X
রবিবার, ০৫ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

সুস্থ-স্বাভাবিক জীবন চান মমতাজ উদ্দিন

জিল্লুর রহমান পলাশ, গাইবান্ধা
১৬ মার্চ ২০১৮, ১০:১০আপডেট : ১৬ মার্চ ২০১৮, ১৪:৪৭

 

মমতাজ উদ্দিন সুস্থ-স্বাভাবিক জীবনযাপন করতে চান গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মমতাজ উদ্দিন (২৫)। মুখে অস্বাভাবিক আকারের টিউমারের কারণে তিনি এখন অসুস্থ। চিকিৎসকরা দ্রুত অপারেশনের কথা জানালেও অর্থের অভাবে তা হচ্ছে না।

পলাশবাড়ী উপজেলা শহর থেকে প্রায় ৮ কিলোমিটার পশ্চিমে কিশোরগাড়ী ইউনিয়নের সুলতানপুর বাড়াইপাড়ায় তার বাড়ি। মমতাজ উদ্দিন ওই গ্রামের মৃত তছলিম উদ্দিনের ছেলে। ছয় বছর ধরে মুখে অস্বাভাবিক টিউমার নিয়ে দুর্বিষহ জীবন কাটছে তার।

পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার সজিব কুমার বলেন, ‘টিউমার সাধারণত দুই প্রকারের। মমতাজের টিউমারটি ক্যান্সারে পরিণত হয়েছে কিনা, তা নির্ণয় করতে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে যথাযথ পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন। পরীক্ষা-নিরীক্ষার পর ঠিক চিকিৎসার মাধ্যমে মমতাজকে সুস্থ করা সম্ভব।’

বৃহস্পতিবার (১৫ মার্চ) বিকালে মমতাজের বাড়িতে গেলে তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘২০১১ সালে ঢাকার একটি পোশাক কারখানায় চাকরি শুরু করি। কিছুদিন পর হঠাৎ করেই বাম পাশে মুখে ছোট আকারের একটি টিউমার দেখা দেয়। দিন যতই যায় ততই টিউমার ফুলে বড় হতে থাকে। পরে বিভিন্ন চিকিৎসকের কাছে চিকিৎসা করেও ভালো হয়নি। বাধ্য হয়ে চাকরি ছেড়ে বাড়িতে চলে আসি। চিকিৎসকের পরামর্শে রংপুরে একটি ক্লিনিকে অপারেশন করাই। এক বছর যেতে না যেতেই অপারেশনের জায়গায় ঘা দেখা দেয়। আর ঘায়ের মধ্যেই আবারও টিউমারটি বড় হতে থাকে।’

মমতাজ উদ্দিন মমতাজ উদ্দিন আরও বলেন, ‘কাজকর্ম করতে না পারায় তার সংসার চলে না। স্ত্রী চার বছরের একমাত্র মেয়েকে ফেলে তার বাবার বাড়িতে চলে গেছেন।’

মমতাজের ভাই রেজ্জাক উদ্দিন বলেন, ‘মমতাজকে সুস্থ করতে ২০১২ সালে আবারও রংপুরে গিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করানো হয়। সে সময় চিকিৎসক মমতাজকে দ্রুত অপারেশন করার পরামর্শ দেয়। অপারেশন না করলে টিউমার ক্যান্সারে পরিণত হয়ে পুরো শরীরে ছড়িয়ে পড়ার কথাও জানায় চিকিৎসক। মমতাজের অপারেশনে প্রচুর টাকা প্রয়োজন। কিন্তু সংসারের অভাবের কারণে কোনোভাবেই টাকা সংগ্রহ করা সম্ভব হচ্ছে না। ফলে মমতাজের চিকিৎসা বন্ধ হয়ে পড়েছে।’

মমতাজের মা জোহরা বেগম বলেন, ‘মমতাজকে সুস্থ করতে সম্পদ যা ছিল, তা বিক্রি করে দিয়েছেন। তাছাড়াও দুই বছর আগে স্বামী মারা যাওয়ায় দু’বেলা খাবার জুটানো সম্ভব হচ্ছে না। বর্তমানে মমতাজের টিউমারটি অস্বাভাবিক বড় হয়েছে। এ কারণে সে স্বাভাবিক চলাফেরা করতে পারছে না। অপারেশন ও চিকিৎসা না করলে কোনোভাবেই মমতাজকে বাঁচানো যাবে না।’

স্থানীয় তরুণ গোলাম আজম ও মামুন মিয়া বলেন, ‘ফেসবুকের মাধ্যমে মমতাজের চিকিৎসার জন্য সহযোগিতা চাওয়া হয়েছিল। কিন্তু কেউ সহযোগিতার হাত বাড়ায়নি। আমরা চাই মমতাজ সুস্থ জীবনে ফিরে আসুক। তাছাড়া মমতাজের কিছু হলে তার একমাত্র ছোট শিশুটিকে কে দেখবে, কে নেবে তার দায়িত্ব।’

 

 

 

 

/এনআই/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
নিষ্পত্তির অপেক্ষায় হেফাজতের ২০৩ মামলা
নিষ্পত্তির অপেক্ষায় হেফাজতের ২০৩ মামলা
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ