X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

রংপুর টেলিভিশন সাংবাদিক পরিষদের আলটিমেটাম

রংপুর প্রতিনিধি
১৯ এপ্রিল ২০১৮, ১৭:৪৪আপডেট : ১৯ এপ্রিল ২০১৮, ১৭:৪৬

রংপুর রংপুরের জনসেবা ক্লিনিকে সংবাদিকদের ওপর হামলা, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক প্রবেশে বাধা ও সংবাদ সংগ্রহে রংপুর পুলিশের অসহযোগিতার প্রতিবাদ জানিয়েছে রংপুর টেলিভিশন সাংবাদিক পরিষদ। তারা সংবাদ সম্মেলন করে হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করার দাবি জানিয়েছে।

বৃহস্পতিবার (১৯ এপ্রিল) দুপুরে স্থানীয় কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলনে জানানো হয়, বুধবার (১৮ এপ্রিল) রাতে নগরীর বাস টার্মিনাল এলাকায় জনসেবা ক্লিনিকে শিশু মৃত্যুর অভিযোগে সংবাদ সংগ্রহ করতে গেলে ক্লিনিক কর্তৃপক্ষ সাংবাদিকদের ওপর হামলা চালায়। তাদের হামলায় গুরুতর আহত হন এশিয়ান টেলিভিশনের ক্যামেরাম্যান সুমন রহমান। তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সন্ত্রাসীরা একটি ক্যামেরাও ভাঙচুর করে। এছাড়া একই দিনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে বাংলা ট্রিবিউন ও ঢাকা ট্রিবিউনের রংপুর প্রতিনিধি এবং একুশে টেলিভিশনের রংপুর বিভাগীয় প্রতিনিধি লিয়াকত আলী বাদলকে বিশ্ববিদ্যালয়ে প্রবেশে বাধা দেয় কর্তব্যরত আনছার বাহিনীর সদস্যরা। তারা জানায়-কর্তৃপক্ষ সাংবাদিকদের বিশ্ববিদ্যালয়ে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে। এভাবে প্রায় এক ঘণ্টা বিশ্ববিদ্যালয়ের পবেশ পথে অপেক্ষা করার পরও তাকে প্রবেশ করতে দেওয়া হয়নি।

সংবাদ সম্মেলনে জানানো হয়- রংপুর পুলিশের শীর্ষ কর্তকর্তা থেকে শুরু করে বেশিরভাগ কর্মকর্তা সাংবাদিকদের খবর সংগ্রহে বিঘ্ন সৃষ্টি ও তথ্য প্রদান না করা এমনকি কোন ঘটনার ব্যাপারে সাক্ষাৎকার না দিতে চাওয়ায় সাংবাদিকদের পেশাগত দায়িত্বপালনে চরম ভোগান্তি হচ্ছে। এসব ব্যাপারে বার বার রংপুরের পুলিশ সুপারকে বলার পরও কোনও পদক্ষেপ নেওয়া হচ্ছে না।  প্রতিবাদে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সব খবর বর্জন, দায়ীদের শাস্তি দেওয়া, জনসেবা ক্লিনিক বন্ধ ঘোষণা ও হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করার দাবি জানানো হয়। এসব দাবিতে আগামী শনিবার রংপুর প্রেসক্লাব চত্বরে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা হয়।

এর আগে রংপুরে কর্মরত সব বেসরকারি টিভির সাংবাদিক ও ক্যামেরাম্যানদের নিয়ে যৌথ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সব টিভি চ্যানেলের রংপুরের সাংবাদিক ও ক্যামেরাম্যানরা উপস্থিত ছিলেন। সমাবেশে এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার মাহবুবুল ইসলামকে আহ্বায়ক করে সম্মিলিত রংপুর টেলিভিশন সাংবাদিক পরিষদ গঠন করা হয়।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নবযুগ প্রকাশনীর কর্ণধার অশোক রায় নন্দী মারা গেছেন
নবযুগ প্রকাশনীর কর্ণধার অশোক রায় নন্দী মারা গেছেন
মালয়েশিয়ায় আটকে পড়া বাংলাদেশি শ্রমিকদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ
মালয়েশিয়ায় আটকে পড়া বাংলাদেশি শ্রমিকদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ
চেয়ারম্যান নির্বাচিত হলে মুক্তিযোদ্ধাকে গাছে বেঁধে বিচারের হুমকি
চেয়ারম্যান নির্বাচিত হলে মুক্তিযোদ্ধাকে গাছে বেঁধে বিচারের হুমকি
রোগীকে ডাক্তার দেখাতে নিয়ে এসে সড়কে প্রাণ গেলো ৩ জনের
রোগীকে ডাক্তার দেখাতে নিয়ে এসে সড়কে প্রাণ গেলো ৩ জনের
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত