার মতো আরও ১০ জন এভাবে সবার উপকারে এগিয়ে এলে দেশ অনেক দূর এগিয়ে যেত। আশা করি, তার উদাহরণে উদ্বুদ্ধ হয়ে আরও অনেকেই এগিয়ে আসবে। আমি তার মঙ্গল কামনা করি।’

পরিবার আর স্থানীয়দের উৎসাহ-অনুপ্রেরণায় মনজিল নিজেও চান যতদিন সম্ভব কাজ করে যেতে। তিনি বলেন, ‘আমার মৃত্যুর আগ পর্যন্ত স্বেচ্ছাশ্রমে গ্রামের আকাঁবাকাঁ রাস্তাগুলোর মাটি কেটে যেতে চাই।’

/এসকেবি/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী