X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

‘বিএনপির ঘরোয়া সভাকেও এত ভয় পায় আ. লীগ?’

দিনাজপুর প্রতিনিধি
১৯ এপ্রিল ২০১৮, ০৯:০৩আপডেট : ১৯ এপ্রিল ২০১৮, ০৯:৩৫

দিনাজপুর সরকারের নির্দেশে পুলিশ দিনাজপুরে বিএনপির পূর্বনির্ধারিত শান্তিপূর্ণ ঘরোয়া কর্মিসভা করতে দেয়নি বলে অভিযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য আবুল খায়ের ভুইয়া। তিনি বলেন, ‘সরকার মুখে গণতন্ত্রের কথা বললেও বিএনপির সঙ্গে অগণতান্ত্রিক ও স্বৈরাচারী আচরণ করছে। নিজেদের এত জনপ্রিয় ও শক্তিশালী দাবি করলেও আওয়ামী লীগ বিএনপির ঘরোয়া সভাকেও এত ভয় পায়?’
পূর্বঘোষণা অনুযায়ী স্থানীয় লোকভবনে বুধবার (১৮ এপ্রিল) সকালে কর্মিসভা করতে না পেরে উপশহরে তৈয়বা মজুমদার রক্তদান কেন্দ্রের রেস্ট হাউসে স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশে এসব কথা বলেন আবুল খায়ের ভুইয়া। এ সময় জানানো হয়, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী বুধবার কর্মিসভা করার কথা থাকলেও পুলিশের বাধায় তা করা সম্ভব হয়নি। লোকভবন ছাড়াও এদিন বিএনপি অফিসেও কোনও নেতাকর্মীকে প্রবেশ করতে দেওয়া হয়নি বলে অভিযোগ করা হয়।
পরে তৈয়বা মজুমদার রক্তদান কেন্দ্রের রেস্ট হাউসে জড়ো হন বিএনপির নেতাকর্মীরা। সেখানে বিএনপির কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা আবুল খায়ের বলেন, ‘প্রশাসনের কাছ থেকে আগে থেকেই অনুমতি নেওয়া হলেও আগের দিন রাতে এই সভা স্থগিত করতে বলা হয়। কিন্তু এর মধ্যে দূর-দূরান্ত থেকে নেতাকর্মীরা সব হাজির হয়েছে। তারা তো ভোগান্তিতে পড়েছেন।’
সাবেক এই সংসদ সদস্য আরও বলেন, ‘যেখানে আমাদের কর্মিসভা করার কথা, সেই স্থানটি ঘিরে রেখেছে পুলিশ। শুধু তাই নয়, আমাদের পার্টি অফিসও ঘিরে রেখেছে। এটি অগণতান্ত্রিক আচরণ। আমাদের নেতা খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে তারা কারাগারে আটকে রেখেছে। জনগণকে সঙ্গে নিয়েই আমরা খালেদা জিয়াসহ গণতন্ত্রকে মুক্ত করে আনবো।’
এ সময় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য আব্দুল খালেক, দিনাজপুর জেলা বিএনপির আহ্বায়ক রেজওয়ানুল হক, মোকাররম হোসেন, আখতারুজ্জামান মিয়াসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সিটি ক্লাবের সঙ্গে অবনমন হলো গাজী টায়ার্সের
সিটি ক্লাবের সঙ্গে অবনমন হলো গাজী টায়ার্সের
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রার নতুন রেকর্ড
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রার নতুন রেকর্ড
মানবাধিকার রেকর্ড নিয়ে জাতিসংঘে সমালোচনার মুখে তালেবান
মানবাধিকার রেকর্ড নিয়ে জাতিসংঘে সমালোচনার মুখে তালেবান
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ