X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

সীমান্ত সমন্বয় সম্মেলন সম্পন্ন

পঞ্চগড় প্রতিনিধি
১০ জানুয়ারি ২০১৮, ১৯:৪৫আপডেট : ১০ জানুয়ারি ২০১৮, ১৯:৪৯





বিজিবি ও বিএসএফ সীমান্ত সমন্বয় সম্মেলনে কার্যবিবরণী স্বাক্ষর অনুষ্ঠান বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) রিজিয়ন কমান্ডার ও আইজি পর্যায়ে চার দিনব্যাপী সীমান্ত সমন্বয় সম্মেলন শেষ হয়েছে। সম্মেলনে বিজিবি-বিএসএফ সীমান্তে বিরাজমান শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখার বিষয়ে একমত পোষণ করেছে। এছাড়া বিজিবি-বিএসএফ বাংলাদেশ-ভারত সীমান্ত চুক্তির আলোকে যে কোনও সীমান্ত সমস্যা শান্তিপূর্ণ পরিবেশে পরস্পর আলাপ-আলোচনার মাধ্যমে মীমাংসারর প্রচেষ্টা অব্যাহত রাখার পক্ষেও ঐক্যমত পোষণ করেছে।

বুধবার (১০ জানুয়ারি) বিকালে পঞ্চগড় জেলার তেতুলিয়া উপজেলার কাজী অ্যান্ড কাজী টি এস্টেটের আনন্দধারায় সীমান্ত সমন্বয় সম্মেলনের কার্যবিবরণী স্বাক্ষর করা হয়। বিজিবির যশোর রিজিয়নের কমান্ডার অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কাজী তৌফিকুল ইসলাম এবং বিএসএফের নর্থ বেঙ্গল ফন্ট্রিয়ার হেডকোয়ার্টারের আইজি ড. রাজেশ মিশরা যৌথভাবে সীমান্ত সমন্বয় সম্মেলনের কার্যবিবরণী স্বাক্ষর করেন। পরে একে অপরের হাতে কার্যবিবরণী তুলে দেন। এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।
সীমান্ত সমন্বয় সম্মেলনের কার্যবিবরণী স্বাক্ষর ও প্রেস ব্রিফিং অনুষ্ঠানে বিজিবি রংপুর রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম সাইফুল ইসলাম, (বিজিবি) ঠাকুরগাঁও সেক্টরের সেক্টর কমান্ডার উপ-মহাপরিচালক কর্নেল দেওয়ান মো. লিয়াকত আলী, বিজিবি ঠাকুরগাঁও সেক্টরের অতিরিক্ত পরিচালক (অপারেশন) মোহাম্মদ জাহাঙ্গীর আলম, বিএসএফ গোহাটি ফন্ট্রিয়ার হেডকোয়ার্টারের আইজি শ্রী রাকেশ আগারওয়াল, বিএসএফ নর্থবেঙ্গল ফন্ট্রিয়ারের স্টাফ অফিসার জর্জ মানজুরান, বিএসএফ গোহাটি ফন্ট্রিয়ার হেডকোয়ার্টারের স্টাফ অফিসার শ্রী দানিয়েল অধিকারী, বিএসএফ সাউথ বেঙ্গল ফন্ট্রিয়ারের স্টাফ অফিসার শ্রী রাজিন্দ্র পাল শিং জিসওয়াল, বিএসএফ নর্থবেঙ্গল ফন্ট্রিয়ারের স্টাফ অফিসার শ্রী রাম চন্দ্র শিং, বিএসএফ নর্থবেঙ্গল ফন্ট্রিয়ারের ডেপুটি কমান্ড্যান্ট স্টাফ অফিসার শ্রী সুধীর কুমারসহ বিজিবি ও বিএসএফের কর্মকর্তারা, বাংলাদেশ ও ভারতের স্বরাষ্ট্র ও পরাষ্ট্র মন্ত্রণালয়, ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতর, যৌথ নদী কমিশন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে রবিবার (০৭ জানুয়ারি) সকালে বিএসএফের নর্থ বেঙ্গল ফন্ট্রিয়ার হেডকোয়ার্টারের আইজি ড. রাজেশ মিশ্রা আইটিএসের নেতৃত্বে বিএসএফের ৮ সদস্যের প্রতিনিধি দলটি বাংলাবান্ধা জিরো পয়েন্টে প্রবেশ করেন। এসময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ঠাকুরগাঁও সেক্টরের সেক্টর কমান্ডার উপ-মহাপরিচালক কর্নেল দেওয়ান মো. লিয়াকত আলী তাদের ফুলেল অভ্যর্থনা জানান। পরে রংপুরের ভিন্নজগতে বিজিবি-বিএসএফের রিজিয়ন কমান্ডার ও আইজি পর্যায়ে চার দিনব্যাপী সীমান্ত সমন্বয় সম্মেলনে অংশ নেন।
১০ জানুয়ারি বিকালে পঞ্চগড় জেলার তেতুলিয়া উপজেলার কাজী অ্যান্ড কাজী টি এস্টেটে বিজিবি-বিএসএফের প্রতিনিধি পর্যায়ে জেআরডি (জয়েন্ট রেকর্ড ডিসকাসন) স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাংলাবান্ধা জিরো পয়েন্টে বিজিবি-বিএসএফের জয়েন্ট রিট্রিট সেরিমনি প্রদর্শনী অনুষ্ঠান শেষে বুধবার সন্ধ্যায় ভারতীয় বিএসএফের প্রতিনিধিদলটি বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে প্রবেশ করে।
পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল আল হাকিম মো. নওশাদ জানান, আন্তরিক বন্ধুত্ব ও সৌহাদ্যপূর্ণ পরিবেশে বিজিবি-বিএসএফের রিজিয়ন কমান্ডার ও আইজি পর্যায়ে সীমান্ত সমন্বয় সম্মেলন সম্পন্ন হয়েছে। সীমান্ত সংক্রান্ত দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিজিবি-বিএসএফ একমত পোষণ করেছে।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগপিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট