X
রবিবার, ০৫ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

তিস্তায় এলাকাবাসীর হাতে মারা পড়লো শুশুক

মোয়াজ্জেম হোসেন, লালমনিরহাট
১৪ মে ২০১৮, ২৩:৪০আপডেট : ১৪ মে ২০১৮, ২৩:৪২

মৃত শুশুক লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারী এলাকায় তিস্তা নদীতে এলাকাবাসীর হাতে একটি শুশুক মারা পড়েছে।  সোমবার (১৪ মে) সকালে তিস্তা নদীতে স্থানীয় কৃষক রশিদুল ইসলাম শুশুকটি দেখতে পান। পরে ৫-৬ জন লোক মিলে মিঠাপানির ডলফিন নামে পরিচিত প্রাণীটির মাথায় আঘাত করে আটক করে। কিছুক্ষণ পর শুশুকটি মারা যায়।

এটি প্রায় সাড়ে ৮ ফুট দৈর্ঘ্য ও ২শ কেজি ওজনের (৫ মণ)।

লালমনিরহাট জেলা মৎস্য কর্মকর্তা এসএম রেজাউল করিম বলেন, ‘তারা প্রাণীটি মেরে ফেলার কাজটি ঠিক করেনি। মিঠাপানির ডলফিন শুশুক বাংলাদেশে অত্যন্ত দুর্লভ প্রজাতির বিপন্ন জলজ প্রাণী। এটি ধরা ও মেরে ফেলা আইনত দণ্ডনীয় অপরাধ। তারা না বুঝেই হয়তো এমনটি করেছে।’

ভোটমারী ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান আহাদুল ইসলাম চৌধুরী বলেন, ‘তিস্তায় এক সময় প্রচুর পানিপ্রবাহ ছিল, তখন এসব শুশুক দেখা যেত। কিন্তু তিস্তায় পানি না থাকায় এখন আর এসব বিরল প্রাণী দেখা যায় না। হয়তো তিস্তায় কিছুটা পানি বৃদ্ধির কারণে রাতের যে কোনও এক সময় তিস্তা ব্যারাজের জলকপাট খোলা থাকায় লালমনিরহাট অংশের তিস্তার ভেতরে ঢুকে পড়েছে শুশুকটি। কিন্তু তিস্তা ব্যারাজের ভাটিতে তেমন পানি না থাকায় হয়তো স্থানীয় লোকজন গভীর জলের প্রাণীটিকে দেখে ফেলে এবং পিটিয়ে এটিকে আটক করেছে। এখন এটি দেখার জন্য স্থানীয় লোকজন ভিড় করছে।’

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল হাসান বলেন, ‘শুশুকটির ব্যাপারে মৎস্য বিভাগকে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। তবে যতটুকু জেনেছি, তিস্তা নদীর বাংলাদেশ অংশে অনেক দিন পর এই প্রথম শুশুকের দেখা মিলেছে।

পানি উন্নয়ন বোর্ডের তিস্তা ব্যারাজ কর্তৃপক্ষ জানিয়েছে, সম্প্রতি বৃষ্টিপাত ও তিস্তা ব্যারাজের উজানে ভারতে ভারী বৃষ্টিপাত এবং ভারতীয় তিস্তা অংশের গজল ডোবা ব্যারাজের গেট খুলে দেওয়ায় তিস্তায় পানিপ্রবাহ কিছুটা বেড়ে যাওয়ার কারণে হয়তো ভারত থেকে আসতে পারে।’ 

রংপুর পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপক উপ-সহকারী প্রকৌশলী আমিনুর রশীদ বলেন, ‘তিস্তায় পানিপ্রবাহ বেড়েছে। সোমবার তিস্তা ব্যারাজ এলাকার ডালিয়া পয়েন্টে ৫০ দশমিক ৫০ সেন্টিমিটার পানিপ্রবাহ পরিমাপ করা হয়। এতে প্রায় ২০ হাজার কিউসেক পানিপ্রবাহ রয়েছে। উজানে ভারতে বৃষ্টিপাত হওয়ায় গজল ডোবা ব্যারাজের কয়েকটি জলকপাট খুলে দিয়েছে। এ কারণে ডালিয়ায় তিস্তা ব্যারাজেরও কয়েকটি জলকপাট খোলা রাখা হয়েছে। হয়তো গত শনিবার বা রবিবার খুলে রাখা জলকপাট দিয়ে শুশুকটি বাংলাদেশে ঢুকে পড়েছে। স্থানীয় লোকজন শুশুকটি তিস্তা ব্যারাজের ভাটিতে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারী এলাকায় ধরে। শুনেছি এটি মেরে ফেলা হয়েছে।’

প্রসঙ্গত: সিকিম থেকে উদ্ভব হওয়া তিস্তা নদী ভারতে দীর্ঘপথ পরিক্রম করে পশ্চিমবঙ্গ হয়ে লালমনিরহাট জেলা দিয়ে বাংলাদেশে ঢুকেছে। এই নদী উৎপত্তি স্থলে পাহাড়ী নদী এবং ভারতের পশ্চিমবঙ্গেও গভীর নদী হিসেবে পরিচিত। গঙ্গার মতো এই নদীতেও শুশুকসহ বিভিন্ন প্রাণীর দেখা মেলে। আশির দশক পর্যন্ত বাংলাদেশেও বর্ষাকাল বা বন্যার সময়সহ মাঝেমধ্যেই তিস্তা নদীতে শুশুকের দেখা মিলতো বলে স্থানীয়রা জানিয়েছেন। তবে এই নদীর ভারতীয় গজলডোবা অংশে ও বাংলাদেশের ডালিয়ায় ব্যারাজ করার কারণে নদীতে পানির প্রবাহ নিয়ন্ত্রিত হয়ে যাওয়ায় এখন আর শুশুকের চলাচলের পথ বাধাগ্রস্ত হয়ে পড়েছে। তাই প্রাণীটি দেখা যায় কালে-ভদ্রে।

 

/এনআই/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ