X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

একদিনেই দেশের সব দুর্নীতি বন্ধ করা সম্ভব নয়: দুদক কমিশনার

হিলি প্রতিনিধি
১০ জানুয়ারি ২০১৮, ১৭:৪২আপডেট : ১০ জানুয়ারি ২০১৮, ১৭:৪৫

বুধবার দিনাজপুরের হিলি সীমান্তের চেকপোস্ট পরিদর্শনে যান দুদক কমিশনার

দুর্নীতি দমন কমিশনের কমিশনার (দুদক)ড.নাসির উদ্দিন আহম্মেদ বলেছেন,‘একদিনেই দেশের সব দুর্নীতি বন্ধ করা সম্ভব নয়। আমরা দুর্নীতি দমনের কাজ করে যাচ্ছি ভবিষ্যৎ প্রজন্মের জন্য। এর সুফল অবশ্যই পাওয়া যাবে তবে এর জন্য কিছুটা সময় লাগবে। দুর্নীতি দমনে দুদক আগের চেয়ে অনেক বেশি কাজ করে যাচ্ছে।’

মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় দিনাজপুরের হিলি সীমান্তের চেকপোস্ট গেট, ইমিগ্রেশন ও কাস্টমসের কার্যক্রম পরিদর্শনে এসে স্থানীয় ডাকবাংলোতে কাস্টমস, পুলিশ ও দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি হিলি সীমান্তের চেকপোস্ট গেটে ডাকবাংলোর সামনে উপস্থিত হলে উপজেলা প্রশাসন, কাস্টমস ও পুলিশের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

এসময় তিনি আরও বলেন,‘দেশের অনেক উন্নয়ন হচ্ছে, আমাদের সবাইকে নিয়ে,দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তাই কাউকে দোষারোপ করে কোনও সমস্যার সমাধান হবে না। সবাই মিলে কাজ করতে হবে। তাহলে আমরা ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাবো।

তিনি আরও বলেন,‘আমাদের যেমন দুর্বল পয়েন্ট রয়েছে তেমনি আমরা অনেক ভালো কাজও করি কিন্তু সাংবাদিকরা শুধু আমাদের দুর্বল পয়েন্টগুলো তুলে ধরে। এছাড়া দুর্নীতি দমন প্রতিরোধে দেশের বিভিন্ন অঞ্চলে গঠিত কমিটিগুলো সক্রিয় নয়, এসব কমিটিকে নতুন করে গঠন করা হবে। এছাড়াও স্কুল কলেজে গিয়ে দুর্নীতির কুফল সম্পর্কে সেমিনার করার কথাও বলেন তিনি।

এসময় সেখানে উপস্থিত ছিলেন, দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক মো. জাফর ইকবাল, পরিচালক মো. মনিরুজ্জামান, রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিচালক আব্দুল আজিজ ভুইয়া, দিনাজপুর জেলা সমন্বিত দুর্নীতি দমন কমিশন কার্যালয়ের উপ পরিচালক মো. বেনজীর আহম্মেদ, হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শুকরিয়া পারভীন, পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিবুল আলম, হাকিমপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার খায়রুল আলম প্রমুখ।

পরে তিনি হিলি সীমান্তের চেকপোস্ট গেটে বিজিবি ও বিএসএফের কর্মকাণ্ড পরিদর্শন করেন এবং বিএসএফের সঙ্গে কুশল বিনিময় করেন। তিনি কাস্টমসের ব্যাগেজ কার্যক্রম ও ইমিগ্রেশন চেকপোস্ট কার্যক্রমও পরিদর্শন করেন। এর পর তিনি জয়পুরহাটের উদ্দেশে হিলি ত্যাগ করেন।

আরও পড়ুন: ঘুষের মামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ডিডি রিমান্ডে

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌকা নিয়ে দ্বিমত থাকলে তাদের নিয়ে কাজ করবো না: গণপূর্তমন্ত্রী
নৌকা নিয়ে দ্বিমত থাকলে তাদের নিয়ে কাজ করবো না: গণপূর্তমন্ত্রী
কেরানীগঞ্জে কিশোর গ্যাংয়ের চার সদস্য গ্রেফতার
কেরানীগঞ্জে কিশোর গ্যাংয়ের চার সদস্য গ্রেফতার
ড. মাহবুব উল্লাহর ‘আমার জীবন আমার সংগ্রাম’ বইয়ের পাঠ উন্মোচন 
ড. মাহবুব উল্লাহর ‘আমার জীবন আমার সংগ্রাম’ বইয়ের পাঠ উন্মোচন 
একসঙ্গে এই অভিনেতারা...
একসঙ্গে এই অভিনেতারা...
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই